WBP Constable MCQ Practice Set in Bengali

WBP Constable MCQ Practice Set in Bengali

১. আধুনিক পর্যায় সারণির বা দিকে অবস্থিত একমাত্র অধাতু কোনটি?
[A] হিলিয়াম
[B] নিয়ন
[C] কার্বন
[D] হাইড্রোজেন
উত্তর -[D] হাইড্রোজেন

২. ভারতে রাজ্য বিধানপরিষদ সৃষ্টি বা বিলুপ্তি হতে পারে – 
[A] রাজ্যপালের সুপারিশক্রমে
[B] সংসদ কর্তৃক
[C] রাজ্য বিধানসভায় একটি রেজল্যুশন পাশের পর সংসদ কর্তৃক
[D] রাজ্য ক্যাবিনেটের সুপারিশক্রমে
উত্তর : [C] রাজ্য বিধানসভায় একটি রেজল্যুশন পাশের পর সংসদ কর্তৃক

৩. “তাডোবা ন্যাশনাল পার্ক”- কোথায় অবস্থিত?
[A] মিজোরামে
[B] উত্তরপ্রদেশে
[C] মহারাষ্ট্রে
[D] বিহারে
উত্তর -[C] মহারাষ্ট্রে

৪. ফ্রান্সের জাতীয় খেলা কি?
[A] ফুটবল
[B] ক্রিকেট
[C] বেসবল
[D] টেবিল টেনিস
উত্তর : [A] ফুটবল

৫. বর্তমানে দ্বিকক্ষ বিশিষ্ঠ আইনসভা রয়েছে –
[A] ৫ টি রাজ্যে
[B] ৬ টি রাজ্যে
[C] ৭ টি রাজ্যে
[D] ৮ টি রাজ্যে
উত্তর : [C] ৭ টি রাজ্যে

৮. নিন্মের কোন মৌলটি জার্মান সিলভারে অনুপস্থিত?
[A] Cu
[B] Ni
[C] Zn
[D] Ag
উত্তর : [D] Ag

৯. “ মোনাডনক” কি?
[A] সমপ্রায় ভূমিতে সৃষ্ট অনুচ্চ ঢিলা
[B] পেডিমেন্টের মধ্যবর্তী অনুচ্চ ঢিলা
[C] অবনত সমভূমি
[D] পাদদেশীয় সমভূমি
উত্তর -[A] পেডিমেন্টের মধ্যবর্তীঅনুচ্চ ঢিলা

১০. ভারতীয় সংবিধানে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উৎসাহ দান অন্তর্ভুক্ত আছে
[A] Preamble to the Constitution -এ
[B] Directive Principles of State Policy -তে
[C] Fundamental Duties -তে
[D] Ninth Schedule -এ
উত্তর : [B] Directive Principles of State Policy -তে

Scroll to Top