বিভিন্ন বাংলা উপন্যাসের চরিত্রের নাম তালিকা
বিভিন্ন বাংলা উপন্যাসের চরিত্রের নাম তালিকা দেওয়া রইলো ।
রচয়িতা | উপন্যাস | প্রধান চরিত্র |
---|---|---|
তারাশংকর বন্দ্যোপাধ্যায় | গণদেবতা | দেবু ঘোষ, শ্রীহরি ঘোষ, অনুরুদ্ধ কামার, যোগেন ডাক্তার |
প্যারীচাঁদ মিত্র | আলালের ঘরের দুলাল | ঠক চাচা |
বঙ্কিমচন্দ্র | কপালকুণ্ডলা | নবকুমার, পদ্মাবতী, কপালকুণ্ডলা |
বঙ্কিমচন্দ্র | বিষবৃক্ষ | কুন্দনন্দিনী, সূর্যমুখী, নগেন্দ্রনাথ |
বঙ্কিমচন্দ্র | আনন্দমঠ | কল্যাণী, মহেন্দ্র, ভবানী, পাঠক |
বঙ্কিমচন্দ্র | দুর্গেশনন্দিনী | তিলোত্তমা, আয়েষা |
বঙ্কিমচন্দ্র | কৃষ্ণুকান্তের উইল | গোবিন্দলাল, ভ্রমর, রোহিনী |
বিভূতিভূষণ | আরণ্যক | সত্যচরণ, পাটোয়ারী, রাজু পাঁড়ে, যুগলপ্রসাদ, বননায়ারী-কুন্তা |
বিভূতিভূষণ | চাঁদের পাহাড় | শঙ্কর, আলভারেজ, তিরুমল |
বিভূতিভূষণ | পথের পাঁচালী | দূর্গা, সর্বজয়া, অপু, হরিহর, ইন্দিরা ঠাকরুণ |
মাণিক বন্দ্যোপাধ্যায় | পদ্মানদীর মাঝি | কুবের মাঝি, হোসেন মিয়া, রাসু , গোপী-মালা, কপিলা, হেরম্ব, আনন্দ-সুপ্রিয়া, মালতী |
রবীন্দ্রনাথ | চোখের বালি | বিনোদিনী, বিহারী, মহেন্দ্র, আশা, রাজলক্ষী, অন্নপূর্ণা |
রবীন্দ্রনাথ | গোরা | গৌরমোহন, সুচরিতা, কৃয়দয়াল, বিনয়, ললিতা, আনন্দময়ী, পরেশ, বরদাসুন্দরী, হরিমোহিনী |
রবীন্দ্রনাথ | রাজর্ষি | গোবিন্দমাণিক্য, জয়সিংহ, রঘুপতি, হাসি, তাতা ওরফে ধ্রুব, নক্ষত্র রায়, কেদারেশ্বর |
রবীন্দ্রনাথ | নৌকাডুবি | কমলা, রমেশ, হেমনলিনী, শৈলজা, নলিনাক্ষ, অন্নদা |
রবীন্দ্রনাথ | শেষের কবিতা | অমিত, লাবণ্য, কে টি রায়, শোভনলাল |
শরৎচন্দ্র | পরিণীতা | ললিতা, শেখর রায়, চারুবালা, মনোরমা, গিরীন, গুরুচরণ, আন্নাকালী |
শরৎচন্দ্র | চরিত্রহীন | সতীশ, উপেন্দ্র, হারাণ, দিবাকর-কিরণময়ী, সুরবালা, সাবিত্রী |
শরৎচন্দ্র | দেবদাস | দেবদাস, ভুবন, চৌধুরী, চুনীলাল-পার্বতী, চন্দ্রমুখী |
শরৎচন্দ্র | গৃহদাহ | মহিম, সুরেশ-অচলা |
শরৎচন্দ্র | পথের দাবী | অপূর্ব, তেওয়ারী, ডাক্তার (গিরীশ মহাপাত্র), শশীপদ-ভারতী, সুমিত্রা, নবতারা, সব্যসাচী |
শরৎচন্দ্র | শ্রীকান্ত | ইন্দ্র, শ্রীকান্ত, শাহজী-পিয়ারী (রাজলক্ষ্মী), অভয়া, বৈয়বী |
শরদিন্দু বন্দ্যোপাধ্যায় | ঝিন্দের বন্দী | গৌরীশঙ্কর রায়, শঙ্কর সিং, উদিত সিং, ধনঞ্জয় ক্ষেত্রী |
সমরেশ মজুমদার | কালবেলা | অনিমেষ |
Covered Topics : বিখ্যাত বাংলা উপন্যাসের চরিত্র সমূহ , বিভিন্ন উপন্যাসের রচয়িতা