ভারতের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক শিলালিপি তালিকা
ভারতের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক শিলালিপি তালিকা দেওয়া রইলো ।
| নং | শিলালিপি / লেঃ | রাজা | বংশ |
|---|---|---|---|
| ১ | এলাহাবাদ প্রশস্তি | সমুদ্র গুপ্ত | গুপ্ত |
| ২ | এরান শিলালিপি | দ্বিতীয় চন্দ্রগুপ্ত | গুপ্ত |
| ৩ | ভিতারি লিপি | স্কন্দগুপ্ত | গুপ্ত |
| ৪ | সারনাথ লিপি | বুধগুপ্ত | গুপ্ত |
| ৫ | গুনাইগড় লিপি | বৈন্যায়গুপ্ত | গুপ্ত |
| ৬ | বিদিশা শিলালিপি | রামগুপ্ত | গুপ্ত |
| ৭ | মেহরৌলি লিপি | দ্বিতীয় চন্দ্রগুপ্ত | গুপ্ত |
| ৮ | তুমাইন শিলালিপি | ঘটোৎকচ গুপ্ত | গুপ্ত |
| ৯ | দামোদরপুর লিপি | প্রথম কুমার গুপ্ত | গুপ্ত |
| ১০ | উদয়গিরি লিপি | দ্বিতীয় চন্দ্রগুপ্ত | গুপ্ত |
| ১১ | সাঁচি লিপি | দ্বিতীয় চন্দ্রগুপ্ত | গুপ্ত |
| ১২ | নাসিক প্রশস্তি | গৌতমীপুত্র সাতকর্ণী | সাতবাহন |
| ১৩ | নানঘাট শিলালিপি | প্রথম সাতকর্ণী | সাতবাহন |
| ১৪ | হাতিগুম্ফা লিপি | খারবেল | কলিঙ্গ |
| ১৫ | আইহোল প্রশস্তি | দ্বিতীয় পুলকেশী | বাতাপির চালুক্য |
| ১৬ | বাদামি লেখ | প্রথম পুলকেশী | বাতাপির চালুক্য |
| ১৭ | বাদামিস্তম্ভ লেখ | প্রথম কীর্তিবর্মন | বাতাপির চালুক্য |
| ১৮ | মহাকূট লেখ | মঙ্গলেশ | বাতাপির চালুক্য |
| ১৯ | হায়দ্রাবাদ তাম্রশাসন | দ্বিতীয় পুলকেশী | বাতাপির চালুক্য |
| ২০ | একেরী শিলালেখ | দ্বিতীয় পুলকেশী | বাতাপির চালুক্য |
| ২১ | লোহনার তাম্রশাসন | দ্বিতীয় পুলকেশী | বাতাপির চালুক্য |
| ২২ | জুনাগর/গিরিনগর স্তম্ভলিপি | রুদ্রদামন | শক |
| ২৩ | গোয়ালিয়র প্রশস্তি | প্রথম ভোজ | প্রতিহার |
| ২৪ | বুচকলি শিলালিপি | দ্বিতীয় নাগভট্ট | গুর্জর প্রতিহার |
| ২৫ | নৌসরি লেখ | তৃতীয় জয়ভট্ট | গুর্জর প্রতিহার |
| ২৬ | নালন্দা লিপি | হর্ষবর্ধন | পুষ্যভূতি |
| ২৭ | বাঁশখেরা তাম্রপট্ট | হর্ষবর্ধন | পুষ্যভূতি |
| ২৮ | সোনাপৎ তাম্রপট্ট | হর্ষবর্ধন | পুষ্যভূতি |
| ২৯ | মধুবনী তাম্রপট্ট | হর্ষবর্ধন | পুষ্যভূতি |
| ৩০ | গঞ্জাম লিপি | শশাঙ্ক | গৌড় |
| ৩১ | মান্দাশোর লিপি | যশোধর্মন | মালব |
| ৩২ | দেওপাড়া প্রশস্তি | বিজয় সেন | সেন |
| ৩৩ | নৈহাটি তাম্রপট্ট | বল্লাল সেন | সেন |
| ৩৪ | হিদিলপুর লিপি | কেশব সেন | সেন |
| ৩৫ | বাদল স্তম্ভলিপি | নারায়ন পাল | পাল |
| ৩৬ | খালিমপুর তাম্রলিপি | ধর্মপাল | পাল |
| ৩৭ | ভাগলপুর তাম্রলিপি | নারায়ন পাল | পাল |
| ৩৮ | মুঙ্গের লিপি | দেবপাল | পাল |
| ৩৯ | ইরদা লিপি | নারায়ন পাল | পাল |
| ৪০ | বেলবা তাম্রশাসন | প্রথম মহীপাল | পাল |
| ৪১ | নালন্দা তাম্রশাসন | দেবপাল | পাল |
| ৪২ | মুথরা লিপি | কনিষ্ক | কুষাণ |
| ৪৩ | পেশোয়ার লিপি | কনিষ্ক | কুষাণ |
| ৪৪ | সম্পট লিপি | কনিষ্ক | কুষাণ |
| ৪৫ | কামরা লিপি | কনিষ্ক | কুষাণ |
| ৪৬ | মধুবন লিপি | দেবগুপ্ত | পরবর্তী গুপ্ত বংশ |
| ৪৭ | কাসাকুদ্দি লিপি | মহেন্দ্র বর্মন | পল্লব |
| ৪৮ | বাতাপি লিপি | নরসিংহ বর্মন | পল্লব |
| ৪৯ | তাঞ্জোর লিপি | প্রথম রাজরাজ | চোল |
| ৫০ | তিরুমালাই পর্বতলিপি | প্রথম রাজেন্দ্র চোল | চোল |
| ৫১ | তক্কোলম লেখ | প্রথম আদিত্য | চোল |
| ৫২ | তিলত্তানম্ লেখ | প্রথম আদিত্য | চোল |
| ৫৩ | উত্তর মেরু লেখ | প্রথম পরান্তক | চোল |
| ৫৪ | লেইডেন তাম্রশাসন | প্রথম রাজরাজ | চোল |
| ৫৫ | কলিঙ্গ লিপি | অশোক | মৌর্য |
| ৫৬ | বরাবর গুহালিপি | অশোক | মৌর্য |
| ৫৭ | লুম্বিনী স্তম্ভলিপি | অশোক | মৌর্য |
| ৫৮ | নিগলিসাগর স্তম্ভলিপি | অশোক | মৌর্য |
| ৫৯ | বৈরাট লিপি | অশোক | মৌর্য |
| ৬০ | রূপনাথ শিলালিপি | অশোক | মৌর্য |
| ৬১ | মাস্কি লিপি | অশোক | মৌর্য |
| ৬২ | ভাবরু লিপি | অশোক | মৌর্য |
| ৬৩ | গাভীমঠ লিপি | অশোক | মৌর্য |
| ৬৪ | সাঁচি স্তম্ভলিপি | অশোক | মৌর্য |
| ৬৫ | সারনাথ স্তম্ভলিপি | অশোক | মৌর্য |
| ৬৬ | গিরনার শিলালিপি | অশোক | মৌর্য |
| ৬৭ | ধৌলি লিপি | অশোক | মৌর্য |
| ৬৮ | ব্রহ্মগিরি লিপি | অশোক | মৌর্য |
| ৬৯ | মৌখরী লিপি | ঈশানবর্মণ | মৌখরী |
| ৭০ | নিধনপুর লিপি | ভাস্করবর্মণ | কামরূপ |
| ৭১ | সঞ্জন তাম্রলিপি | অমোঘবর্ষ | রাষ্ট্রকূট |
Covered Topics : প্রাচীন ভারতের বিভিন্ন শিলা লিপি , ভারতীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ শিলালিপি গুলির তালিকা, বিখ্যাত লিপি ও প্রশস্তির তালিকা, বিভিন্ন লিপি ও রচয়িতার তালিকা, কোন শিলালিপি কে লিখেছেন
এরকম আরও কিছু পোস্ট :
বিভিন্ন ঐতিহাসিক সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, শেষ সম্রাট ও শ্রেষ্ঠ সম্রাট
