অ্যাপোজি পেরিজি ও সিজিগি বলতে কী বোঝো ?

অ্যাপোজি পেরিজি ও সিজিগি বলতে কী বোঝো ?

অ্যাপোজি পেরিজি সিজিগি কাকে বলে তার তথ্য নিচে দেওয়া রইলো ।

অ্যাপোজি কাকে বলে ?

চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করার পথে পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব যখন সবচেয়ে বেশি হয় তখন চাঁদের দূরঅবস্থানকে অ্যাপোজি বলে।

পেরিজি কাকে বলে ?

চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করার পথে পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব যখন সবচেয়ে কম হয়। তখন চাঁদের ঐ নিকটতম অবস্থানকে পেরিজি বলে।

সিজিগি কাকে বলে ?

পৃথিবী, চাঁদ ও সূর্য যখন পূর্ণিমা ও অমাবস্যায় একই সরলরেখায় পরস্পর বা একে অন্যের বিপরীতে অবস্থান করে তখন এই বিশেষ অবস্থাকে সিজিগি বলে ।

Scroll to Top