সিকিমের নতুন রাজ্য মাছ হিসেবে ঘোষিত হল কাটলে

সিকিমের নতুন রাজ্য মাছ হিসেবে ঘোষিত হল কাটলে

সিকিমের নতুন রাজ্য মাছ হিসেবে ঘোষিত হল কাটলে। মাছটি স্থানীয় ভাবে এই নামেই পরিচিত। বিজ্ঞানসম্মত নাম ‘Neolissochilus hexagonolepis’. মাছটি Copper Mahseer নামেও পরিচিত।

সিকিমে, কাটলে মাছটি মূলত তিস্তা এবং রঙ্গিত নদী এবং তাদের উপনদীগুলিতে তে দেখা যায়। 1992 সালে, ICAR-National Fish Genetic Resources (ICAR-NBFGR), এই মাছকে বিপন্ন হিসাবে শ্রেণীবদ্ধ করেছিল। পরবর্তীতে, ২০১৪ সালে মাছটিকে আইইউসিএন (ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার) দ্বারা বিপন্ন হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছিল।

মাছটির গুরুত্ব বঝাতে ও এর সংরক্ষন ব্যবস্থায় জোর দিতেই রাজ্য মাছ হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য দপ্তরের কর্তারা।

Scroll to Top