মহারাষ্ট্রের পুনেতে দেশের প্রথম মেডিকেল সিটি

Rate this post

মহারাষ্ট্রের পুনেতে দেশের প্রথম মেডিকেল সিটি

মহারাষ্ট্রের পুনেতে দেশের প্রথম মেডিকেল সিটি তৈরি করতে চলেছে মহারাষ্ট্র রাজ্যে সরকার। পুনের খেদ তালুকাতে ৩০০ একর জমি জুড়ে তৈরি হবে এই সিটি।

এই মেডিকেল সিটি টির নাম দেওয়া হয়েছে ‘ইন্দ্রায়ণী মেডিসিটি’ (‘Indrayani Medicity’)। এখানে প্রায় ১০০০০ কোটি টাকা বিনিয়োগ হবে বলে মনে করা হচ্ছে।

ইন্দ্রায়ণী মেডিসিটিতে হাসপাতাল, চিকিৎসা গবেষণা কেন্দ্র, ওষুধ উৎপাদন, ফিজিওথেরাপি ইত্যাদি সমস্ত কিছুরই ব্যাবস্থা থাকবে এবং এটিই হবে দেশের প্রথম এই ধরনের শহর যেখানে প্রায় সমস্ত রকমের চিকিৎসা এক জায়গায় পাওয়া সম্ভব হবে।

মেডিসিটিতে প্রায় ২৪ টি পৃথক পৃথক হাসপাতাল ভবন থাকবে, যার প্রতিটিতে একটি করে বিভাগ থাকবে। পুরো মেডিসিটিতে প্রায় দশ থেকে পনেরো হাজার বেড থাকতে চলেছে।

এটি তৈরি করার দায়িত্ব পেয়েছে পুনে মেট্রোপলিটন রিজিওন ডেভেলপমেন্ট অথরিটি (PMRDA)।

Scroll to Top
error: Alert: Content is protected !!