200 – Bengali General Knowledge MCQ Set

প্রশ্ন : উত্তল দর্পন কোথায় ব‍্যবহার করা হয় ?
■ টর্চ লাইটে
■ গাড়িতে ✓✓
■ সৌরচুল্লিতে
■ রাডারে


প্রশ্ন : বংশগতির জনক কাকে বলা হয় ?
■ মেন্ডেল ✓✓
■ নিকোলা টেলসা
■ ডারউইন
■ জন ডালটন


প্রশ্ন : দেহে নাইট্রোজেন সরবরাহ করে কোন খাদ্য ?
■ প্রোটিন ✓✓
■ ফ্যাট
■ ভিটামিন
■ কার্বোহাইড্রেট


প্রশ্ন : স্বরাজ দলের প্রথম সভাপতি কে ছিলেন ?
■ জহিরুল ইসলাম
■ জওহরলাল নেহেরু
■ মতিলাল নেহেরু
■ চিত্তরঞ্জন দাস ✓✓


প্রশ্ন : গ্লোবাল ফ্যামিলি ডে কবে পালন করা হয় ?
■ ১লা জানুয়ারি ✓✓
■ ১লা ফেব্রুয়ারি
■ ১লা ডিসেম্বর
■ ১লা এপ্রিল


প্রশ্ন : ভারতের প্রথম পরাগযোগ পার্ক তৈরি করা হল কোথায় ?
■ গুজরাট
■ উত্তরাখণ্ড ✓✓
■ মহারাষ্ট্র
■ তামিলনাড়ু


প্রশ্ন : 2020 Eminent Engineer Award পেলেন কে ?
■ বিনোদ কুমার যাদব ✓✓
■ বিনোদ শর্মা
■ সুরজিত পাণ্ডে
■ হেমন্ত পাণ্ডে


প্রশ্ন : নিম্নলিখিত কোন ভিটামিনটি ফ্যাটে দ্রবীভুত ?
■ ভিটামিন B1
■ ভিটামিন B12
■ ভিটামিন C
■ ভিটামিন D ✓✓


প্রশ্ন : ইউরিয়া প্রস্তুতকারী অনিথিন চক্র ঘটে –
■ বৃক্কে
■ যকৃতে ✓✓
■ পাকস্থলীতে
■ অগ্ন্যাশয়ে


প্রশ্ন : ডেনমার্কের আইন সভার নাম কি ?
■ কংগ্রেস
■ ফোকেট ✓✓
■ মজলিস
■ থুরাল


প্রশ্ন : সম্প্রতি তানসেন সম্মান জয়ী পণ্ডিত সতীশ ব্যাস কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ?
■ সরোদ
■ সন্তুর ✓✓
■ সেতার
■ বাঁশি


প্রশ্ন : ভিটামিন A -এর উৎস হল –
■ গাজর ✓✓
■ মুলো
■ পুঁই
■ বাঁধাকপি


প্রশ্ন : পিসার হেলানো মিনার কোথায় অবস্থিত ?
■ ইংল্যান্ড
■ ইতালি ✓✓
■ ফ্রান্স
■ জাপান


প্রশ্ন : A Nation in Making কার লেখা ?
■ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ✓✓
■ লালা লাজপত রায়
■ অ্যানি বেসান্ত
■ অরবিন্দ ঘোষ


প্রশ্ন : সূর্য কোন পদ্ধতিতে শক্তি অর্জন করে ?
■ ফিউশন ✓✓
■ ফিশন
■ বিকিরণ
■ বিস্ফোরণ


প্রশ্ন : আগ্রা শহরের প্রতিষ্ঠা করেন কোন সুলতান ?
■ ফিরোজ তুঘলক
■ আকবর
■ সিকান্দার লোদি ✓✓
■ শাহজাহান


প্রশ্ন : রক্তকরবী কার লেখা ?
■ সুকুমার রায়
■ শঙ্ক ঘোষ
■ রবীন্দ্রনাথ ঠাকুর ✓✓
■ মধুসূদন দত্ত


প্রশ্ন : “বৃহৎসংহিতা” কার রচনা ?
■ বরাহমিহির ✓✓
■ অম্বর সিংহ
■ কালিদাস
■ অশ্বঘোষ


প্রশ্ন : কোন বাদ্যযন্ত্রটি আমির খসরু পরিচিত করেন ?
■ বীণা
■ সেতার ✓✓
■ বাঁশি
■ সরোদ


প্রশ্ন : কোনটি ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র ?
■ মেঠুর
■ মাচকুন্দ
■ শিবসমুদ্রম ✓✓
■ মাইথন


প্রশ্ন : ভারতের প্রথম উপগ্ৰহ কোনটি ?
■ বিমলা
■ রোহিণী
■ আর্যভট্ট ✓✓
■ অপলা

Scroll to Top