200+ ভূগোলের প্রশ্ন ও উত্তর – PDF । One Liners

200+ ভূগোলের প্রশ্ন ও উত্তর – PDF । One Liners

দেওয়া রইলো ২০০+ ভূগোলের প্রশ্ন ও উত্তর ( Geography Questions Answers in Bengali  ) |

দেখে নাওকিছু বিখ্যাত ব্যক্তিত্বের প্রকৃত নাম ও উপনাম

1. ভারতের কবে স্বাধীনতা লাভ করে ?
উত্তর : 1947 সালের 15ই আগস্ট।

2. ভারতের রাজধানীর নাম কি?
উত্তর : নতুন দিল্লি

3. ভারতের আয়তন কত?
উত্তর : – 32,87,263 বর্গ কি.মি (বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুইশত তেষট্টি বর্গকিলোমিটার) ।

4. ভারতের অক্ষাংশ ও দ্রাঘিমাগত অবস্থান লেখ।
উত্তর : – অক্ষাংশগত অবস্থান – 6°45′ উত্তর (ইন্দিরা পয়েন্ট – আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ বিন্দু ) থেকে 37°6′ উত্তর (ইন্দিরা কল – বর্তমান লাদাখের উত্তরপ্রান্ত )

দ্রাঘিমাগত বিস্তার :- 68°7′ পূর্ব (গুজরাতের পশ্চিম সীমান্ত) থেকে 97°25′ পূর্ব (অরুণাচল প্রদেশের পূর্ব সীমান্ত) ।

5. বর্তমানে ভারতের কয়টি রাজ্য রয়েছে?
উত্তর : 28 টি

6. বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কত?
উত্তর : 8 টি (আগে ছিল সাতটি কিন্তু জম্মু ও কাশ্মীর রাজ্য ভেঙে 1.জম্মু ও কাশ্মীর এবং 2. লাদাখ নামে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিনত হয়েছে। অপরদিকে ১. দমন ও দিউ এবং ২. দাদরা ও নগর হাভেলি – একসাথে যুক্ত হয়েছে)।

7. ভারতের বৃহত্তম (আয়তনের দিক থেকে ) রাজ্যের নাম কি?
উত্তর : রাজস্থান

8. ভারতের ক্ষুদ্রতম (আয়তনের দিক থেকে ) রাজ্যের নাম কি?
উত্তর : গোয়া

9. ভারতের উত্তর দক্ষিণে সর্বাধিক বিস্তার কত?
উত্তর : 3214 কিমি

10. ভারতের পূর্ব পশ্চিমে সর্বাধিক বিস্তার কত?
উত্তর : 2933 কিমি

দেখে নাওপশ্চিমবঙ্গের ভূগোল সম্বন্ধে প্রশ্ন ও উত্তর

11. ভারত – চিন সীমারেখা কি নামে পরিচিত?
উত্তর : ম্যাকমোহন রেখা।

12. ভারত – আফগানিস্তান সীমারেখা কি নামে পরিচিত?
উত্তর : ডুরান্ড লাইন

13. ভারত – পাকিস্তান সীমারেখা কি নামে পরিচিত?
উত্তর : র‌্যাডক্লিফ লাইন

14. ভারতের সাথে কোন প্রতিবেশী দেশের সীমারেখার দৈর্ঘ্য সর্বাধিক?
উত্তর : – বাংলাদেশ

15. ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তর : মাউন্ট গডউইন অস্টিন বা কেটু K2 । উচ্চতা 8611 মিটার।

16. ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তর : কাঞ্চনজঙ্ঘা (8598মিটার)।

17. ভারতের প্রমাণ দ্রাঘিমারেখা কোনটি?
উত্তর : 82°30′ পূর্ব

18. ভারতের প্রমাণ দ্রাঘিমারেখা কোন শহরের ওপর দিয়ে গিয়েছে?
উত্তর : উত্তর প্রদেশের প্রয়াগরাজ (বা এলাহাবাদ) শহরের ওপর দিয়ে।

19. ভারতের সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট রাজ্যের নাম কি?
উত্তর : উত্তর প্রদেশ।

20. ভারতের সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্যের নাম কি?
উত্তর : সিকিম।

21. ভারতে ভাষার ভিত্তিতে গড়ে ওঠা প্রথম রাজ্যের নাম কি ?
উত্তর :  অন্ধ্রপ্রদেশ

22. 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের জনসংখ্যা কত?
উত্তর :  121,01,93,422 (একশো একুশ কোটি এক লক্ষ তিরানব্বই হাজার চারশো বাইশ )।

23. ভারতের সাক্ষরতার হার কত ?
উত্তর :  2011সালের জনগণনা অনুযায়ী ভারতে সাক্ষরতার হার 74.04%।

24. ভারতে মহিলা সাক্ষরতার হার কত?
উত্তর :  65.46%

25. ভারতে পুরুষ সাক্ষরতার হার কত?
উত্তর :  82.14%।

26. ভারতে কোন রাজ্যে সাক্ষরতার হার সর্বাধিক?
উত্তর :  কেরালা (93.91%) ।

27. ভারতে কোন রাজ্যে সাক্ষরতার হার সর্বনিম্ন?
উত্তর :  বিহার (63.82%) ।

28. ভারতে লিঙ্গ অনুপাত কত ?
উত্তর : 1000:940 ( 1000 জন পুরুষ পিছু 940জন মহিলা)।

29. ভারতের কোন রাজ্যে লিঙ্গ অনুপাত সর্বাধিক?
উত্তর : – কেরালা

30. ভারতের কোন রাজ্যে লিঙ্গ অনুপাত সব থেকে কম?
উত্তর : হরিয়ানা

31. ভারতের জনসংখ্যার ঘনত্ব কত ?
উত্তর :  382 জন প্রতি বর্গ কিলোমিটার।

32. ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সর্বাধিক?
উত্তর :  বিহার

33. ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সর্বনিম্ন?
উত্তর :  অরুণাচল প্রদেশ।

34. ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের আয়তন সব থেকে বেশি?
উত্তর :  আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।

35. ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের আয়তন সব থেকে কম? 
উত্তর : লাক্ষাদ্বীপ।

36. ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা সব থেকে বেশি ?
উত্তর :  দিল্লি।

37. ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা সব থেকে কম?
উত্তর :  লাক্ষাদ্বীপ

38. ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনঘনত্ব সব থেকে বেশি ?
উত্তর :  দিল্লি।

39. ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনঘনত্ব সব থেকে কম?
উত্তর :  আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।

40. ভারতের মূল ভূখন্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি ?
উত্তর :  কুমারীকা অন্তরীপ।

41. ভারতে প্রথম জনগণনা কবে হয়?
উত্তর : 1872 সালে ।

42. 2011 সালের জনগণনা স্লোগান কি ছিল?
উত্তর : ” আমাদের জনগণনা – – আমাদের ভবিষ্যত ”

43. ভারতে কত শতাংশ লোক শহরে বাস করে?
উত্তর : 31.2%

44. কোন জনগণনাতে ভারতের জনসংখ্যা কমে যায়?
উত্তর : 1921 সালের জনগণনাতে

45. ভারতের মধ্য ভাগ দিয়ে (পূর্ব – পশ্চিমে) কোন অক্ষরেখা গিয়েছে?
উত্তর : 23°30′ উত্তর অক্ষরেখা।

46. ভারতের সবথেকে বড় জেলার নাম কি?
উত্তর : গুজরাতের কচ্ছ।

47. ভারতের পূর্বতম স্থানের নাম কি?
উত্তর : অরুণাচল প্রদেশ এর কিবিথু।

48. ভারতের কোন রাজ্যের উপকূলরেখার দৈর্ঘ্য সর্বাধিক?
উত্তর : গুজরাত।

49. 10° চ্যানেল কোথায় অবস্থিত ?
উত্তর : লিটল আন্দামান ও কার নিকোবর দ্বীপের মধ্যে।

50. ভারতের কোন রাজ্যের সাথে সবচেয়ে বেশি প্রতিবেশী রাজ্যের সীমানা রয়েছে?
উত্তর : উত্তর প্রদেশ।

File Details –
File Name : 200 ভূগোলের প্রশ্ন ও উত্তর
Language : Bengali
Size : 415 KB
No. of Pages : 13
Download Link : Click Here To Download

1 thought on “200+ ভূগোলের প্রশ্ন ও উত্তর – PDF । One Liners”

  1. I am glad i got to find your THIS site. I have been examining out a few of your articles and its pretty stuff to read. I will surely bookmark your blog to make sure I could get an up to date post. You can find more info here
    regards

Comments are closed.

Scroll to Top