| অশ্রু গ্রন্থি | অক্ষিকোটরের উপরিতল | চোখকে আর্দ্র রাখা এর প্রধান কাজ। |
| অ্যাকুয়াস হিউমার | কর্নিয়া এবং লেন্সের মধ্যভাগ | প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। |
| আইরিশ | অক্ষিগোলকের সম্মুখভাগ | তারারন্ধ্রকে সংকুচিত ও প্রসারিত হতে সাহায্য করে। |
| ইয়োলো স্পট | রেটিনার উপরিভাগ | সর্বাপেক্ষা ভালো প্রতিবিম্ব গঠন হয়। |
| কনজাংটিভা | কর্নিয়ার বাইরের আচ্ছাদন | কর্নিয়াকে রক্ষা করা। |
| কর্ণিয়া | অক্ষিগোলকের সম্মুখ ভাগ | প্রতিসারক মাধ্যম এবং আলোকরশ্মি কেন্দ্রীভূত করা। |
| কোণ কোশ | রেটিনা | উজ্জ্বল আলো ও বর্ণ শোষণ করা। |
| কোরয়েড | অক্ষিগোলকের পশ্চাদভাগ | রেটিনা রক্ষা ও বিচ্ছুরিত আলোর প্রতিফলন রোধ। |
| পিউপিল | আইরিসের মধ্যভাগ | চোখে আলোক রশ্মি প্রবেশ করায়। |
| ব্লাইন্ড স্পট | রেটিনা এবং অপটিক স্নায়ুর সংযোগস্থল | প্রতিবিম্ব গঠন না করা। |
| ভিট্রিয়াস হিউমার | লেন্স ও রেটিনা | প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। |
| রড কোশ | রেটিনা | মৃদু আলো শোষণ। |
| রেটিনা | অক্ষিগোলকের পশ্চাদ ভাগ | বস্তুর প্রতিবিম্ব গঠন করা। |
| লেন্স | আইরিসের পশ্চাদভাগ | আলোক প্রতিসরণ ঘটানো এবং রশ্মিকে রেটিনার উপর কেন্দ্রীভূত করা। |
| সিলিয়ারি বডি | আইরিশ ও কোরোয়েডের সংযোগস্থল | লেন্সের উপযোজনে সহায়তা করে। |
| স্কেলেরা | অক্ষিগোলকের পশ্চাদভাগ | অক্ষিগোলকের পশ্চাদ ভাগের স্তর রাখা করা। |