১০০টি General Knowledge in Bangla – MCQ
দেওয়া রইলো ১০০টি General Knowledge in Bangla – MCQ । সাধারণ জ্ঞানের এই প্রশ্নগুলো যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দেখে নাও – ১০০ টি মিক্সড GK MCQ প্রশ্ন ও উত্তর – সেট ৬
1. Phillumeny শব্দ দিয়ে কী সংগ্রহ করার শখ কে বোঝানো হয়?
– Matchbox
– Sim Cards
– Tickets
– Post Card
2. নীচের কোন প্রোটিন পরিপাককারী উৎসেচকটি মানব দেহে থাকে না ?
– ট্রিপসিন
– কাইমোট্রেপসিন
– রেনিন
– পেপসিন
3. নিম্নলিখিত কোন প্রাণীটি অভিযোজিত প্রাণী
– পায়রা
– বাদুড়
– বিড়াল
– সাপ
4. আজাদ হিন্দ ফৌজের অ্যান্থেম ছিল –
– সারে জাঁহা সে আচ্ছা
– জনগণমন অধিনায়ক
– বন্দে মাতরম
– কদম কদম বাড়ায়ে যা
5. ১৯২১ সালে মোপলা বিদ্রোহ শুরু হয়-
– বাংলায়
– কেরলে
– আসামে
– পাঞ্জাবে
6. পৃথিবীর যমজ গ্রহ কোনটি ?
– বুধ
– নেপচুন
– শুক্র
– মঙ্গল
7. মাটির পুতুলের জন্য কোন শহর বিখ্যাত ?
– কল্যাণী
– নবদ্বীপ
– রানাঘাট
– কৃষ্ণনগর
8. ইন্দ্রাবতী টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত ?
– ঝারখান্ড
– মিজোরাম
– ছত্তিসগড়
– তেলেঙ্গানা
9. ‘আজাদ হিন্দ ফৌজ’ কোথায় প্রথম স্থাপিত হয়?
– রেঙ্গুনে
– টোকিওয়
– ব্যাংককে
– সিঙ্গাপুরে
10. ঝিলম নদীর তীরে অবস্থিত :
– ভোপাল
– চেন্নাই
– পুনে
– শ্রীনগর
11. পথের দাবি কার রচনা ?
– বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
– রবীন্দ্রনাথ ঠাকুর
– শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
– তারাশংকর বন্দ্যোপাধ্যায়
12. ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন
– কোনোটিই নয়
– ইন্দিরা গান্ধী
– আশাপূর্ণা দেবী
– সরোজিনী নাইডু
13. কোন একটি প্রদেশের হাইকোর্ট কার অধীনে কাজ করে ?
– মুখ্যমন্ত্রী
– রাজ্যপাল
– উপরাষ্ট্রপতি
– সুপ্রিমকোর্ট
14. NITI Aayog গঠিত হয় কত সালে ?
– 1 জানুয়ারি 2016 সালে
– 1 জানুয়ারি 2015 সালে
– 25 এপ্রিল 2016 সালে
– 25 এপ্রিল 2015 সালে
15. বিজয়নগর সাম্রাজ্য কবে প্রতিষ্ঠিত হয় ?
– 1336 খ্রিস্টাব্দে
– 1302 খ্রিস্টাব্দে
– 1347 খ্রিস্টাব্দে
– 1325 খ্রিস্টাব্দে
16. মানবাধিকার দিবস(Human Rights Day) কবে পালন করা হয় ?
– 1st December
– 21 January
– 10 December
– 8th March
17. ভাকরা বাঁধ কোন নদীর উপর অবস্থিত ?
– Satluj
– Beas
– Ravi
– Tapti
18. বর্তমানে ভারতের দ্রুততম ট্রেনের নাম কি ?
– শতাবদি এক্সপ্রেস
– দুরন্ত এক্সপ্রেস
– বন্দে ভারত এক্সপ্রেস
– গতিমান এক্সপ্রেস
19. Grand Central Terminal, Park Avenue, New York is the world’s _?
গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল, পার্ক অ্যাভিনিউ, নিউইয়র্ক বিশ্বের _?
– largest railway station / বৃহত্তম রেল স্টেশন
– highest railway station / সর্বোচ্চ রেল স্টেশন
– longest railway station / দীর্ঘতম রেলস্টেশন
– None of the above / কোনোটিই নয়
20. কোথায় সারাবছর দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান হয় ?
– মূলমধ্যরেখা
– বিষুবরেখা
– সুমেরু
– কুমেরু
দেখে নাও – ২৫টি সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর – সেট ৫
21. নেহেরু গোল্ডকাপ নিচের কোন খেলার সঙ্গে যুক্ত ?
– বাস্কেটবল
– হকি
– ক্রিকেট
– ভলিবল
22. কাস্তে কবি কাকে বলা হয়
– দিনেশ দাস
– কাজী নজরুল ইসলাম
– অরবিন্দ চৌধুরী
– রবীন্দ্রনাথ ঠাকুর
23. সম্প্রতি বলিভিয়াতে এবোলা ভাইরাসের অনুরূপ একটি নতুন ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে , এই ভাইরাসটির নাম কী?
– Zika
– BLRS Virus
– PGA Virus
– Chapare Virus
24. শিবসমুদ্রম জলপ্রপাতটি কোন নদীর উপর অবস্থিত ?
– গোদাবরী
– কাবেরী
– সরাবতী
– সুবর্ণরেখা
25. কোন ভাষার নিজস্ব কোনো হরফ নেই ?
– কোঙ্কনী
– সিন্ধি
– ডোগরি
– বোড়ো
26. NDA কোথায় অবস্থিত ?
– Mahu
– দেরাদুন
– Not
– খরগসালা
27. ‘দ্য টুথ উই হােল্ড’ বইটির লেখক/লেখিকা কে?
– Shashi Tharoor
– Malala Yousafzai
– Kamala Harris
– Kiran Bedi
28. ডাম্পা টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত ?
– মিজোরাম
– মনিপুর
– তামিলনাড়ু
– কোনোটিই নয়
29. ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম কোথায় অবস্থিত ?
– রাজস্থান
– চেন্নায়
– দিল্লি
– হাওড়া
30. কানহা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?
– উড়িষ্যা
– আসাম
– মধ্যপ্রদেশ
– কনাটক
31. ভারতের দ্বিতীয় বর্ষণসিক্ত অঞ্চলটির নাম কি ?
– মহাবালেশ্বর
– বক্সাদুয়ার
– লাদাখের দ্রাস
– মৌসিনরাম
32. রাজাজি টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত ?
– উত্তরাখান্ড
– কেরালা
– আসাম
– কোনাটিই নয়
33. ভারতের সর্বাধিক উষ্ণতম স্থানের নাম কি ?
– ফালোডি
– আসানসোল
– জয়সালমীর
– বিকানির
34. লাল বিপদ সংকেত হিসেবে ব্যবহার করার কারণ:
– কোনোটিই নয়
– লাল রং সহজলভ্য
– বাতাসের অণু লাল আলোকে সবথেকে কম বিক্ষিপ্ত করে
– রক্তের রং লাল
35. কোন বাদ্যযন্ত্রের অপর নাম ‘ফিড্ল’ ?
– তবলা
– সন্তুর
– সেতার
– বেহালা
36. ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে নিচের কোনটি জানা সম্ভব নয় ?
– বৃষ্টি পরিমাপ
– সাগরের গভীরতা
– কোন স্থানের উচ্চতা
– বায়ুর চাপ
37. Entomology is the science that studies _?
এনটমোলজি কিসের অধ্যয়ন ?
– Insects / পোকামাকড়
– The formation of rocks / শিলা গঠন
– Behavior of human beings / মানুষের আচরণ
– None / উপরের কোনোটিই নয়
38. ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা কোনটি ?
– বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্ট
– বোকারো
– জামশেদপুর
– ভিলাই
39. When was the Hockey introduced in the Asian Games?
হকি কখন এশিয়ান গেমসে চালু হয়েছিল?
– 1962 in Jakarta
– 1966 in Bangkok
– 1958 in Tokyo
– 1970 in Bangkok
দেখে নাও – ৩০টি সাধারণ জ্ঞান প্রাকটিস সেট – ৪
40. “One Arranged Murder” বইটি কে লিখেছেন?
– রাসকিন বন্ড
– চেতন ভগত
– অরুন্ধতী রায়
– অমিতাভ ঘোষ
41. রয়েল বেঙ্গল টাইগার নিচের কোন দেশের প্রতীক ?
– আফ্রিকা
– ভারত
– চীন
– আমেরিকা
42. হাওয়া মহল কোথায় অবস্থিত ?
– মান্ডু
– ফতেপুর সিক্রি তে
– জয়পুর
– কোনোটিই নয়
43. “মৈত্রী এক্সপ্রেস” – কোন দুটি দেশের মধ্যে চলাচল করে ?
– ভারত ও ভুটান
– ভারত ও বাংলাদেশ
– ভারত ও মায়ানমার
– ভারত ও পাকিস্তান
44. কেলভিন স্কেলে জল বরফ হয়ে যায় কত কেলভিন এ ?
– 273K
– 373K
– -273K
– 0K
45. “হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড” – ভারতের কোথায় অবস্থিত ?
– চেন্নাই
– কলকাতা
– কোচিন
– বিশাখাপত্তনম
46. সবথেকে বেশি বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কোন দল ?
– Kolkata Knight Riders
– Mumbai Indians
– Royal Challengers Bangalore
– Chennai Super Kings
47. রামকৃষ্ণ যাদব আমাদের কাছে কী নামে পরিচিত?
– Ajay Devgan
– Sonu Nigam
– Govinda
– Baba Ramdev
48. সংবিধান এর অভিভাবক কাকে বলা হয় ?
– প্রধানমন্ত্রী কে
– রাষ্ট্রপতি কে
– সুপ্রিমকোর্ট কে
– হাইকোর্ট কে
49. রেকটিফায়ার কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় ?
– উচ্চ ভোল্টেজে থেকে নিম্ন ভোল্টেজে রূপান্তর
– নিম্ন ভোল্টেজ থেকে উচ্চ ভোল্টেজে রূপান্তর
– D.C থেকে A.C তে পরিবর্তন
– A.C থেকে D.C তে পরিবর্তন
50. পরশুরাম কার ছদ্মনাম ?
– গৌরাঙ্গ প্রসাদ বসু
– সমরেশ বসু
– গিরীন্দ্র শেখর বসু
– রাজশেখর বসু
51. “ইন্ডিয়া ডিভাইডেড” গ্রন্থটির লেখক কে ?
– বি আর আম্বেদকর
– জওহরলাল নেহেরু
– রাজেন্দ্র প্রসাদ
– ইন্দিরা গান্ধী
52. জামনগর তৈল শোধনাগারটি কোথায় অবস্থিত ?
– মধ্যপ্রদেশ
– ত্রিপুরা
– অসম
– গুজরাট
53. হরপ্পা সভ্যতা কত সালে আবিষ্কার হয়েছিল ?
– 1925
– 1922
– 1973
– 1921
54. জলপাই এর শাখা কীসের চিহ্ন ?
– যুদ্ধ
– ভ্রাতৃত্ব
– শান্তি
– সৌহার্দ্য
55. কবে ‘ভারত সভা’ প্রতিষ্ঠিত হয়?
– ১৮৮৪ খ্রিস্টাব্দ
– ১৮৭৬ খ্রিস্টাব্দ
– ১৮৯০ খ্রিস্টাব্দ
– ১৮৮৭ খ্রিস্টাব্দ
56. Who destroyed the famous Hindu pilgrimage” jwalamukhi” ?
বিখ্যাত হিন্দু তীর্থস্থান জ্বালামুখী কে ধ্বংস করেছিলেন?
– Sher Shah/শেরশাহ
– Alauddin Khalji/আলাউদ্দিন খলজি
– Feroz Shah Tughlaq/ ফিরোজ শাহ তুঘলক
– Muhammad bin Tughlaq/মুহাম্মদ বিন তুঘলক
57. করমন্ডল উপকূল ব্যতীত ভারতের কোথায় বছরে দুবার বৃষ্টিপাত হয় ?
– গোয়া
– উত্তর প্রদেশ
– তামিলনাড়ু
– পাঞ্জাব
58. ‘তানসেন পুরস্কার’ কোন রাজ্য থেকে প্রদান করা হয় ?
– মধ্যপ্রদেশ
– ওড়িশা
– মহারাষ্ট্র
– গুজরাট
59. কমনওয়েলথ গেমস কোন বছর ভারতে অনুষ্ঠিত হয় ?
– 2018
– 2010
– 1990
– 2014
60. কোন হরমোন উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে ?
– সাইটোকাইনিন
– জিব্বেরেলিন
– ইথিলিন
– অক্সিন
61. করোনা ভাইরাস দ্বারা আক্রন্ত ব্যাক্তিদের চিকিৎসার সময় ডক্টররা PPE পরিধান করেন,এই PPE কথার সম্পূর্ণ অর্থ কী?
– Professional protective equipment
– Personal protective equipment
– Powerful protective equipment
– Protected and powerful equipment
62. সিমিলিপাল টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত ?
– ওড়িশা
– রাজস্থান
– তামিলনাড়ু
– অন্ধ্রপ্রদেশ
63. মোগল সম্রাট ঔরঙ্গজেব কোন বাদ্যযন্ত্র বাজানোয় দক্ষ ছিল ?
– বিনা
– হারমোনিয়াম
– গিটার
– তবলা
64. ভারতীয় রেল বর্তমানে কয়টি zone এ বিভক্ত ?
– 17 টি
– 18 টি
– 16 টি
– 19 টি
65. আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য ন্যূনতম কত বছর বয়স নির্ধারিত করল আইসিসি?
– 16
– 14
– 12
– 15
66. Who among the following has launched the second phase of Thalassemia BalSewaYojna?
নীচের মধ্যে কে থ্যালাসেমিয়া বালসেবা যোজনার দ্বিতীয় পর্ব চালু করেছেন?
– Amit Shah / অমিত শাহ
– NitinGadkari / নিতিনগড়করী
– Dr Harsh Vardhan / হর্ষ বর্ধন
67. হ্যারিপটার এর রচয়িতা কে?
– জে কে রাউলিং
– ডিকেন্স
– হেলেন কেলার
– জনাথান সুইফট
68. অলিম্পিক পতাকাতে কতো গুলো গোল রয়েছে?
– ৭
– ৫
– ৬
– ৪
69. “A kingdom for this love” বইটির রচিয়তা কে ?
– থমাস হার্ডি
– চেতন ভগৎ
– বাণী মহেশ
– অরুন্ধতী রায়
70. কার্পাস চাষের জন্য কি ধরনের মৃত্তিকা জরুরি ?
– লোহিত মৃত্তিকা
– কৃষ্ণ মৃত্তিকা
– ভাবর মৃত্তিকা
– পলি মৃত্তিকা
71. Muralidhar Krishna is the kind of song that is prominent-
মুরলীধর কৃষ্ণ যে ধরনের গানে বিশিষ্ট-
– Tappa / টপ্পা
– Folk songs /লোকগীতি
– Carnatic music /কর্ণাটকী সংগীত
– Notice /খেয়াল
72. Which of the following persons is not appointed by the President of India?
নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতের রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন না?
– Vice President/উপরাষ্ট্রপতি
– Chief Justice/প্রধান বিচারপতি
– Prime Minister/প্রধানমন্ত্রী
– Ambassador/রাষ্ট্রদূত
73. ‘উইনচেস্টার কাপ’ কোন খেলার সঙ্গে যুক্ত ?
– রাগবি
– গল্ফ্
– হকি
– পোলো
74. বক্সা টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত ?
– অন্ধপ্রদেশ
– অরুণাচল প্রদেশ
– কোনোটিই নয়
– পশ্চিমবঙ্গ
75. নিচের কোন দেশের জাতীয় পতাকাটি আয়তাকার নয় ?
– নেপাল
– জাপান
– অস্ট্রেলিয়া
– উত্তর কোরিয়া
76. এশিয়ার নোবেল পুরস্কার নামে পরিচিত কোন পুরস্কার ?
– ম্যাগসেসে পুরস্কার
– নেহেরু পুরস্কার
– রবীন্দ্র পুরস্কার
– রাজীব গান্ধী পুরস্কার
77. পঞ্চম শিখ গুরু অর্জুনদেবকে কোন মোঘল সম্রাট হত্যা করেন ?
– আকবর
– দ্বিতীয় বাহাদুর শাহ
– ঔরঙ্গজেব
– জাহাঙ্গীর
78. Where is Kalpakkam?
কালপক্কম কোথায় অবস্থিত ?
– Gujarat(গুজরাট)
– Maharashtra(মহারাষ্ট্র)
– Tamil Nadu (তামিলনাড়ু)
– Uttar Pradesh(উত্তর প্রদেশ)
79. একটি বেসবল টিমে কতজন খেলোয়াড় থাকে ?
– 9
– 5
– 11
– 6
80. ভারতের পূর্বমুখী কর্ম নীতির সূচনা কে করেন ?
– মনমোহন সিং
– অটল বিহারি বাজপেয়ি
– নরসিমা রাও
– নরেন্দ্র মোদি
81. Eritrea, which became the 182nd member of the UN in 1993, is in the continent of _?
১৯৯৩ সালে জাতিসংঘের ১৮২ তম সদস্য হওয়া ইরিত্রিয়া কি এই মহাদেশে?
– Africa
– Australia
– Europe
– Asia
82. রেলওয়ে স্টাফ কলেজ কোথায় অবস্থিত ?
– আমেদাবাদ
– কোয়েম্বাটুর
– ভাদোদরা
– গান্ধীনগর
83. ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত হলিউড চলচ্চিত্র ‘First Man’, কার জীবনের উপর ভিত্তি করে তৈরি?
– Yuri Gagarin
– Charlie Chaplin
– Neil Armstrong
– George Washington
84. “মানালি” – শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
– সিন্ধু
– অলকানন্দা
– বিপাশা
– শতদ্রু
85. কাগজের মুদ্রা প্রচলন ভারতে কবে প্রথম হয় ?
– 1752 সালে
– 1898 সালে
– 1601 সালের
– 1862 সালে
86. Which state’s Hornbill Festival to be celebrated virtually?
কোন রাজ্যের হর্নবিল উত্সবটি কার্যত উদযাপিত হবে?
– Meghalaya
– Goa
– Odisha
– Nagaland
87. জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?
– উত্তরাখান্ড
– তামিলনাড়ু
– হিমাচল প্রদেশ
– মহারাষ্ট্র
88. পশ্চিমবঙ্গের কোন জেলায় জনঘনত্ব সবচেয়ে বেশি ?
– বাঁকুড়া
– উত্তর 24 পরগনা
– কলকাতা
– হুগলি
89. মাছ এবং মাংস সংরক্ষণের জন্য কি ব্যবহার করা হয় ?
– ভিনিগার
– ফেনোল
– বরফ
– ইথানল
90. প্রথম জনগণনা কবে শুরু হয় ?
– 1872 সালে
– 1880 সালে
– 1874 সালে
– 1877 সালে
91.মাটিতে নাইট্রোজেনকে আবদ্ধ করে?
– বেনথস
– অ্যাজাটোবেক্টর
– থিওব্যসিলাস
– সবকটি
92. “শতাব্দি এক্সপ্রেস” ভারতবর্ষে চালু হয়েছিল কোন বিখ্যাত ব্যক্তিত্বের জন্মশতবর্ষ উদযাপনে ?
– মহাত্মা গান্ধী
– রাজেন্দ্র প্রসাদ
– ইন্দিরা গান্ধী
– জওহরলাল নেহেরু
93. গোদান /গাবান /কর্মভূমি /রঙ্গভূমি এগুলি কার রচনা ?
– বানভট্ট
– কুলদীপ নায়ার
– মুন্সি প্রেমচাঁদ
– কোনোটিই নয়
94. হাইকোর্টের বিচারপতিকে কে নিয়োগ করেন ?
– লোকসভার অধ্যক্ষ
– প্রধানমন্ত্রী
– রাষ্ট্রপতি
– রাজ্যের মুখ্যমন্ত্রী
95. দীনু মন্ডল কোন বিদ্রোহের নেতা ছিলেন?
– নীল বিদ্রোহ
– চুয়ার বিদ্রোহ
– পাইক বিদ্রোহ
– কোনোটিই নয়
96. কোন সংবাদপত্রে বয়কট সর্বপ্রথম ঘোষিত হয় ?
– যুগান্তর
– হিন্দুস্তান টাইমস
– সঞ্জীবনী
– অমৃত বাজার
97. তাপ সঞ্চালনের দ্রুততম পদ্ধতি কোনটি ?
– পরিচলন
– পরিবহন
– বিকিরণ
– দহন
98. বেপি কলম্বো স্পেসক্রাফ্ট (The BepiColomboSpaceCraft ) কোন গ্রহটি অধ্যয়নের জন্য চালু করা হয়েছে?
– Mercury / বুধ
– Mars / মঙ্গল
99. টেলিফোন কে আবিষ্কার করেছিলেন ?
– নিউটন
– গ্রাহাম বেল
– রাদারফোর্ড
– এডিশন
100. ভারতীয় ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি ?
– সংবাদ প্রভাকর
– সমাচার দর্পন
– সংবাদ কৌমুদী
– বেঙ্গল গেজেট
Comments are closed.