মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার
এবার থেকে দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান রাজীব গান্ধী খেলরত্নের নতুন নামকরণ হচ্ছে হকির জাদুকর ধ্যানচাঁদের নামে।
অলিম্পিক্সে ভারতীয় হকির দুরন্ত সাফল্যের পরেই এই সিদ্ধান্ত নিলো কেন্দ্র সরকার।
হকির জাদুকর ধ্যান চাঁদের জন্ম ১৯০৫ সালের ২৯ আগস্ট, উত্তরপ্রদেশের এলাহাবাদে (বর্তমান প্রয়াগরাজ)। ১৯২৮, ১৯৩২ এবং ১৯৩৬ সালের অলিম্পিকে সোনা যেতে তৎকালীন ব্রিটিশ ভারতের হকি দল, যে দলের মূল খেলোয়াড় ছিলেন ধ্যানচাঁদ। আন্তর্জাতিক ক্ষেত্রে, ১৯২৬ সাল থেকে ১৯৪৯ সাল পর্যন্ত ১৮৫ টি ম্যাচে মোট ৫৭০ টি গোল করেছিলেন তিনি।
তাঁর জন্মদিন, ২৯ শে আগস্ট, ভারতের জাতীয় খেলা দিবস (National Sports Day) হিসাবে পালিত হয়।