বিভিন্ন বাংলা উপন্যাসের চরিত্রের নাম তালিকা

বিভিন্ন বাংলা উপন্যাসের চরিত্রের নাম তালিকা

বিভিন্ন বাংলা উপন্যাসের চরিত্রের নাম তালিকা দেওয়া রইলো ।

রচয়িতাউপন্যাসপ্রধান চরিত্র
তারাশংকর বন্দ্যোপাধ্যায়গণদেবতাদেবু ঘোষ, শ্রীহরি ঘোষ, অনুরুদ্ধ কামার, যোগেন ডাক্তার
প্যারীচাঁদ মিত্রআলালের ঘরের দুলালঠক চাচা
বঙ্কিমচন্দ্রকপালকুণ্ডলানবকুমার, পদ্মাবতী, কপালকুণ্ডলা
বঙ্কিমচন্দ্রবিষবৃক্ষকুন্দনন্দিনী, সূর্যমুখী, নগেন্দ্রনাথ
বঙ্কিমচন্দ্রআনন্দমঠকল্যাণী, মহেন্দ্র, ভবানী, পাঠক
বঙ্কিমচন্দ্রদুর্গেশনন্দিনীতিলোত্তমা, আয়েষা
বঙ্কিমচন্দ্রকৃষ্ণুকান্তের উইলগোবিন্দলাল, ভ্রমর, রোহিনী
বিভূতিভূষণআরণ্যকসত্যচরণ, পাটোয়ারী, রাজু পাঁড়ে, যুগলপ্রসাদ, বননায়ারী-কুন্তা
বিভূতিভূষণচাঁদের পাহাড়শঙ্কর, আলভারেজ, তিরুমল
বিভূতিভূষণপথের পাঁচালীদূর্গা, সর্বজয়া, অপু, হরিহর, ইন্দিরা ঠাকরুণ
মাণিক বন্দ্যোপাধ্যায়পদ্মানদীর মাঝিকুবের মাঝি, হোসেন মিয়া, রাসু , গোপী-মালা, কপিলা, হেরম্ব, আনন্দ-সুপ্রিয়া, মালতী
রবীন্দ্রনাথচোখের বালিবিনোদিনী, বিহারী, মহেন্দ্র, আশা, রাজলক্ষী, অন্নপূর্ণা
রবীন্দ্রনাথগোরাগৌরমোহন, সুচরিতা, কৃয়দয়াল, বিনয়, ললিতা, আনন্দময়ী, পরেশ, বরদাসুন্দরী, হরিমোহিনী
রবীন্দ্রনাথরাজর্ষিগোবিন্দমাণিক্য, জয়সিংহ, রঘুপতি, হাসি, তাতা ওরফে ধ্রুব, নক্ষত্র রায়, কেদারেশ্বর
রবীন্দ্রনাথনৌকাডুবিকমলা, রমেশ, হেমনলিনী, শৈলজা, নলিনাক্ষ, অন্নদা
রবীন্দ্রনাথশেষের কবিতাঅমিত, লাবণ্য, কে টি রায়, শোভনলাল
শরৎচন্দ্রপরিণীতাললিতা, শেখর রায়, চারুবালা, মনোরমা, গিরীন, গুরুচরণ, আন্নাকালী
শরৎচন্দ্রচরিত্রহীনসতীশ, উপেন্দ্র, হারাণ, দিবাকর-কিরণময়ী, সুরবালা, সাবিত্রী
শরৎচন্দ্রদেবদাসদেবদাস, ভুবন, চৌধুরী, চুনীলাল-পার্বতী, চন্দ্রমুখী
শরৎচন্দ্রগৃহদাহমহিম, সুরেশ-অচলা
শরৎচন্দ্রপথের দাবীঅপূর্ব, তেওয়ারী, ডাক্তার (গিরীশ মহাপাত্র), শশীপদ-ভারতী, সুমিত্রা, নবতারা, সব্যসাচী
শরৎচন্দ্রশ্রীকান্তইন্দ্র, শ্রীকান্ত, শাহজী-পিয়ারী (রাজলক্ষ্মী), অভয়া, বৈয়বী
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ঝিন্দের বন্দীগৌরীশঙ্কর রায়, শঙ্কর সিং, উদিত সিং, ধনঞ্জয় ক্ষেত্রী
সমরেশ মজুমদারকালবেলাঅনিমেষ

Covered Topics : বিখ্যাত বাংলা উপন্যাসের চরিত্র সমূহ , বিভিন্ন উপন্যাসের রচয়িতা

আরও দেখে নাও :

বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ উপন্যাস ও রচয়িতা তালিকা

বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্ন উত্তর

Scroll to Top