ভারতের নদনদী – উৎস, পতনসস্থল, উপনদী ও অন্যান্য তথ্য

ভারতের নদনদী – উৎস, পতনসস্থল, উপনদী ও অন্যান্য তথ্য

সিন্ধু

  • মোট দৈর্ঘ্য : 2880 কিমি,ভারতে 709কিমি
  • উৎপত্তিস্থল : তিব্বতের মানস সরোবরের নিকট সিন কা বাব নামক জলধারা,লাদাখের কাছে দিয়ে ভারতে প্রবেশ
  • উপনদী : শতুদ্র,বিপাশা,বিতস্তা,চন্দ্রভাগা,ইরাবতী,চেনাব
  • পতিত হয়েছে : আরব সাগরে

গঙ্গা (ভারতের দীর্ঘতম নদী )

  • মোট দৈর্ঘ্য : 2510 কিমি, ভারতে 2017 কিমি
  • উৎপত্তিস্থল :  কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রি হিমবাহের গোমুখ গুহা
  • বামতীরের উপনদী : রামগঙ্গা,গোমতী,ঘর্ঘরা,গন্ডক,কোশী
  • ডানতীরের উপনদী : যমুনা ও শোন
  • পাশে অবস্থিত : হরিদ্বার, কানপুর, এলাহাবাদ, বারানসী, পাটনা, ভাগলপুর, কলকাতা(হুগলী নদী)
  • অন্যান্য তথ্য –
    • মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে ভাগ হয়েছে
    • অলকানন্দা ও ভাগিরথী মিলেছে দেবপ্রয়াগে
  • পতিত হয়েছে : বঙ্গোপোসাগরে

ব্রহ্মপুত্র (উৎপত্তিস্থলে সাংপো)

  • মোট দৈর্ঘ্য : 2580 কিমি(ভারতে 885 কিমি)
  • উৎপত্তিস্থল : চেমায়ুং দুম হিমবাহ
  • উপনদী : সুবর্ণশিরি, মানস, তিস্তা, তোর্সা
  • পাশে অবস্থিত : ডিব্রুগড়,তেজপুর,গৌহাটি
  • অন্যান্য তথ্য –
    • পৃথিবীর উচ্চতম নদী বা Sky River নামে পরিচিত
    • উৎপত্তিস্থলে সাংপো নামে পরিচিত।
  • পতিত হয়েছে : যমুনা নাম নিয়ে গঙ্গায় (বাংলাদেশ)

যমুনা

  • মোট দৈর্ঘ্য :  1376কিমি
  • উৎপত্তিস্থল : যমুনেত্রী হিমবাহ
  • উপনদী : চম্বল,কেন,বেতোয়া
  • পাশে অবস্থিত : দিল্লী,মথুরা,আগ্রা
  • পতিত হয়েছে : এলাহাবাদের কাছে গঙ্গায়
  • গঙ্গার দীর্ঘতম উপনদী

চেনাব

  • উৎপত্তিস্থল : হিমাচল প্রদেশের কুলু
  • পাশে অবস্থিত : সালাল প্রোজেক্ট
  • পতিত হয়েছে : সিন্ধু নদীতে

শতদ্রু

  • মোট দৈর্ঘ্য : ভারতে 1060 কিমি
  • উৎপত্তিস্থল : তিব্বতের রাকা হ্রদ
  • পাশে অবস্থিত : ভাকরা নাঙ্গাল, লুধিয়ানা
  • পতিত হয়েছে : সিন্ধু নদীতে
  • শিপকিলা গিরিপথ দিয়ে ভারতে প্রবেশ

ঝিলম/ বিতস্তা

  • মোট দৈর্ঘ্য : 424 কিমি, ভারতে 400 কিমি
  • উৎপত্তিস্থল : পীরপঞ্জালের পাদদেশে ভেরানাগ এ
  • পাশে অবস্থিত : শ্রীনগর
  • পতিত হয়েছে : সিন্ধু(চেনাব) নদীতে

বিপাশা

  • মোট দৈর্ঘ্য : 460 কিমি
  • উৎপত্তিস্থল : কুলু পর্বতের কাছে রোটাং পাস
  • পাশে অবস্থিত : মানালী
  • পতিত হয়েছে : হারিকের কাছে শতুদ্রতে

ইরাবতী

  • মোট দৈর্ঘ্য : 725 কিমি
  • উৎপত্তিস্থল : রোটাংপাস
  • পতিত হয়েছে : চেনাব(সিন্ধু) নদীতে

শোন

  • উৎপত্তিস্থল : অমরকন্টক
  • পতিত হয়েছে : গঙ্গা নদীতে
  • উত্তর বাহিনী

দামোদর

  • মোট দৈর্ঘ্য : 514 কিমি
  • উপনদী : বরাকর
  • উৎপত্তিস্থল : ঝাড়খন্ডের পালামৌ জেলার ছোটোনাগপুরের মালভূমি
  • পতিত হয়েছে : ভাগীরথী নদীতে
  • বাংলার দুঃখ

সূবর্নরেখা

  • মোট দৈর্ঘ্য : 477 কিমি
  • উৎপত্তিস্থল :  ছোটোনাগপুর মালভূমি
  • পাশে অবস্থিত  : জামশেদপুর
  • পতিত হয়েছে : বঙ্গোপোসাগর
  • হুড্রু জলপ্রপাত (ঝাড়খন্ড)

লুনী (অন্তর্বাহিনী নদী)

  • মোট দৈর্ঘ্য : 450 কিমি
  • উৎপত্তিস্থল : আজমীরের নিকট আনাসাগর হ্রদ
  • পতিত হয়েছে  : কচ্ছের রন

সবরমতী

  • মোট দৈর্ঘ্য : 416 কিমি
  • উৎপত্তিস্থল : আরাবল্লী
  • পাশে অবস্থিত : আমেদাবাদ,গান্ধীনগর
  • পতিত হয়েছে : কাম্বে উপসাগর

ব্রাহ্মনী

  • মোট দৈর্ঘ্য : 705 কিমি
  • উৎপত্তিস্থল : ছুটোনাগপুর মালভূমি
  • পাশে অবস্থিত : রাউরকেল্লা
  • পতিত হয়েছে : বঙ্গোপোসাগর

মহানদী

  • মোট দৈর্ঘ্য : 885 কিমি
  • উৎপত্তিস্থল : দন্ডকারন্যের কাছে সিয়াগার পাহাড়
  • পাশে অবস্থিত : কটক,হিরাকুদ প্রজেক্ট
  • পতিত হয়েছে : বঙ্গোপোসাগর

কৃষ্ণা

  • মোট দৈর্ঘ্য : 1290 কিমি
  • উৎপত্তিস্থল : পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর
  • উপনদী : সীমা, ভীমা, তুঙ্গাভদ্রা, মুসী, ঘাটপ্রভা, মালপ্রভা, কয়না
  • পাশে অবস্থিত : নাগার্জুন সাগর,বিজয়ওয়াড়া
  • পতিত হয়েছে : বঙ্গোপোসাগর

কাবেরী (দক্ষিণ ভারতের পবিত্র নদী )

  • মোট দৈর্ঘ্য : 805 কিমি
  • উৎপত্তিস্থল : ব্রহ্মগিরি পর্বত (কর্ণাটক)
  • উপনদী : হেরাঙ্গী,হেমবতী,সিমলা,ভবানী
  • পাশে অবস্থিত : মেত্তুর প্রজেক্ট(তামিলনাডু), শিবসমুদ্রম(কর্নাটক), তিরুচিরাপল্লী, মাইসোর
  • পতিত হয়েছে : বঙ্গোপোসাগর

গোদাবরী (দক্ষিন ভারতের গঙ্গা )

  • মোট দৈর্ঘ্য : 1465 কিমি
  • উৎপত্তিস্থল :  নাসিকের কাছে ত্রিম্বক মালভূমি
  • উপনদী : প্রংহিতা,ইন্দ্রাবতী
  • পাশে অবস্থিত : নাসিক
  • পতিত হয়েছে : বঙ্গোপোসাগর

নর্মদা (পশ্চিমবাহিনী)

  • দৈর্ঘ্য : 1310 কিমি
  • উৎপত্তি : মহাকাল পর্বতের অমরকন্টক(মধ্যপ্রদেশ)
  • উপনদী : তাওয়া,হিরণ
  • পাশে অবস্থিত : জব্বলপুর,সর্দার সরোবর প্রজেক্ট, ধুয়াধুর জলপ্রপাত
  • পতিত হয়েছে : কাম্বে উপসাগর

তাপ্তি (পশ্চিমবাহিনী)

  • মোট দৈর্ঘ্য : 724 কিমি
  • উৎপত্তিস্থল : মহাদেব পর্বতের মূলতাই শৃঙ্গ
  • উপনদী : পূর্ণা,ভোগর,বেতুল
  • পাশে অবস্থিত : সুরাট, কাকড়াপাড়া, উকাই(গুজরাট)
  • পতিত হয়েছে : কাম্বে উপসাগর

আরও দেখে নাও :

ভারতের বিভিন্ন নদী পরিকল্পনা

কোন নদী কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত

ভারতের নদী তীরবর্তী বিভিন্ন শহর

ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র তালিকা –  Hydroelectric Projects of India

বিভিন্ন ভৌগোলিক শব্দের অর্থের তালিকা

Scroll to Top