২০২২ সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে ভারত ১৩৬ তম

২০২২ সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে ভারত ১৩৬ তম

২০২২ সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টের তালিকায় ভারতের স্থান ১৩৬ তম। World Happiness Report 2022 – India Ranks 136th

ইউনাইটেড নেশনস সাসটেইনেবল ডেভোলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক (United Nations Sustainable Development Solutions Network) দ্বারা প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টটি ২০১২ সাল থেকে প্রতিবছর প্রকাশিত হয়ে আসছে ।

এই রিপোর্ট তৈরিতে কোন দেশের জাতীয় আয়, জীবনের মান, চিকিৎসার সুযোগ, গড় আয়ু ইত্যাদি বিষয়ের উপর জোর দেওয়া হয়।

এই রিপোর্ট অনুযায়ী,পৃথিবীর সবচেয়ে সুখী পাঁচটি দেশ হলো

  • ১) ফিনল্যান্ড
  • ২) ডেনমার্ক
  • ৩) আইসল্যান্ড
  • ৪) সুইজারল্যান্ড
  • ৫) নেদারল্যান্ড

অন্যদিকে পৃথিবীর সবচেয়ে অসুখী দেশ হিসাবে তালিকার শেষে স্থান পেয়েছে আফগানিস্তান

প্রসঙ্গত, আগেরবারের অর্থাৎ ২০২১ সালের রিপোর্ট অনুযায়ী ভারতের স্থান ছিলো ১৩৯ তম।

Scroll to Top