ষোড়শ মহাজনপদ – রাজধানী ও বর্তমান অবস্থান

ষোড়শ মহাজনপদ – রাজধানী ও বর্তমান অবস্থান

ষোড়শ মহাজনপদ – রাজধানী ও বর্তমান অবস্থান দেওয়া রইলো ।

  • ষোড়শ মহাজনপদ গুলির মধ্যে একমাত্র অশ্মক দক্ষিণ ভারতে ছিল।
  • বৃজি ও মল্ল ছিল প্রজাতান্ত্রিক ও বাকিগুলি ছিল রাজতান্ত্রিক।
  • মহাজনপদ গুলির মধ্যে সবথেকে শক্তিশালী ছিল মগধ ।
নংমহাজনরাজধানীবর্তমান অবস্থান
অঙ্গচম্পাপূর্ব বিহার
অবন্তীউজ্জয়িনী, মহিষ্মতিমালয়
অশ্মকপোটানা/পোটালিগোদাবরীর দক্ষিন তীর
কম্বোজরাজপুরদক্ষিন-পশ্চিম কাশ্মীর
কাশীবারানসীবারানসী
কুরুইন্দ্রপ্রস্থস্থানেশ্বর, দিল্লি, মিরাট
কোশলশ্রাবস্তীঅযোধ্যা
গান্ধারতক্ষশীলাপেশোয়ার ও রাওয়ালপিন্ডি
চেদিশুকতি মতিযমুনা ও নর্মদার মধ্যবর্তী স্থান
১০পাঞ্চালঅহিছত্র/কাম্পিল্যবেরিলি, বদায়ুন, ফরাক্কাবাদ
১১বৎসকৌশাম্বীএলাহাবাদ
১২বৃজিবৈশালীমজঃফরপুর(উত্তর বিহার)
১৩মগধরাজগৃহ/পাটলিপুত্রদক্ষিন বিহার/পাটনা ও গয়া
১৪মৎস্যবিরাটনগরজয়পুর, আলোয়ার ও ভরতপুর
১৫মল্লকুশিনারা/পাবাগোরক্ষপুর
১৬সূরসেনমথুরামথুরা

দেখে নাও :

ঐতিহাসিক প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতার নামের তালিকা

ঐতিহাসিক সমাজ / সমিতি ও তাদের প্রতিষ্ঠাতা

২৯৭ টি ভারতের ইতিহাসের প্রশ্ন ও উত্তর – PDF

200+ বাংলা সাহিত্যের কিছু বিখ্যাত কবি ও সাহিত্যিকদের ছদ্মনাম

Scroll to Top