ভারতের প্রধান প্রধান সমুদ্র বন্দর তালিকা

ভারতের প্রধান প্রধান সমুদ্র বন্দর তালিকা

ভারতের প্রধান প্রধান সমুদ্র বন্দর তালিকা নিচে দেওয়া রইলো।

মুম্বাই বন্দর

  • ভারতের পশ্চিম উপকূলে মহারাষ্ট্রের পশ্চিম মুম্বাইতে অবস্থিত।
  • এটি ভারতের দ্বিতীয় প্রাচীন বন্দর।
  • এই বন্দরটি ভারতের বৃহত্তম ও ব্যস্ততম বন্দর।
  • এটি স্বাভাবিক প্রোতাশ্রয় যুক্ত বন্দর।
  • পশ্চাদভূমি : মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট, দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশের পশ্চিম ভাগ।

চেন্নাই বন্দর

  • ভারতের পূর্ব উপকূলে তামিলনাড়ুর চেন্নাইতে অবস্থিত।
  • এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম ও তামিলনাড়ুর বৃহত্তম বন্দর।
  • এই বন্দরটি মাদ্রাজ বন্দর নামেও পরিচিত।
  • এটি কৃত্রিম প্রোতাশ্রয় যুক্ত বন্দর।
  • পশ্চাদভূমি : তামিলনাড়ু, কর্ণাটকের দক্ষিণ-পূর্ব অংশ, কেরালার কিছু অংশ।

কান্ডালা বন্দর

  • গুজরাটের কচ্ছ জেলার গান্ধিধাম শহরের নিকট এই বন্দরটি অবস্থিত।
  • ভারতের পশ্চিম উপকূলের একটি প্রধান সমুদ্র বন্দর এটি।
  • এই বন্দর কান্ডালা পোর্ট ট্রাস্ট বা দীনদয়াল বন্দর নামেও পরিচিত।
  • এটি প্রাকৃতিক প্রোতাশ্রয় যুক্ত সমুদ্র বন্দর।
  • পশ্চাদভূমি : গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, দিল্লী, জম্মু ও কাশ্মীর।

ভারতের নদ-নদী ( Rivers of India )

জওহরলাল নেহেরু বন্দর

  • ভারতের পশ্চিম উপকূলে মহারাষ্ট্রের নভি মুম্বাইতে অবস্থিত।
  • নবসেবা বন্দর নামেও পরিচিত এই বন্দর।
  • আরব সাগরের প্রধান বন্দর বা রাজা বন্দর বলা হয়ে থাকে এই বন্দরকে।
  • ভারতের বৃহত্তম পণ্য ধারণকারী বন্দর এটি।
  • এটি ভারতের বৃহত্তম কৃত্রিম প্রোতাশ্রয় যুক্ত বন্দর।
  • পশ্চাদভূমি : মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট, দিল্লি, হরিয়ানা।

তুতিকোরিন বন্দর

  • ভারতের পূর্ব উপকূলে তামিলনাড়ুর তুতিকোরিনে অবস্থিত।
  • ভি. ও. চিদাম্বরম বন্দর নামেও পরিচিত।
  • তামিলনাড়ুর দ্বিতীয় বৃহত্তম বন্দর।
  • এটি কৃত্রিম প্রোতাশ্রয় যুক্ত বন্দর।
  • পশ্চাদভূমি : তামিলনাড়ু, কেরালা।

মার্মাগাঁও বন্দর

  • ভারতের পশ্চিম উপকূলে দক্ষিণ গোয়াতে অবস্থিত।
  • সবথেকে বেশি লোহা রপ্তানি করা হয় এই বন্দরটির মাধ্যমে।
  • এটি স্বাভাবিক প্রোতাশ্রয় যুক্ত বন্দর।
  • পশ্চাদভূমি : গোয়া, মহারাষ্ট্রের দক্ষিণ ভাগ, কর্ণাটকের উত্তর ভাগ।

নিউ ম্যাঙ্গালোর বন্দর

কর্ণাটক রাজ্যের ম্যাঙ্গালোরের পানাম্বুরে অবস্থিত।
পানাম্বুর বন্দর নামেও পরিচিত।
এটি কৃত্রিম প্রোতাশ্রয় যুক্ত বন্দর।
পশ্চাদভূমি : কর্ণাটক, কেরালার উত্তর অংশ।

কোচি বন্দর

  • ভারতের পশ্চিম উপকূলে কেরালা রাজ্যের কোচি শহরে অবস্থিত।
  • মশলা রপ্তানির জন্য বিখ্যাত।
  • এটি প্রাকৃতিক প্রোতাশ্রয় যুক্ত সমুদ্র বন্দর।
  • পশ্চাদভূমি : কেরালা, তামিলনাড়ু, কর্ণাটকের কিছু অংশ।

বিশাখাপত্তনম বন্দর

  • ভারতের পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের তীরে অন্ধ্রপ্রদেশের উত্তর অংশে অবস্থিত।
  • ভাইজাগ বন্দর নামেও অভিহিত।
  • ভারতের সবচেয়ে গভীরতম বন্দর।
  • এটি প্রাকৃতিক প্রোতাশ্রয় যুক্ত বন্দর।
  • পশ্চাদভূমি : অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ওড়িশার দক্ষিণ অংশ।

পারাদ্বীপ বন্দর

ভারতের পূর্ব উপকূলে ওড়িশা রাজ্যে অবস্থিত।
এই বন্দরটি একটি অন্যতম গভীরতম বন্দর।
এই বন্দরের নিজস্ব রেলপথ ও সড়কপথ রয়েছে।
এটি কৃত্রিম প্রোতাশ্রয় যুক্ত বন্দর।
পশ্চাদভূমি : ওড়িশা, ছত্তিশগড়, ঝাড়খণ্ডের দক্ষিণ অংশ।

এন্নোর বন্দর

  • ভারতের পূর্ব উপকূলে তামিলনাড়ুর এন্নোরে অবস্থিত।
  • এটি প্রাকৃতিক প্রোতাশ্রয় যুক্ত বন্দর।
  • পশ্চাদভূমি : তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের দক্ষিণ অংশ।

সৌরজগৎ ও পৃথিবী সম্পর্কৃত বিভিন্ন তথ্য

পোর্ট ব্লেয়ার বন্দর


আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত।
এটি ভারতের নবীনতম বন্দরের মধ্যে একটি।
এটি প্রাকৃতিক প্রোতাশ্রয় যুক্ত বন্দর।
পশ্চাদভূমি : আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।

ভারতের বিভিন্ন শহরের উপনাম সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

কলকাতা বন্দর

  • পশ্চিমবঙ্গের কলকাতা শহরে হুগলী নদীর পূর্ব তীরে অবস্থিত।
  • এই বন্দরটি কলকাতা-হলদিয়া বন্দর নামেও পরিচিত।
  • এটি ভারতের প্রথম প্রাচীনতম বন্দর।
  • এটি কৃত্রিম প্রোতাশ্রয় যুক্ত বন্দর।
  • পশ্চাদভূমি : পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের পূর্ব ভাগ

Covered Topics : ভারতের বন্দর সমূহ , ভারতের প্রধান প্রধান সমুদ্র বন্দর , India’s Major Sea Ports, ভারতের ১৩ টি প্রধান বন্দর

পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক নদ-নদী তালিকা

Scroll to Top