২০২২ সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে ভারত ১৩৬ তম

Rate this post

২০২২ সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে ভারত ১৩৬ তম

২০২২ সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টের তালিকায় ভারতের স্থান ১৩৬ তম। World Happiness Report 2022 – India Ranks 136th

ইউনাইটেড নেশনস সাসটেইনেবল ডেভোলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক (United Nations Sustainable Development Solutions Network) দ্বারা প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টটি ২০১২ সাল থেকে প্রতিবছর প্রকাশিত হয়ে আসছে ।

এই রিপোর্ট তৈরিতে কোন দেশের জাতীয় আয়, জীবনের মান, চিকিৎসার সুযোগ, গড় আয়ু ইত্যাদি বিষয়ের উপর জোর দেওয়া হয়।

এই রিপোর্ট অনুযায়ী,পৃথিবীর সবচেয়ে সুখী পাঁচটি দেশ হলো

  • ১) ফিনল্যান্ড
  • ২) ডেনমার্ক
  • ৩) আইসল্যান্ড
  • ৪) সুইজারল্যান্ড
  • ৫) নেদারল্যান্ড

অন্যদিকে পৃথিবীর সবচেয়ে অসুখী দেশ হিসাবে তালিকার শেষে স্থান পেয়েছে আফগানিস্তান

প্রসঙ্গত, আগেরবারের অর্থাৎ ২০২১ সালের রিপোর্ট অনুযায়ী ভারতের স্থান ছিলো ১৩৯ তম।

Scroll to Top
error: Alert: Content is protected !!