WBP Constable MCQ Practice Set in Bengali

১১. কবে ভারতীয় সংবিধান কার্যকর হয়?
[A] 15th August, 1947
[B] 24th July, 1948
[C] 20th January, 1951
[D] 26th January, 1950
উত্তর : [D] 26th January, 1950

১২. খাদ্যনালীর __ অংশে জলের পুনঃশোষণ হয়।
[A] পাকস্থলী
[B] যকৃৎ
[C] ক্ষুদ্রান্ত্র
[D] বৃহদন্ত্র
উত্তর : [D] বৃহদন্ত্র

১৩. রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগ পত্র পেশ করেন?
[A] প্রধানমন্ত্রী
[B] অধ্যক্ষ
[C] সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
[D] উপ-রাষ্ট্রপতি
উত্তর : [D] উপ-রাষ্ট্রপতি

১৪. বর্তমানে ভারতীয় সংবিধানের কত নং ধারায় সম্পত্তির অধিকার রয়েছে?
[A] 303 A
[B] 300 A
[C] 301 A
[D] 302 A
উত্তর : [B] 300 A

১৫. ভারতবর্ষে ভোটাধিকার ও নির্বাচিত হওয়ার অধিকার একটি- 
[A] মৌলিক অধিকার
[B] স্বাভাবিক অধিকার
[C] সাংবিধানিক অধিকার
[D] বৈধ বা আইনি অধিকার
উত্তর : [D] বৈধ বা আইনি অধিকার

১৬. দাস বংশের প্রতিষ্ঠাতা কে?
[A] আলাউদ্দিন খলজি
[B] মুহাম্মদ বিন তুঘলক
[C] কুতুবুদ্দিন আইবক
[D] উপরের কেউই নন
উত্তর -[C] কুতুবুদ্দিন আইবক

১৭. “ আল হিলাল”-পত্রিকার প্রকাশক কে ছিলেন?
[A]মৌলানা আবুল কালাম আজাদ
[B] মহম্মদ আলি
[C] সৌকত আলি
[D] ভুপেন্দ্রোনাথ দত্ত
উত্তর -[A] মৌললা আবুল কালাম আজাদ

১৮. “বেঙ্গল ভোলেনটিয়ার্স” দল – গঠন করেন কে?
[A] বাসবিহারী বসু
[B] সুভাষ চন্দ্র বসু
[C] চিত্তরঞ্জন দাস
[D] প্রমথনাথ মিত্র
উত্তর -[B] সুভাষ চন্দ্র বসু

১৯. ভারতের বৃহত্তম জলাধারের নাম কি?
[A] জিম্মি ট্রাঙ্ক
[B] টালা ট্রাঙ্ক
[C] বিবেকানন্দ ট্রাঙ্ক
[D] রবীন্দ্র ট্রাঙ্ক
উত্তর -[B] টালা ট্রাঙ্ক (এটি কলকাতায় অবস্থিত।)

২০. নিন্মের কোনটি ভারতের বৃহত্তম চিড়িয়াখানা?
[A] মুম্বাই চিড়িয়াখানা
[B] লখনৌ চিড়িয়াখানা
[C] আলিপুর চিড়িয়াখানা
[D] ভুপাল চিড়িয়াখানা
উত্তর -[C] আলিপুর চিড়িয়াখানা

Scroll to Top