WBSSC Clerk Practice Set in Bengali

৫১. আদর্শ যন্ত্রের কর্মদক্ষতা হল-
[A] 1%
[B] 50%
[C] 99%
[D] 100%
উত্তর : [D] 100%

৫২. চক্র ও অক্ষদণ্ডের যান্ত্রিক সুবিধা কত ?
[A] 1 এর কম
[B] 1
[C] 1 এর বেশি
[D] শূন্য
উত্তর : [C] 1 এর বেশি

৫৩. ঠেস দেওয়া মই-এর গোড়া দেওয়াল থেকে দূরে সরালে যান্ত্রিক সুবিধা –
[A] বৃদ্ধি পায়
[B] হ্রাস পায়
[C] একই থাকে
[D] বলা সম্ভব নয়
উত্তর : [A] বৃদ্ধি পায়

৫৪. চক্র ও অক্ষদণ্ডের ব্যবহারিক প্রয়োগ দেখা যায় –
[A] ক্যাপস্টান যন্ত্রে
[B] নলকূপের হাতলে
[C] জাতিতে
[D] শাবলে
উত্তর : [A] ক্যাপস্টান যন্ত্রে

৫৫. প্রথম শ্রেণির লিভারে যান্ত্রিক সুবিধা 1 এর –
[A] সমান
[B] বেশি
[C] সমান , বেশি বা কম
[D] কম
উত্তর : [C] সমান , বেশি বা কম

Scroll to Top