বিভিন্ন রোগ ও আক্রান্ত অঙ্গ
| নং | রোগের নাম | আক্রান্ত অঙ্গ |
|---|---|---|
| ১ | অ্যাজমা | ফুসফুস |
| ২ | আর্থারাইটিস | হাড়ের সংযোগস্থল |
| ৩ | আলসার | পাকস্থলী |
| ৪ | একজিমা | ত্বক |
| ৫ | ওটাইটিস | কান |
| ৬ | কংজাভাইটিস | চোখ |
| ৭ | কার্ডাইটিস | হৃদপিন্ড |
| ৮ | কুষ্ঠ | ত্বক |
| ৯ | কোভিড-১৯ | ফুসফুস |
| ১০ | ক্যাটার্যাক্ট | চোখ |
| ১১ | গয়টার বা গলগন্ড | গলা |
| ১২ | গ্যাস্ট্রিক | পাকস্থলী |
| ১৩ | গ্লুকোমা | চোখ |
| ১৪ | গ্লোসিটিস | জিভ |
| ১৫ | জন্ডিস | যকৃত |
| ১৬ | টনসিলাইটিস | গলা |
| ১৭ | টাইফয়েড | অন্ত্র |
| ১৮ | টিউবারকিউলোসিস বা যক্ষ্মা | ফুসফুস |
| ১৯ | ট্রাকোমা | চোখ |
| ২০ | ডায়াবেটিস | অগ্নাশয়, রক্ত |
| ২১ | ডিপথেরিয়া | গলা |
| ২২ | নিউমোনিয়া | ফুসফুস |
| ২৩ | পাইরিয়া | দাঁত ও মাড়ি |
| ২৪ | পোলিও | পা |
| ২৫ | প্যারালাইসিস | স্নায়ুতন্ত্র |
| ২৬ | প্লিউরাইসি | ফুসফুস |
| ২৭ | ব্রঙ্কাইটিস | ফুসফুস |
| ২৮ | মায়োপিয়া | চোখ |
| ২৯ | মেনিনজাইটিস | মস্তিষ্ক |
| ৩০ | ম্যালেরিয়া | প্লীহা |
| ৩১ | রিউম্যাটিজম | অস্থি সন্ধি |
| ৩২ | রিকেট | অস্থি বা হাড় |
| ৩৩ | লিউকোমিয়া | রক্ত |
| ৩৪ | সাইনুসাইটিস | মুখের হাড় |
| ৩৫ | স্কার্ভি | দাঁত |
| ৩৬ | হিমোফিলিয়া | রক্ত |
| ৩৭ | হেপাটাইটিস | যকৃত |
এরকম আরও কিছু পোস্ট :
- বিভিন্ন ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম তালিকা
- ভাইরাস ঘটিত রোগের নাম
- বিভিন্ন রোগ ও রোগের জীবাণুর নাম
- বিভিন্ন প্রাণীর বৈজ্ঞানিক নাম
- বৈজ্ঞানিক পরিমাপক যন্ত্রসমূহের নাম ও কাজের তালিকা
Covered Topics : বিভিন্ন রোগ ও আক্রান্ত অঙ্গ, Diseases of Human Body, মানব দেহের বিভিন্ন রোগ এবং সেই রোগের অবস্থান, মানুষের রোগের নাম এবং আক্রান্ত অঙ্গের তালিকা, রোগে মানব শরীরের কোন অংশ আক্রান্ত হয়, কোন অঙ্গের রোগ, List of Disease and Affected Organs
