মহিলাদের টাটা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স

Rate this post

মহিলাদের টাটা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স

২৬ মার্চ মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল ২০২৩ সালের মহিলাদের টাটা প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট। এবারের এই
টুর্নামেন্টে হরমনপ্রীত কাউরের নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স দল চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে তারা ৭ উইকেটে মেঘান ল্যানিং (অস্ট্রেলিয়া) এর
নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস দলকে পরাজিত করেছে।

এই খেলায় যারা বিভিন্ন বিভাগে পুরস্কৃত হয়েছেন তাঁরা হলেন –

 

পুরস্কারের বিভাগপুরস্কার প্রাপিকা
মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারহ্যালি ম্যাথিউজ
অরেঞ্জ ক্যাপ (শ্রেষ্ঠ রান সংগ্রহকারী)মেঘ ল্যানিং
পার্পেল ক্যাপ (শ্রেষ্ঠ উইকেট সংগ্রহকারী)হ্যালি ম্যাথিউজ
ক্যাচ অফ দ্য সিজনহরমনপ্রীত কাউর
সাফারি পাওয়ারফুল স্ট্রাইকার অফ দ্য সিজনসোফি ডিভাইন
ইমার্জিং প্লেয়ারআস্তিকা ভাটিয়া
ফেয়ার প্লে অ্যাওয়ার্ডমুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস
পাওয়ারফুল সুপার স্ট্রাইকার অফ দ্য ম্যাচরাধা যাদব

 

Scroll to Top
error: Alert: Content is protected !!