বিভিন্ন স্নায়ুর কাজ ও প্রকৃতি

বিভিন্ন স্নায়ুর কাজ ও প্রকৃতি

নং স্নায়ুর নাম প্রকৃতি কাজ
অকুলোমোটর চেষ্টীয় অক্ষিগোলাকের সঞ্চালন
অডিটরী সংবেদী শ্রবণ ও ভারসাম্য রাখা
অপটিক সংবেদী দর্শন
অলফ্যাক্টরি সংবেদী ঘ্রাণ
অ্যাবডুসেন্স চেষ্টীয় অক্ষিগোলকের সঞ্চালন
গ্লসোফ্যারিঞ্জিয়াল মিশ্র স্বাদগ্রহণ ও জিহ্‌বার সঞ্চালন
ট্রকলিয়ার চেষ্টীয় অক্ষিগোলকের সঞ্চালন
ট্রাইজেমিনাল মিশ্র নেত্রপল্লব, ওষ্ঠ ও চোয়ালের সঞ্চালনে সহায়তা, চাপ, তাপ, স্পর্শ ইত্যাদি অনুভূতি গ্রহণ
ফেসিয়াল মিশ্র মুখবিবরের সঞ্চালন, লালা ও অশ্রু ক্ষরণ, আস্বাদন ও ত্বকের অনুভূতিতে সহায়তা
১০ ভেগাস মিশ্র হৃদযন্ত্র, ফুসফুস, পাকস্থলী ও স্বরনালীর সঞ্চালন এবং নানা প্রকার অনুভূতি গ্রহণ
১১ স্পাইনাল অ্যাকসেস্‌রি চেষ্টীয় মাথা ও কাঁধের সঞ্চালন
১২ হাইপোগ্লোসাল চেষ্টীয় জিহবার বিচলন

এরকম আরও কিছু পোস্ট :

Covered Topics : বিভিন্ন ধরনের স্নায়ুর কাজ ও প্রকৃতি, সাহায্য করে কোন স্নায়ু, কী ধরনের স্নায়ু, Types of Nerves, Function and Type of Different Nerves

Scroll to Top