গোল্ডেন গ্লোব ২০২৩ – বিজেতাদের তালিকা

গোল্ডেন গ্লোব ২০২৩ – বিজেতাদের তালিকা

ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের দ্য বেভারলি হিলটন হোটেলে ১০ জানুয়ারি আয়োজিত হল ৮০তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান।

এ বছরের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড গুরুত্বপূর্ণ হয়ে রইল ভারতীয়দের কাছে। এস এস রাজামৌলী নির্দেশিত ‘আর আর আর’ ছবির গান ‘নাটু নাটু’
সেরা অরিজিনাল স্কোর (মোশন পিকচার্স)-এর পুরস্কার পেল। এই গানের সুরকার এম এম কিরাভানি ও গীতিকার চন্দ্রবোস। তেলুগু ভাষায় গানটি গেয়েছেন রাহুল শিপলিগুঞ্জ এবং কালা ভৈরব।

দেখে নাও : নোবেল পুরস্কার ২০২২ বিজেতাদের তালিকা

এই পুরস্কারের অন্যান্য দাবিদার ছিলেন টেলর সুইফট, লেডি গাগা, রিহানার মতো তারকারা।

মঞ্চে উঠে পুরস্কার নেন এম এম কিরাভানি। এই প্রথম কোনও ভারতীয় ছবি গোল্ডেন গ্লোব পেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে চিত্রতারকা অমিতাভ বচ্চন, সকলেই শুভেচ্ছা জানিয়েছেন ‘আর আর আর’-এর টিমকে। সুরকার কিরাভানি তেলুগু চিত্রজগতে সুপরিচিত নাম। সর্বভারতীয় হিন্দি ছবিতেও ‘তু মিলে দিল খিলে’ (ছবির নাম ‘ক্রিমিনাল’), ‘গলি মেঁ আজ চাঁদ নিকলা’ (ছবির নাম ‘জখম’), ‘আ ভি জা’ (ছবির নাম ‘সুর’) প্রভৃতি জনপ্রিয় গানে সুরারোপ করেছেন তিনি। রাজামৌলীর ছবি ‘বাহুবলী’র সুরও তাঁর দেওয়া

এক নজরে অন্যান্য পুরস্কার-

  • সেরা পরিচালক: স্টিভেন স্পিলবার্গ (‘দ্য ফেবলসম্যান’ সিনেমার জন্য)
  • সেরা চিত্রনাট্যকার: মার্টিন ম্যাকডোনাঘ (“দ্য ব্যানচিজ অব ইনিশেরিন’ সিনেমার জন্য)
  • সেরা অরিজিনাল স্কোর: জাস্টিন হারউইজ (‘ব্যাবিলন’ সিনেমার জন্য)

ড্রামা ক্যাটেগরি

  • সেরা সিনেমা: ‘দ্য ফেবলসম্যান’ (পরিচালক: স্টিভেন স্পিলবার্গ)
  • শ্রেষ্ঠ অভিনেতা: অস্টিন বাটলার (‘এলভিস’-এ নামভূমিকায়)
  • শ্রেষ্ঠ অভিনেত্রী: কেট ব্ল্যানচেট (‘টার’-এ লিডিয়া টার)
  • শ্রেষ্ঠ সহ-অভিনেতা: কে কোয়্যান (‘এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ সিনেমায় ওয়েমন্ড ওয়্যাং)
  • শ্রেষ্ঠ সহ-অভিনেত্রী: অ্যাঞ্জেলা ব্যাসেট (‘ব্ল্যাক প্যান্থার: ওয়াক্যান্ডা ফরএভার’ সিনেমায় কুইন র‍্যামোন্ডা)

মিউজিক্যাল বা কমেডি ক্যাটেগরি

  • সেরা সিনেমা: ‘দ্য ব্যানচিজ অব ইনিশেরিন’ (পরিচালক: মার্টিন ম্যাকডোনাঘ)
  • শ্রেষ্ঠ অভিনেতা: কলিন ফারেল (‘দ্য ব্যানচিজ অব ইনিশেরিন’-এ পাত্রেইচ সুলিয়াভান)
  • শ্রেষ্ঠ অভিনেত্রী: মিচেল ইয়োহ (‘এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’-এ ইভলিং ওয়্যাং)
  • সেরা অ্যানিমেশন সিনেমা: পিনোচ্চিও (পরিচালক:- গুলের্মো দে তোরো)
  • সেরা নন-ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্যাটেগরি: ‘আর্জেন্টিনা, ১৯৮৫’ (পরিচালক: স্যান্তিয়াগো মিট্ৰে)

টেলিভিশন সিরিজ

ড্রামা ক্যাটেগরি

  • সেরা সিরিজ: ‘হাউজ অব ড্রাগন’ (এইচ বি ও চ্যানেল)
  • শ্রেষ্ঠ অভিনেতা: কেভিন কস্টনার (ইয়েলোস্টোন)
  • শ্রেষ্ঠ অভিনেত্রী: জেনডায়া (ইউফোরিয়া)

মিউজিক্যাল বা কমেডি ক্যাটেগরি

  • সেরা সিরিজ: অ্যাবট এলিমেন্টারি’ (এ বি সি চ্যানেল)
  • শ্রেষ্ঠ অভিনেতা: জেরেমি হোয়াইট (দ্য বেয়ার)
  • শ্রেষ্ঠ অভিনেত্রী: কুইন্টা ব্রানসন (অ্যাবট এলিমেন্টারি)

মোশন পিকচার মেড ফর টেলিভিশন ক্যাটেগরি

  • সেরা চলচ্চিত্র: ‘দ্য হোয়াইট লোটাস’ (এইচ বি ও চ্যানেল)
  • শ্রেষ্ঠ অভিনেতা: ইভান পিটার্স (মনস্টার: দ্য জেফ্রি ডেহমার স্টোরি)
  • শ্রেষ্ঠ অভিনেত্রী: আমান্ডা সেফ্রায়েড (দ্য ড্রপআউট)
Scroll to Top