২০২২ স্পেশাল অলিম্পিক্সে ব্র্যান্ড অ্যাম্বাসেডর সনু সুদ

Rate this post

২০২২ স্পেশাল অলিম্পিক্সে ব্র্যান্ড অ্যাম্বাসেডর সনু সুদ

২০২২ সালের স্পেশাল অলিম্পিক্সে ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সনু সুদ

প্রসঙ্গত, ১৯৬৮ থেকে প্রতি দু’বছর অন্তর স্পেশাল অলিম্পিকস অনুষ্ঠিত হয়ে থাকে। মানসিক দিক থেকে বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিরাই এই গেমসে অংশ নিতে পারেন। শীতকালীন ও গ্রীষ্মকালীন খেলাধূলার জন্য এই প্রতিযোগিতা দুটি আলাদা আলাদা ভাগে আয়োজন করা হয়।

২০২২ সালের প্রথম দিকে রাশিয়ার কাজানে অনুষ্ঠিত হবে স্পেশাল শীতকালীন ক্রীড়ার অলিম্পিক্স বা “স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড উইন্টার গেমস”।
আর এই অলিম্পিক্স-এ ভারতের মুখ বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন অভিনেতা সনু সুদ ।

Scroll to Top
error: Alert: Content is protected !!