স্ট্যাচু অফ ইকোয়ালিটি – Statue of Equality

Rate this post

স্ট্যাচু অফ ইকোয়ালিটি

সমাজের সব স্তরের মানুষের সমানাধিকারের পক্ষে ছিলেন ভক্তি আন্দোলনের অন্যতম পথিকৃৎ রামানুজচার্য (Ramanujacharya)। তাই তাঁর এই মূর্তির নাম রাখা হয়েছে ‘স্ট্যাচু অফ ইকোয়ালিটি’ (Statue of Equality)।

মূর্তি টি তৈরি করতে খরচ হয়েছে প্রায় ১০০০ কোটি টাকা, যার সমস্তটাই বিশ্বব্যাপী ভক্তদের কাছ থেকে অনুদান হিসাবে সংগ্রহ করা হয়েছে। পঞ্চ ধাতু (সোনা, রুপো, তামা, জিঙ্ক এবং পিতল) দিয়ে নির্মাণ করা হয়েছে এই বিশালাকার মূর্তি।মূর্তির পাশাপাশি সেখানে নির্মাণ করা হয়েছে গবেষণাগার, ফটো গ্যালারি, থিয়েটার, প্রাচীন ভারতীয় পুঁথি সম্পর্কীয় বিভিন্ন তথ্যের সম্ভার এবং লাইব্রেরি।

Scroll to Top
error: Alert: Content is protected !!