সংবিধানে উল্লিখিত বিভিন্ন সময়সীমা

সংবিধানে উল্লিখিত বিভিন্ন সময়সীমা

  • পার্লামেন্টের দুটি অধিবেশনের মধ্যে সর্বাধিক ব্যবধান ৬ মাস
  • রাজ্য বিধানসভার দুটি অধিবেশনের মধ্যে সর্বাধিক ব্যবধান   ৬ মাস
  • রাষ্ট্রপতি কর্তৃক জারি করা অর্ডিন্যান্স বা অধ্যাদেশ-এর সর্বাধিক সময়কাল সাড়ে সাত মাস  মাস ( ছয় মাস + ছয় সপ্তাহ ) 
  • রাষ্ট্রপতি কর্তৃক জারি করা কোনো রাজ্যে রাষ্ট্রপতির শাসনের স্থায়িত্বকাল  ৬ মাস, তবে সর্বাধিক ৩ বছর পর্যন্ত বাড়তে পারে
  • রাষ্ট্রপতির প্রয়াণে, ইস্তফা, বরখাস্ত কিংবা অন্য কোনো কারণে রাষ্ট্রপতির পদ খালি হলে যতদিনের পুনরায় রাষ্ট্রপতি নির্বাচন করতে হয় ৬ মাস
  • লোকসভায় পাশ হওয়া অর্থবিল যতদিনের মধ্যে রাজ্যসভায় পাশ করিয়ে পুনরায় লোকসভায় ফেরত পাঠাতে হয় ১৪ দিন
  • রাষ্ট্রপতি/উপরাষ্ট্রপতি/রাজ্যপাল নিযুক্তির দিন থেকে যতদিন পর্যন্ত ওই পদে অধিষ্ঠিত থাকেন ৫ বছর
  • লোকসভা বা রাজ্য বিধানসভা প্রথম অধিবেশনের দিন থেকে যতদিন পর্যন্ত কার্যকরী থাকে ৫ বছর
  • জরুরি অবস্থা জারির কারণে লোকসভা/রাজ্যসভার মেয়াদ সর্বাধিক যতদিন বৃদ্ধি করা যায় ১ বছর
  • পার্লামেন্ট বা রাজ্য বিধানসভার সদস্য হিসাবে নির্বাচিত না হয়েও যতদিন কেন্দ্রীয় সরকারের বা রাজ্য সরকারের মন্ত্রীর পদে অধিষ্ঠিত থাকা যায় ৬ মাস
  • বিনা কারণে কোনো সাংসদ যতদিন পার্লামেন্টের অধিবেশনে অনুপস্থিত থাকতে পারেন ২ মাস বা ৬০ দিন
  • কোনো ব্যক্তিকে গ্রেফতারের পর যতক্ষণের মধ্যে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থিত করাতে হবে ২৪ ঘন্টা
  • গ্রাম পঞ্চায়েত বা পৌরসভার কার্যকালের মেয়াদ ৫ বছর
  • সরকারি কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্যক কমিশনের সদস্য পদে ৬৫ বছর বয়স না হওয়া পর্যন্ত যতদিন অধিষ্ঠিত থাকা যায় ৬ বছর
  • সরকারি রাজ্যকৃত্যক কমিশনের সদস্য পদে ৬২ বছর বয়স না হওয়া পর্যন্ত যতদিন অধিষ্ঠিত থাকা যায় ৬ বছর
  • যদি কেউ একাধিক লোকসভা বা রাজ্যসভা কেন্দ্রে নির্বাচিত হন কিংবা রাজ্য বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেন, তবে যতদিনের মধ্যে যে কোনো একটি থেকে ইস্তফা দিতে বাধ্য থাকেন ১০ দিন

এরকম আরও কিছু পোস্ট :

Scroll to Top