ভারতের বিভিন্ন কয়লাখনি তালিকা
ভারতের বিভিন্ন কয়লাখনি তালিকা দেওয়া রইলো । ভারতের প্রধান প্রধান কয়লা খনি।
নং | রাজ্য | কয়লাখনি |
---|---|---|
১ | অন্ধ্রপ্রদেশ | সিংগারেনি, কাঁটাপাল্লি |
২ | আসাম | জয়পুর, মাকুম, নাজিরা, জাঞ্জি, লেডো |
৩ | ওড়িশা | তালচের, হিমগিরি, রামপুর |
৪ | ছত্তিশগড় | কোরবা, বিশরামপুর, ঝিলমিল, রায়গড় |
৫ | ঝাড়খণ্ড | ঝরিয়া, ধানবাদ, ডালটনগঞ্জ, করণপুরা, গিরিডি, রামগড় |
৬ | পশ্চিমবঙ্গ | রাণীগঞ্জ, চিনাকুড়ি |
৭ | মধ্যপ্রদেশ | সিংরাউলি, সোহাগপুর, জোহিলা, উমারিয়া, সাতপুরা |
৮ | মহারাষ্ট্র | ওয়ার্ধা, কাম্পতি, বল্লারপুর |
৯ | মেঘালয় | উমরালঙ, লাংরিন |
কয়লা উৎপাদনে কোন রাজ্য কততম স্থানে রয়েছে ?
- প্রথম : ছত্তিসগড়
- দ্বিতীয় : ওড়িশা
- তৃতীয় : ঝাড়খন্ড
Note : পশ্চিমবঙ্গ কয়লা উৎপাদনে সপ্তম স্থান অধিকার করেছে।
কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ
ভারতের প্রাচীনতম কয়লাখনি কোনটি ?
রানীগঞ্জ
কয়লা উত্তোলনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে ?
ছত্তিসগড়
ভারতের প্রাচীনতম কয়লাখনি কোনটি ?
রানীগঞ্জ
কয়লা উত্তোলনে পশ্চিমবঙ্গ কততম স্থান অধিকার করেছে ?
সপ্তম
কয়লা উৎপাদনে ভারতের স্থান কত ?
দ্বিতীয়
কয়লা উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ?
চীন
ভারতের বৃহত্তম কয়লা খনি অঞ্চল কোনটি ?
ঝরিয়া
ভারতের কোন রাজ্যে সঞ্চিত কয়লার পরিমান সর্বাধিক ?
ঝাড়খন্ড