পরিবেশ ও মানব স্বাস্থ্য এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

পরিবেশ ও মানব স্বাস্থ্য এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

1. ব্যাকটিরিয়া জনিত দুটি রোগের নাম লেখ।
উঃ কলেরা, আন্ত্রিক।


2. প্রোটোজোয়া ঘটিত দুটি রোগের নাম লেখ।
উঃ আমাশয়, ম্যালেরিয়া।


3. ভাইরাস ঘটিত দুটি রোগের নাম লেখ।
উঃ জলবসন্ত, পীতজ্বর।


4. দরিদ্র জনগণের মধ্যে কোন কোন রোগের প্রকোপ বেশি?
উঃ কলেরা, হেপাটাইটিস, কুষ্ঠ, ম্যালেরিয়া, টাইফ্রয়েড ইত্যাদি।


5. পরিবেশ আইন কাকে বলে?
উঃ পরিবেশ সংক্রান্ত যে আইনের মাধ্যমে পরিবেশকে সুরক্ষা করা যায় এবং সামগ্রিকভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করা যায় তাকে পরিবেশ আইন বলে।


6. জলদূষণ নিবারণ আইনের দুটি উদ্দেশ্য লেখ।
উঃ জলদূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা ও জলের গুণগত মান বজায় রাখা।


7. সেস-এর আওতাভুক্ত দুটি শিল্পের উল্লেখ কর।
উঃ সিমেন্ট শিল্প, কাগজ শিল্প।


8. ভূমিদূষণ নিবারণের উদ্দেশ্যে প্রণীত দুটি আইন লেখ।
উঃ কীটনাশক আইন ১৯৬৮, বিস্ফোরক দ্রব্য আইন – ১৯৮৪।


9. Silent Zone কাকে বলে?
উঃ হসপিটাল, শিক্ষাকেন্দ্র এবং আদালতের ১০০ মিটারের মধ্যের এলাকাকে সাইলেন্স জোন বা নিঃশব্দ অঞ্চল বলে। এই অঞ্চলে গাড়ীর হর্ণ, মাইক বাজানো ও বাজি ফাটানো যায় না।


10. ফুড পয়েজনিং কিসের দ্বারা ঘটে?
উঃ এটি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। দূষিত ও বাসী খাবার খেলে এটি বেশি হয়।


11. দুটি প্রটোজোয়া ঘটিত রোগের নাম লেখ?
উঃ ম্যালেরিয়া, আমাশয় প্রভৃতি।


12. এনডেমিক অবস্থা ও মহামারী কাকে বলে?
উঃ প্রকৃতিতে বেশিরভাগ রোগই একটি নির্দিষ্ট সংখ্যক পোষক প্রাণীর মধ্যে সবসময় অবস্থান করে। কিছু সংখ্যক প্রাণীর মধ্যে রোগের উপস্থিতিকে এনডেমিক অবস্থা বলে।
হোস্টের ঘনত্ব ও সংস্রব যখন বৃদ্ধি পায় এই রোগ হঠাৎ বিপুল মাত্রায় ছড়িয়ে পড়ে তখন সেই অবস্থাকে মহামারী বলে।


13. DDT এর পুরো নাম কী?
উঃ ডাই ক্লোরো ডাই ফিনাইল ট্রাইক্লোরো ইথেন।


14. দূষিত পানীয় জল দ্বারা কি কি রোগের বিস্তার ঘটে?
উঃ টাইফয়েড, কলেরা, আন্ত্রিক প্রভৃতি।


15. সংক্রামক রোগ প্রতিরোধের প্রধান পদ্ধতিগুলি কী কী?
উঃ পরিস্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্যশিক্ষা, টীকা প্রদান এবং মল ও বিভিন্ন বর্জ্যপদার্থের যথাযথ নিষ্কাশন।


16. পাখীর দ্বারা সংক্রামিত হয় এমন ভাইরাসের নাম কী?
উঃ আর্বোভাইরাস।


17. মৃত্তিকায় বিস্তারলাভ ঘটে এমন রোগজীবানুর নাম কী?
উঃ টিটেনাশ, অ্যানথ্রাক্স প্রভৃতি।


18. ভেক্টর কাকে বলে?
উঃ যখন কোন প্রাণী কোন রোগজীবাণু বহন করে তখন তাকে ভেক্টর বলে।


19. দুটি বায়ুবাহিত রোগের নাম লেখ।
উঃ জলবসন্ত, ইলফ্লুয়েঞ্জা প্রভৃতি।


20. উকুন দ্বারা যে রোগের বিস্তার ঘটে তার নাম কী?
উঃ এপিডেমিক টাইফাস।


21. কোন মাছি কালাজ্বরের বিস্তার ঘটায়?
উঃ স্যাণ্ড ফ্লাই।


22. বায়ুবাহিত রোগ নিয়ন্ত্রণের সহজ পথ কী?
উঃ ভীড় বা জমায়েত পরিহার করা ও হাসপাতাল ও নার্সিংহোমগুলি ভালমত নির্জীব করা।


23. কোন কোন রোগ প্রতিরোধে টীকা প্রদান করা হয়?
উঃ ডিপথেরিয়া, পোলিওমাইলিটিস, টিটেনাস, হুপিং কাশি প্রভৃতি।


24. মানুষের দেহে পরোক্ষ ভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে সঞ্চার করা হয়?
উঃ ইম্যুনোগ্লোবুলিন ইঞ্জেক্সন করে।


25. ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীবানুর নাম কী?
উঃ প্লাসমোডিয়াম ভ্যাইভ্যাক্স।


26. ম্যালেরিয়া রোগ প্রতিরোধে কোন ঔষুধ প্রয়োগ করা হয়?
উঃ ক্লোরোকুইন, প্যারাকুইন, ম্যালাকুইন প্রভৃতি।


27. মশার লার্ভা ভক্ষণকারী মাছের নাম কী?
উঃ গাম্বুসিয়া, তেলাপিয়া প্রভৃতি।


28. যক্ষা রোগের পরজীবীর নাম কী?
উঃ মাইকোব্যাকটেরিয়াম টিউবারক্যুলোসিস।


29. কোন ধরণের শ্রমিকদের ত্বকের ক্যানসার হওয়ার সম্ভাবনা বেশি?
উঃ কোক তৈরীর কারখানা ও তৈল শোধনাগারে কর্মরত শ্রমিকদের।


30. কলেরা রোগের পরজীবীর নাম কী?
উঃ ভিব্রিও কলেরি।


31. প্লেগ নিয়ন্ত্রণের প্রধান পদ্ধতি কী?
উঃ ইঁদুর ও ফ্লি জাতীয় প্রাণীর ধ্বংস ও টীকাকরণ।


32. ব্যাগাসোসিস রোগ কাদের দেখা যায়?
উঃ চিনি মিলে কর্মরত শ্রমিকদের এই রোগ দেখা যায়।


33. একটি প্রটোজোয়া ঘটিত রোগের নাম লেখ?
উঃ আমাশয়।


34. পাখীর দ্বারা বিস্তারলাভ করে এরকম একটি রোগের নাম লেখ।
উঃ অরনিথোসিস।


35. AIDS এর পুরো নাম কী?
উঃ অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম।

Scroll to Top