Swami Vivekananda Quiz in Bengali || স্বামী বিবেকানন্দ কুইজ

Swami Vivekananda Quiz in Bengali || স্বামী বিবেকানন্দ কুইজ

দেওয়া রইলো স্বামী বিবেকানন্দ কুইজ। Swami Vivekananda Quiz in Bengali । প্রশ্নগুলো কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।

স্বামী বিবেকানন্দ কবে জন্মগ্রহণ করেন?
স্বামী বিবেকানন্দ ১২ই জানুয়ারি ১৮৬৩ তারিখে জন্মগ্রহণ করেন।

স্বামী বিবেকানন্দ কোন তিথিতে জন্মগ্রহণ করেছিলেন ?
মকর সংক্রান্তি তিথিতে জন্মগ্রহণ করেছিলেন।

স্বামীজীর জন্মস্থান কোথায় ?
উত্তর : কলকাতার শিমলা অঞ্চলে ৩ নম্বর গৌরমোহন মুখোপাধ্যায় স্ট্রিট।

স্বামী বিবেকানন্দের পিতা কে ছিলেন ?
উত্তর : বিশ্বনাথ দত্ত।

স্বামীজীর মাতার নাম কি ছিল ?
উত্তর : ভুবনেশ্বরী দেবী।

স্বামীজীর দিদির নাম কি ছিল ?
উত্তর : স্বর্ণময়ী দেবী।

দেখে নাও : স্বামী বিবেকানন্দ সম্পর্কিত আরও একটি কুইজ সেট

স্বামীজীর ঠাকুরদা কে ছিলেন যিনি সন্ন্যাসগ্রহন করেছিলেন ?
উত্তর : দুর্গাপ্রসাদ দত্ত। তিনিও সন্ন্যাসী হয়ে মাত্র ২৫ বছর বয়সে গৃহত্যাগ করেন।

পেশায় স্বামীজীর পিতা ছিলেন –
উত্তর : একজন আইনজীবী।

স্বামী বিবেকানন্দের প্রকৃত নাম কি ছিল ?
উত্তর : নরেন্দ্রনাথ দত্ত ।

স্বামীজির সংগীতগুরু কে ছিলেন ?
উত্তর : বেণী ওস্তাদ ।

কার কাছ থেকে তিনি তবলা ও পাখোয়াজ বাজানোর শিক্ষা পেয়েছিলেন ?
উত্তর : কাশীনাথ ঘোষাল ।

বিবেকানন্দকে স্বামীজি উপাধি কে দেন?
উত্তর : ক্ষেত্রীর রাজা অজিত সিংহ।

শ্রী রামকৃষ্ণের সঙ্গে স্বামী বিবেকানন্দের প্রথম সাক্ষাৎ কোথায় ও কবে হয়?
উত্তর : কলকাতায় সুরেন মিত্রের বাড়িতে ১৮৮১ খ্রিস্টাব্দে শ্রী রামকৃষ্ণের সাথে স্বামী বিবেকানন্দের প্রথম সাক্ষাৎ হয়।

পরিব্রাজক স্বামী বিবেকানন্দ কোথা থেকে তাঁর যাত্রা শুরু করেন?
উত্তর : ১৮৮৮ সালে বারাণসী থেকে পরিব্রাজক বিবেকানন্দ তাঁর যাত্রা শুরু করেন।

স্বামীজীর প্রথম সন্ন্যাসী শিষ্য কে ছিলেন?
উত্তর : স্বামী সদানন্দ।

স্বামী বিবেকানন্দ কত সালের, কত তারিখে আমেরিকার শিকাগোতে বক্তৃতা দিয়েছিলেন?
উত্তর : ১৮৯৩ সালের  ১১ই সেপ্টেম্বর আমেরিকার শিকাগোতে স্বামী বিবেকানন্দ বক্তৃতা দিয়েছিলেন। শিকাগোর আর্ট ইনস্টিটিউটে ১১ থেকে ২৭ শে সেপ্টেম্বর বসেছিল ‘দ্য পার্লামেন্ট অব ওয়ার্ল্ড রিলিজিয়নস’।

ভগিনী নিবেদিতার প্রকৃত নাম কি ছিল ?
উত্তর : মার্গারেট এলিজাবেথ নোবেল।

স্বামী বিবেকানন্দের জন্মদিনটি ভারতে কি দিবস হিসাবে পালিত হয়?
উত্তর :  জাতীয় যুব দিবস।

স্বামী বিবেকানন্দ কত সালের কত তারিখে পরলোক গমন করেন?
উত্তর :  স্বামী বিবেকানন্দ ১৯০২ সালের ৪ঠা জুলাই বেলুড় মঠে পরলোক গমন করেন।।

2 thoughts on “Swami Vivekananda Quiz in Bengali || স্বামী বিবেকানন্দ কুইজ”

  1. Tanusree Mandal

    Swami vivekananda was born on 12 january in 1863

    Your ans is wrong ❌️(question no 1)

    1. AuthorPanel - Team 1

      আমরা খুবই দুঃখিত । একটি টেকনিকাল প্রব্লেমের জন্য উত্তরটি ভুল নেওয়া হয়েছিল । আমরা ঠিক করে দিয়েছি ।

Comments are closed.

Scroll to Top