সিন্ধু সভ্যতার ইতিহাস – প্রশ্ন ও উত্তর
দেওয়া রইলো সিন্ধু সভ্যতার ইতিহাস সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর ।
দেখে নাও – ভারতের ইতিহাস – সশস্ত্র বিপ্লবী আন্দোলন – প্রশ্ন ও উত্তর
1. সুমেরুর মানুষেরা নিম্ন সিন্ধু অঞ্চলকে কী বলতো?
– মেলুহা
– হুদা
– মানিয়া
– সিনডন
2. হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত?
– শতদ্রু
– ঝিলাম
– রাভি
– ঘর্ঘরা
3. কালির দোয়াতের চিহ্ন পাওয়া যায়—–
– লোথাল
– চানহুদরো
– কালিবঙ্গান
– দিয়ামবাদা
4. সুরাকাটাডা শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
– রাভি
– ঘর্ঘরা
– সিন্ধু
– গোদাবরী
5. সিন্ধু সভ্যতার কোন স্থানকে বন্দর শহর বলা হয়?
– চানহুদরো
– হরপ্পা
– রুপার
– লোথাল
6. সিন্ধু সভ্যতার মানুষের ব্যবহার করা প্রথম ধাতু কোনটি?
– রুপা
– সোনা
– তামা
– লোহা
7. মহেঞ্জোদাড়ো কোন নদীর তীরে অবস্থিত?
– শতদ্রু
– সিন্ধু
– ঘর্ঘরা
– রাভি
8. প্রভুর সাথে কুকুরের কবর দেওয়ার প্রমাণ মিলেছে—-
– সুরাকাটাডা
– চানহুদরো
– রোপার
– কালিবঙ্গান
9. কোন উপকূলের মাধ্যমে সিন্ধুবাসীরা বানিজ্য করত?
– কঙ্কন
– মালাবার
– মাকরান
– লোথাল
10. ‘হরপ্পা’ কথাটির অর্থ কি?
– মৃতের স্তূপ
– মৃতের ধ্বংসাবশেষ
– পশুপতির খাদ্য
– পশুপতি
11. দয়ারাম সাহানি কত সালে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন?
– 1927 সালে
– 1920 সালে
– 1921 সালে
– 1924 সালে
12. কোন সভ্যতাকে ঐতিহাসিকগন হরপ্পা সভ্যতার ল্যাঙ্কাশায়ার বলে অভিহিত করেন?
– চানহুদরো
– লোথাল
– রূপার
– কালিবঙ্গান
13. সিন্ধু সভ্যতার শহরগুলো মূলত 2 ভাগে বিভক্ত কিন্তু কোন শহর 3 টি ভাগে বিভক্ত?
– রুপার
– কালিবঙ্গান
– চানহুদরো
– ধোলাভিরা
14. মহেঞ্জোদাড়ো সভ্যতায় বৃহৎ স্নানাগারটির দৈর্ঘ্য ও প্রস্থ কত?
– 34 ফুট ,21ফুট
– 39 ফুট, 23 ফুট
– 42 ফুট, 28 ফুট
– 28 ফুট, 21 ফুট
15. হরপ্পা সভ্যতার কার্পাস বস্ত্র ‘সিন্দন’ নামে কোন দেশে পরিচিত?
– কালিবঙ্গান
– লোথাল
– ব্যবিলন
– ধোলাভিরা
16. মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয় কত সালে?
– 1978 সালে
– 1963 সালে
– 1958 সালে
– 1974 সালে
17. কোন শহরকে কেন্দ্র করে যজ্ঞকুন্ড আবিষ্কৃত হয়েছে?
– কালিবঙ্গান
– চানহুদরো
– রূপার
– লোথাল
18. নিম্নের কোনটির অর্থ হল- কৃষ্ণকঙ্কন ?
– চানহুদরো
– সুরাকাটাডা
– কালিবঙ্গান
– রূপার
19. সিন্ধু সভ্যতা হল—-
– শহর কেন্দ্রীক
– গ্রাম কেন্দ্রীক
– স্থান কেন্দ্রীক
– সবকটিই
20. সিন্ধু সভ্যতার কোথায় ষাঁড়ের সিল পাওয়া যায়?
– লোথাল
– দিয়ামবাদা
– মহেঞ্জোদাড়ো
– চানহুদরো
21. ধানের তুষের অস্তিত্ব পাওয়া যায়—-
– কালিবঙ্গান
– হরপ্পা
– রংপুর
– দিয়ামবাদা
22. সিন্ধু সভ্যতার কোথায় ঘোড়ার হাড়ের কঙ্কালের অস্তিত্ব পাওয়া যায়?
– চানহুদরো
– দিয়ামবাদা
– সুতকাজেনডোর
– লোথাল
23. কালিবঙ্গান স্থানটি আবিষ্কার করেন কে?
– জন মার্শাল
– স্যার অরেনস্টাইন
– ননীগোপাল মজুমদার
– বালকৃষ্ণ থাপার
24. হরপ্পায় পশুপতি শিবের কয়টি মুখ ছিল?
– 5 টি
– 4 টি
– 2 টি
– 3 টি
25. মহেঞ্জোদাড়ো সভ্যতার বৃহৎ স্নানাগারটির গভীরতা কত ছিল?
– 8 ফুট
– 6 ফুট
– 12 ফুট
– 4 ফুট
26. মহেঞ্জোদাড়ো সভ্যতায় বৃহৎ শস্যাগার টির দৈর্ঘ্য কত?
– 175 ফুট
– 125 ফুট
– 150 ফুট
– 190 ফুট
27. সিন্ধু সভ্যতার মানুষেরা নিম্নের কোন ফসলের চাষ প্রথম শুরু করেন?
– ভুট্টা
– তুলো
– গম
– ধান
28. সিন্ধু সভ্যতার লিপি কী?
– ইরানিয়ানবাহারিয়ান
– চ্যালকোপথিক
– বউস্টোফেডন
– সবকটিই
29. “সিন্ধু সভ্যতার বিনাশ আর্যগনদের আক্রমণ” উক্তিটি কার?
– থাপার
– রমেশ চন্দ্র রায়
– রামপ্রসাদ চন্দ্র
– ননীগোপাল মজুমদার
30. নিম্নের কোথায় ইটের মধ্যে কুকুরের খাবারের ছাপ পাওয়া যায়?
– লোথাল
– সুরাকাটাডা
– চানহুদরো
– রুপার
31. নিম্নের কোন স্থানে দাবার ছকসদৃশ বস্তুর চিহ্ন পাওয়া যায়?
– কালিবঙ্গান
– লোথাল
– মহেঞ্জোদাড়ো
– চানহুদরো
32. সিন্ধু সভ্যতার বিনাশের মূল কারণ কী?
– আর্যদের আক্রমণ
– বন্যা
– খরা
– সবকটিই
33. মহেঞ্জোদাড়ো বর্তমানে অবস্থিত——
– লারকানা জেলায়
– দিয়ামবাদা জেলায়
– কালিবঙ্গান জেলায়
– মন্টগোমারি জেলায়
34. হরপ্পা সভ্যতায় এক সারিতে কয়টি শস্যাগারের উপস্থিতির কথা জানা যায়?
– 5 টি
– 3 টি
– 4 টি
– 6 টি
35. নিম্নের কোথায় আগুনের বেদী ও ইরানিয়ানবাহারিয়ান সিল পাওয়া গিয়েছিল?
– কালিবঙ্গান
– দিয়ামবাদা
– সুরাকাটাডা
– লোথাল
36. সিন্ধু সভ্যতায় সবচেয়ে বড়ো নির্মাণ ভূমি দেখতে পাওয়া যায়——
– কালিবঙ্গান
– মহেঞ্জোদাড়ো
– চানহুদরো
– হরপ্পা
37. ‘Mound of Dead’ বলা হয়——-
– দিয়ামবাদা
– চানহুদরো
– মহেঞ্জোদাড়ো
– কালিবঙ্গান
38. দিয়ামবাদা স্থানটি আবিষ্কৃত হয়——-
– 1974 সালে
– 1953 সালে
– 1958 সালে
– 1963 সালে
39. নিম্নের কোথায় হাতির পায়ের অস্থি পাওয়া গিয়েছিল?
– চানহুদরো
– লোথাল
– কালিবঙ্গান
– রুপার
40. সিন্ধু সভ্যতার কোথায় কোনো দুর্গ ছিল না?
– লোথাল
– চানহুদরো
– কালিবঙ্গান
– দিয়ামবাদা
41. সিন্ধু সভ্যতা কথাটি প্রথম ব্যবহার করেন কে?
– অরেনস্টাইন
– জন মার্শাল
– ওয়ারাদকর
– দয়ারাম সাহানি
42. সিন্ধু সভ্যতায় কোথায় কাঠের লাঙলের অস্তিত্ব পাওয়া যায়?
– কালিবঙ্গান
– মহেঞ্জোদাড়ো
– মেহেরগড়
– লোথাল
43. লোথাল কোন নদীর তীরে অবস্থিত?
– রাভি
– সিন্ধু
– ঘর্ঘরা
– ভোগাবর
44. সিন্ধু সভ্যতার কোথায় ইটভাটার অস্তিত্ব পাওয়া যায়?
– কালিবঙ্গান
– দিয়ামবাদা
– হরপ্পা
– চানহুদরো
45. চোঙাকৃতির বাসনপত্র পাওয়া যায়—-
– আলমগীরপুর
– রুপার
– সুরাকাটাডা
– রংপুর
আপনাদের কন্টেন্ট কপি করে হুবহু লিখছে
এই ওয়েবসাইট https://askmore.in/history-of-indus-civilization-mcq-questions-and-answers
তাই তো দেখছি । আমরা ব্যবস্থা নিচ্ছি