বিভিন্ন প্রাণীর গমন অঙ্গ ও গমন পদ্ধতি সমূহের তালিকা
বিভিন্ন প্রাণীর গমন অঙ্গ ও গমন পদ্ধতি সমূহের তালিকা দেওয়া রইলো ।
| প্রাণীর নাম | গমন অঙ্গ | গমন পদ্ধতি |
|---|---|---|
| অক্টোপাস | পেশী | সুইমিং |
| অ্যামিবা | ক্ষনপদ | অ্যামিবয়েড |
| ইউগ্লিনা | ফ্ল্যাজেলা | ফ্ল্যাজেলীয় গতি |
| কেঁচো | সিটি বা সিটা | ক্রিপিং |
| জেলিফিস | পেশী | সুইমিং |
| জোঁক | চোষক অঙ্গ | লুপিং |
| টিকটিকি | দুইজোড়া পা | ক্রলিং |
| ডলফিন | পুচ্ছ ও ফ্লিপার | সন্তরণ |
| তারামাছ | টিউব ফীট | লুপিং |
| তিমি | পুচ্ছ ও ফ্লিপার | সন্তরণ |
| পাখি | ডানা ও পা | ফ্লাইং ও ওয়াকিং |
| প্যারামিসিয়াম | সিলিয়া | সিলিয়ারি গমন |
| বাদুড় | অস্থিযুক্ত প্যাটাজিয়াম | উড্ডয়ন |
| সাপ | প্যাটাজিয়াম | নিস্ক্রিয় উড্ডয়ন |
| হাইড্রা | কর্ষিকা | লুপিং, সামারসল্টিং |
