জেনারেল নলেজ প্রাকটিস সেট – GK Practice Set

জেনারেল নলেজ প্রাকটিস সেট

দেওয়া রইলো জেনেরাল নলেজের প্রাকটিস সেট ।

1. কাবুলিয়ৎ ও পাট্টা কে প্রবর্তন করেন ?
– বাবর
– শেরশাহ
– আকবর
– শাহজাহান

2. নিচের কোনটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড?
– গ্লাইসিন
– গ্লুটামিন
– লিউসিন
– টাইরোসিন

3. “কর্ণ ফ্লাওয়ার” কোন দেশের জাতীয় প্রতীক?
– জার্মানি
– ইটালি
– জাপান
– ইরান

4. ভারতের কোন রাজ্য সবচেয়ে বেশি রাসায়নিক সার ব্যবহার করে?
– উত্তর প্রদেশ
– পশ্চিমবঙ্গ
– অন্ধ্রপ্রদেশ
– পাঞ্জাব

5.  ভাস্কো-দা-গামা ভারতে আসেন
– ১৪৪৩খ্রিঃ
– ১৪৯৫খ্রিঃ
– ১৪৯৮খ্রিঃ
– ১৪৯৯খ্রিঃ

দেখে নাও – General Knowledge MCQ in Bangla – Practice Set

6. নিন্মলিখিত কোনটি মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল ?
– উর্দু
– ফার্সি
– তুর্কি
– হিন্দি

7. লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
– কাশ্মীর
– হিমাচল প্রদেশ
– মনিপুর
– অন্ধ্রপ্রদেশ

8. ‘হিন্দুস্থানের তোতাপাখি’ নামে কে পরিচিত ?
– জয়দেব
– আমির খসরু
– আবুল ফজল
– তানসেন

9. নিন্মলিখিত কোন রাজ্যে ঘানা পাখিরালয় অবস্থিত ?
– গুজরাট
– কর্নাটক
– মহারাষ্ট্র
– রাজস্থান

10. নিন্মলিখিত কোন প্রাণীতে রুমিন্যান্ট পাকস্থলী দেখা যায় ?
– পায়রা
– গরু
– কুমির
– কুকুর

11. অল ইন্ডিয়া ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি কবে গঠিত হয়?
– 1928 সালে
– 1931 সালে
– 1930 সালে
– 1932 সালে

12. ভারতে অরন্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
– ব্যাঙ্গালোর
– দেরাদুন
– এলাহাবাদ
– জোরহাট

13.  ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে স্থাপিত হয়?
– ১৫৮০
– ১৬২০
– ১৬০০
– ১৬০৬

14. গান্ধার শিল্পের মূল বিষয়বস্তু কি ছিল?
– জৈনধর্ম
– বৌদ্ধধর্ম
– শৈব ধর্ম
– আজীবক ধর্ম

15. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ?
– ১৯৩৫
– ১৯৫৫
– ১৯৪৯
– ১৯৫১

দেখে নাও – 200+ ভূগোলের প্রশ্ন ও উত্তর – PDF । One Liners

16. কাকে ভারতীয় প্রত্নতত্বের জনক বলা হয়?
– রাখাল দাস বন্দোপাধ্যায়
– জন মার্শাল
– উইলিয়াম ফ্লিন্ডর পেট্রাই
– আলেকজান্ডার কানিংহাম

17. “The unbreakable”কোন অলিম্পিক পদক জয়ীর আত্মজীবনী?
– বিশ্বনাথন আনন্দ
– সুশীল কুমার
– মেরী কম
– পি ভি সিন্ধু

18. মুঘল সম্রাটদের মধ্যে কে ‘জিন্দাপীর’ নামে পরিচিত ছিলেন?
– আকবর
– হুমায়ুন
– ঔরঙ্গজেব
– শাহজাহান

19. ইলিয়ট কাকে ‘সুলতানি আমলের আকবর’ বলেছিলেন ?
– ইলতুৎমিস
– ফিরোজ শাহ তুঘলক
– আলাউদ্দিন খিলজি
– কুতুবউদ্দিন আইবক

20. কোন সম্রাট ‘ভারতের নেপোলিয়ন’ নামে অভিহিত ?
– সমুদ্রগুপ্ত
– দ্বিতীয় চন্দ্রগুপ্ত
– অশোক
– কনিষ্ক

21. “তিনবিঘা করিডর” কোন কোন দেশের সীমানায় রয়েছে?
– ভারত-পাকিস্তান
– ভারত-চীন
– ভারত-বাংলাদেশ
– ভারত-ভুটান

দেখে নাও – ১০০ টি General Knowledge in Bengali – প্রশ্ন ও উত্তর – সেট ১৬

22. মোগল সম্রাট ঔরঙ্গজেব কবে গোলকুণ্ডা আক্রমণ করেন?
– 1697 সালে
– 1666 সালে
– 1687 সালে
– 1678 সালে

23. ভারতে সর্ব প্রথম স্বর্ণমুদ্রা কোন শাসকরা চালু করেছিল ?
– কুষান
– গুপ্ত
– মৌর্য
– শক

24. মোটর গাড়ির ভিউ-ফাইন্ডার টি হল একটি-
– অবতল দর্পণ
– উত্তল লেন্স
– উত্তল দর্পণ
– সমতল দর্পণ

25. পিন ভ্যালি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত?
– মধ্যপ্রদেশ
– রাজস্থান
– উত্তরাখণ্ড
– হিমাচল প্রদেশ

26. নিচের কারা সর্বপ্রথম ভারতের সাথে বানিজ্য সম্পর্ক স্থাপন করে?
– ডাচ
– পর্তুগিজ
– ইংল্যান্ড
– ফ্রান্স

দেখে নাও – ১০০ টি মিক্সড GK MCQ প্রশ্ন ও উত্তর – সেট ৬

27. ভারতের ‘সিভিল সার্ভিস’ -এর প্রবর্তন করেছিলেন  –
– ওয়ারেন হেস্টিংস
– রিপন
– কর্নওয়ালিস
– ডালহৌসি

28. পশ্চিমবঙ্গের কোথায় টেলিফোনের তার তৈরি হয়?
– হরিণঘাটা
– দার্জিলিং
– রুপনারায়নপুর
– যাদবপুর

29. ‘A train to Pakistan’ বইটি কে লিখেছেন ?
– বিক্রম শেঠ
– শশী থারুর
– খুশবন্ত সিং
– রুডিয়ার্ড কিপলিং

30. হিন্দুদের উপর থেকে জিজিয়া কর কে তুলে দিয়েছিলেন ?
– ফিরোজ শাহ তুঘলক
– জাহাঙ্গীর
– বাবর
– আকবর

Scroll to Top