ভারতীয় জাতীয় কংগ্রেসের গুরুত্বপূর্ণ অধিবেশন তালিকা
| সাল | স্থান | সভাপতি | তাৎপর্য |
|---|---|---|---|
| ১৮৮৫ | বোম্বে | উমেশচন্দ্র ব্যানার্জি | ৭২ জন প্রতিনিধি অংশগ্রহন করেছিলেন |
| ১৮৮৬ | কলকাতা | দাদাভাই নৌরজি | কংগ্রেস সাংবিধানিক সংস্কারের প্রস্তাব গ্রহণ করে |
| ১৮৮৭ | মাদ্রাজ | বদরুদ্দিন তৈয়াবজি | জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি |
| ১৮৮৮ | এলাহাবাদ | জর্জ ইউল | জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি |
| ১৮৮৯ | বোম্বে | উইলিয়াম ওয়েডারবান | ব্রিটিশ ইন্ডিয়া কমিটি গঠন |
| ১৮৯৬ | কলকাতা | রাহিমতুল্লা সাহানি | বন্দেমাতরম গানটি প্রথম গাওয়া হয় |
| ১৯০৬ | কলকাতা | দাদাভাই নৌরজি | স্বরাজ শব্দটি প্রথম ব্যবহার করেন দাদাভাই নৌরজি |
| ১৯০৭ | সুরাট | রাসবিহারী ঘোষ | কংগ্রেস নরমপন্থী ও চরম্পন্থিতে ভেঙে যায় |
| ১৯১১ | কলকাতা | বিষেন নারায়ণ ধর | “জন-গণ-মন” – গানটি প্রথম গাওয়া হয় |
| ১৯১৬ | লখনৌ | অম্বিকাচরণ মজুমদার | কংগ্রেস ওমুসলিম লিগের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় |
| ১৯১৭ | কলকাতা | অ্যানি বেসান্ত | পথম মহিলা সভাপতি |
| ১৯২৩ | গয়া | চিত্তরঞ্জন দাস | স্বরাজ্য দল -এর গঠন |
| ১৯২৪ | বেলগাঁও | গান্ধীজি | গান্ধীজি প্রথম ও শেষবারের জন্য সভাপতি হন |
| ১৯২৫ | কানপুর | সরোজিনী নাইডু | প্রথম ভারতীয় মহিলা সভাপতি |
| ১৯২৮ | কলকাতা | মতিলাল নেহেরু | অখিল ভারত যুব কংগ্রেস গঠিত হয় |
| ১৯২৯ | লাহোর | জওহরলাল নেহেরু | পূর্ণ স্বরাজের দাবি করা হয় ১৯৩০ সালের ২৬ জানুয়ারী স্বাধীনতা দিবস উদযাপিত করার সিদ্ধান্ত নেওয়া হয় |
| ১৯৩১ | করাচী | সর্দার বল্লভ ভাই প্যাটেল | মৌলিক অধিকারের প্রস্তাব গ্রহণ করা হয় |
| ১৯৩৭ | ফৈজপুর | জওহরলাল নেহেরু | প্রথম গ্রাম্য অধিবেসনে প্রথমবার জাতীয় কৃষি নীতি গৃহীত হয় |
| ১৯৩৮ | হরিপুরা | সুভাষচন্দ্র বসু | দক্ষিণপন্থীদের বিরোধিতা চূর্ণ করে কর্মপন্থার জয় সূচিত হয় |
| ১৯৩৯ | ত্রিপুরী | সুভাষচন্দ্র বসু | গান্ধীজি মনোনীত পার্থী পট্টভি সীতারামাইয়াকে পরাস্ত করেন নেতাজি গান্ধীজি ও তার সমর্থকদের অসহযোগিতায় নেতাজি পদত্যাগ করতে বাধ্য হন |
| ১৯৪০ | রামগড় | মৌলানা আবুল কালাম আজাদ | সারা ভারত ব্যাপী আইন-অমান্য আন্দোলনের জন্য কংগ্রেসের সাংগঠনিক প্রস্তুতি দ্রুত সমাপ্ত করার সিদ্ধান্ত গৃহীত হয় |
| ১৯৪৬ | মিরাট | জে. বি. কৃপালিনী | ভারতের স্বাধীনতা পর্যন্ত নির্বাচিত হন |
Covered Topics : জাতীয় কংগ্রেসের প্রথম যুগ, জাতীয় কংগ্রেসের কিছু গুরুত্বপূর্ণ অধিবেশন, ভারতের জাতীয় কংগ্রেসের বিভিন্ন অধিবেশন ও নির্বাচিত সভাপতি
জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসেছিল?
প্রথম অধিবেশন হয়েছিল বোম্বাই তে , ১৮৮৫ সালে ।
জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কোথায় বসে?
কলকাতা
জাতীয় কংগ্রেসের জনক কে?
এলান অক্টাভিয়াম হিউম
ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন?
উমেশচন্দ্র বন্দোপাধ্যায়

Thanks