পদ্মা সেতু সম্পর্কিত তথ্য ও প্রশ্ন উত্তর

পদ্মা সেতু সম্পর্কিত তথ্য ও প্রশ্ন উত্তর

পদ্মা সেতু সম্পর্কিত তথ্য ও প্রশ্ন উত্তর দেওয়া রইলো ।

পদ্মা সেতুর প্রকল্পের নাম:পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।
পদ্মা সেতুর দৈর্ঘ্য:৬.১৫ কিলোমিট।
পদ্মা সেতুর প্রস্থ:৭২ ফুট।
পদ্মা সেতু নির্মাণের আনুষ্ঠানিক চুক্তি:১৭ই জুন, ২০১৪ইং সালে বাংলাদেশ সরকার এবং চিনা চায়না মেজর ব্রিজ কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়।
পদ্মা সেতুতে যা যা থাকবে:বিদ্যুৎ, গ্যাস এবং অপটিক্যাল ফাইবার লাইন।
পদ্মা সেতুর কাজ:মূল সেতু, নদী শাসন, জাজিরা সংযোগকারী সড়ক, টোল প্লাজা.
পদ্মা সেতুর ধরন:দ্বিতল বিশিষ্ট কংক্রিট এবং স্টিল দ্বারা নির্মিত এই সেতু।
পদ্মা সেতুর নকশা:এইসিওএমের নেতৃত্বে আন্তর্জাতিক এবং জাতীয় পরামর্শকদের নিয়ে একটি দল গঠন করা হয়। আর তারাই হচ্ছে পদ্মা সেতুর নকশা পরামর্শদাতা।
পদ্মা সেতুর পাইলিং গভীরতা:৩৮৩ ফুট।
১০পদ্মা সেতুর পিলার কয়টি:৪২ টি।
১১পদ্মা সেতুর প্যানেলের সভাপতির নাম:অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী।
১২পদ্মা সেতুর প্রকল্প নদী শাসন:দুই পারে প্রায় ১২ কিলোমিটার।
১৩পদ্মা সেতুর প্রকল্প ব্যয়:৩০ হাজার ১৯৩ দশমিক ৩৯ কোটি টাকা।
১৪পদ্মা সেতুর প্রকল্পের চুক্তিবদ্ধ কম্পানি:চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড।
১৫পদ্মা সেতুর প্রকল্পের জনবল:প্রায় ৪ হাজার।
১৬পদ্মা সেতুর প্রতিটি পিলারের জন্য পাইলিং:৬ টি।
১৭পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার:৮১ টি।
১৮পদ্মা সেতুর ভায়াডাক্ট:৩.১৮ কিলোমিট।
১৯পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা:২৬৪ টি।
২০পদ্মা সেতুর রেল লাইনের অবস্থান:পদ্মা সেতুর রেল লাইনের অবস্থান নিচতলায়।
২১পদ্মা সেতুর সংযোগ সড়ক:দুই প্রান্তে প্রায় ১৪ কিলোমিটার।
২২পদ্মা সেতুর স্প্যান বিশেষজ্ঞ দল সদস্য সংখ্যা:১১ জন।
২৩পদ্মা সেতুর স্প্যান সংখ্যা:৪১ লেন।
২৪পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা:৬০ ফুট।
Padma Bridge
Padma Bridge

পদ্মা সেতু প্রশ্ন ও উত্তর :

পদ্মা সেতুর প্রকল্পের প্রকৃত নাম কী?
পদ্মা বহুমুখী সেতু প্রকল্প ।

পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয় কবে থেকে?
৭ ডিসেম্বর ২০১৪ সালে

পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হয় কবে?
২৩শে জুন ২০২২

পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
৬.১৫ কি.মি.

পদ্মা সেতুর প্রস্থ কত?
১৮.১৮ মিটার

পদ্মা সেতু প্রকল্পে চুক্তিবদ্ধ কোম্পানির নাম কী?
চাইনা মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিঃ

পদ্মা সেতুর লিড ডিজাইনার কে ছিলেন?
ব্রিটিশ নাগরিক রবিন শ্যাম

পদ্মা সেতুতে কাজ করা প্রথম বাঙালী মহিলা প্রকৌশলী কে?
ইশরাত জাহান ইশি|

এরকম আরও কিছু পোস্ট :

বাংলাদেশের জাতীয় বিষয়াবলী তালিকা

First Women in Bangladesh । বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের প্রথম নারী

Scroll to Top