ভারতের বিভিন্ন কয়লাখনি তালিকা

ভারতের বিভিন্ন কয়লাখনি তালিকা

ভারতের বিভিন্ন কয়লাখনি তালিকা দেওয়া রইলো । ভারতের প্রধান প্রধান কয়লা খনি।

নংরাজ্যকয়লাখনি
অন্ধ্রপ্রদেশসিংগারেনি, কাঁটাপাল্লি
আসামজয়পুর, মাকুম, নাজিরা, জাঞ্জি, লেডো
ওড়িশাতালচের, হিমগিরি, রামপুর
ছত্তিশগড়কোরবা, বিশরামপুর, ঝিলমিল, রায়গড়
ঝাড়খণ্ডঝরিয়া, ধানবাদ, ডালটনগঞ্জ, করণপুরা, গিরিডি, রামগড়
পশ্চিমবঙ্গরাণীগঞ্জ, চিনাকুড়ি
মধ্যপ্রদেশসিংরাউলি, সোহাগপুর, জোহিলা, উমারিয়া, সাতপুরা
মহারাষ্ট্রওয়ার্ধা, কাম্পতি, বল্লারপুর
মেঘালয়উমরালঙ, লাংরিন
ভারতের বিভিন্ন রাজ্যের কয়লাখনি তালিকা

কয়লা উৎপাদনে কোন রাজ্য কততম স্থানে রয়েছে ?

  • প্রথম : ছত্তিসগড়
  • দ্বিতীয় : ওড়িশা
  • তৃতীয় : ঝাড়খন্ড

Note : পশ্চিমবঙ্গ কয়লা উৎপাদনে সপ্তম স্থান অধিকার করেছে।

কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ

ভারতের প্রাচীনতম কয়লাখনি কোনটি ?

রানীগঞ্জ

কয়লা উত্তোলনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে ?

ছত্তিসগড়

ভারতের প্রাচীনতম কয়লাখনি কোনটি ?

রানীগঞ্জ

কয়লা উত্তোলনে পশ্চিমবঙ্গ কততম স্থান অধিকার করেছে ?

সপ্তম

কয়লা উৎপাদনে ভারতের স্থান কত ?

দ্বিতীয়

কয়লা উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ?

চীন

ভারতের বৃহত্তম কয়লা খনি অঞ্চল কোনটি ?

ঝরিয়া

ভারতের কোন রাজ্যে সঞ্চিত কয়লার পরিমান সর্বাধিক ?

ঝাড়খন্ড

Scroll to Top