Bengali Gk MCQ Practice Sets – 100+ MCQ Questions

21. কোন আইনবলে খ্রিষ্টিয় মিশনারিরা ভারতে প্রবেশের ছাড়পত্র পায়?
– চার্টার আইন, 1784
– চার্টার আইন, 1813
– চার্টার আইন, 1833
– চার্টার আইন, 1793

22. পূর্ব ও পশ্চিমঘাটের সংযোগস্থল হল – 
– পালঘাট পর্বত
– পালনি পর্বত
– আন্নামালাই পর্বত
– নীলগিরি পর্বত

23. কোন বছর বিধবা বিবাহ আইন পাস হয়?
– কোনোটিই নয়
– 1833
– 1890
– 1829

24. হিগস্ বোসন হল – 
– গ্ৰহ
– সিনেমার নাম
– একটি মৌল কনা
– ঔষধের শ্রেনিগত নাম

25. ভারতের ন্যাশনাল গ্ৰিন ট্রাইবিউনাল স্থাপিত হয় কত সালে?
– 2009
– 2010
– 2011
– 2012

দেখে নাওWBCS Previous Years General Knowledge Questions Set

26. তার শিলালিপিতে অশোক নিজেকে কী বলে অভিহিত করেছেন?
– ধম্মাশোক
– দৈবপুত্র
– দেবনাম প্রিয়দর্শী
– প্রিয়দর্শী

27. কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেন?
– ঔরঙ্গজেব
– শাহজাহান
– আকবর
– জাহাঙ্গীর

28. কত সালে ভারত ও চিন যুদ্ধ সংগঠিত  হয়েছিল?
– 1952
– 1962
– 2001
– 1971

29. বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গেছে?
– লোথাল
– হরপ্পা
– কালিবঙ্গান
– মহেঞ্জোদারো

30. যেটির উপস্থিতিতে পাখি বাদুড়ের থেকে পৃথক গোষ্ঠীর প্রানী তা হল?
– ট্রাকিয়া
– উষ্ণশোনিত
– মধ্যচ্ছদা
– চার প্রকোষ্ঠবিশিষ্ট হৃৎপিন্ড

Scroll to Top