জাতীয় পঞ্চায়েত পুরস্কার – ২০২৩

Rate this post

জাতীয় পঞ্চায়েত পুরস্কার – ২০২৩

১৭ই এপ্রিল ২০২৩ এ , রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন দিল্লিতে আয়োজিত ন্যাশনাল কনফারেন্স অন ইনসেন্টিভাইজেশন অফ পঞ্চায়েত-এ ২০২৩ সালের
জাতীয় পঞ্চায়েত পুরস্কার (National Panchayat Awards 2023 ) তুলে দিলেন বিভিন্ন প্রাপকের হাতে। নীচে বিভিন্ন বিভাগে পুরস্কার প্রাপকের তালিকা দেওয়া হল—

দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার

দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার যে পঞ্চায়েত যে বিভাগে পেয়েছে তার তালিকা নিচে দেওয়া রইলো ।

  • দারিদ্র্যমুক্ত ও উন্নত জীবিকাযুক্ত পঞ্চায়েত – খাণ্ডোবাছিওয়াড়ি(মহারাষ্ট্র)
  • স্বাস্থ্যসম্মত পঞ্চায়েত – গৌতমপুর (তেলেঙ্গানা )
  • শিশুবান্ধব পঞ্চায়েত – চেরুথানা (কেরল)
  • জল-পর্যাপ্ত পঞ্চায়েত – নেলুতলা (তেলেঙ্গানা )
  • পরিষ্কার ও সবুজায়ন পঞ্চায়েত – কুন্ডল (মহারাষ্ট্র)
  • স্বয়ংসম্পূর্ণ পরিকাঠামোবিশিষ্ট পঞ্চায়েত – ভিয়াপুরম (কেরল)
  • সামাজিকভাবে সুরক্ষিত পঞ্চায়েত – কঙ্গাটপল্লি (তেলেঙ্গানা )
  • গুড গভর্নেস পঞ্চায়েত –  পিচানুর (তামিলনাড়ু)
  • মহিলাবন্ধব পঞ্চায়েত – আইপুর (তেলেঙ্গানা )

নানাজী দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার

নানাজী দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার যে পঞ্চায়েত যে বিভাগে পেয়েছে তার তালিকা নিচে দেওয়া রইলো ।

  • শ্রেষ্ঠ গ্রাম পঞ্চায়েত – এঙ্গোপা (মিজোরাম)
  • শ্রেষ্ঠ ব্লক পঞ্চায়েত – হিজলিকাট (ওডিশা)
  • শ্রেষ্ঠ জেলা পঞ্চায়েত – গঞ্জাম (ওড়িশা)

বিশেষ বিভাগীয় পুরস্কার

  • গ্রাম উর্জা স্বরাজ বিশেষ পঞ্চায়েত পুরস্কার – টিকেকারওয়াড়ি (মহারাষ্ট্র)
  • কার্বন নিউট্রাল বিশেষ পঞ্চায়েত পুরস্কার – মীনাঙ্গাাড়ি (কেরল)

বিশেষ বিভাগীয় পুরস্কার (কেবলমাত্র শংসাপত্র)

  • গ্রাম উর্জা স্বরাজ বিশেষ পঞ্চায়েত পুরস্কার – ইরাভেল্লি (তেলেঙ্গানা )
  • কার্বন নিউট্রাল বিশেষ পঞ্চায়েত পুরস্কার বাগমারা (ত্রিপুরা)

আরও দেখে নাও : 

লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার – ২০২৩

Scroll to Top
error: Alert: Content is protected !!