বাস্তুতন্ত্র ও পরিবেশ – প্রশ্ন ও উত্তর

বাস্তুতন্ত্র ও পরিবেশ – প্রশ্ন ও উত্তর

দেওয়া  রইলো বাস্তুতন্ত্র ও পরিবেশ সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর  ।

দেখে নাওজীবনবিজ্ঞান অধ্যায় : পৌষ্টক তন্ত্র – প্রশ্ন ও উত্তর

1. বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ হল—-
– প্রবাহহীন
– একমুখী
– উভমুখী
– দ্বিমুখী

2. নিম্নের কোনটি অজৈব পদার্থ নয়?
– ফ্যাট
– নাইট্রোজেন
– সালফার
– অক্সিজেন

3. ইকোলজি শব্দের প্রবক্তা কে?
– ডারউইন
– ট্রান্সলে
– হেকেল
– লিন্ডেম্যান

4. বাস্তুতন্ত্রে শক্তিপ্রবাহ কয়টি পর্যায়ে সম্পন্ন হয়?
– চারটি
– তিনটি
– পাঁচটি
– দুটি

5. লিচিং হল—-
– জৈব পুষ্টি দ্রব্য মাটির উপরের দিকে যাওয়া।
– জৈব পুষ্টি দ্রব্য মাটির নীচের দিকে যাওয়া
– অজৈব পুষ্টি দ্রব্য মাটির উপরে ভেসে ওঠা
– অজৈব পুষ্টি দ্রব্য মাটির নীচের দিকে যাওয়া

দেখে নাওবিভিন্ন রোগ ও রোগের জীবাণুর নাম

6. কিলোক্যালরি/বর্গমিটার/বছর — এটি একক হল—–
– সংখ্যা পিরামিডের
– বায়োমাস পিরামিডের
– জীবভর পিরামিডের
– শক্তি পিরামিডের

7. খাদ্য পিরামিডের উদ্ভাবন করেন—-
– হেকেল
– ট্রান্সলে
– এলটন
– লিন্ডেম্যান

8. নিম্নের কোনটি প্রগৌন খাদকের উদাহরণ নয়?
– বাঘ
– টিকটিকি
– বাজপাখি
– বোয়াল

9. শক্তি প্রবাহের 10% সূত্রটি কার?
– ট্রান্সলে
– লিন্ডেম্যান
– ভাইসম্যান
– হেকেল

10. ইকোসিস্টেম শব্দটির প্রবক্তা কে?
– ওডাম
– মেন্ডেল
– হেকেল
– ট্রান্সলে

দেখে নাওবিভিন্ন রোগ ও রোগের জীবাণুর নাম

11. সৌরশক্তির কত শতাংশ সবুজ উদ্ভিদ ক্লোরোফিলের জন্য কাজে লাগায়?
– 0.1%
– 0.2 %
– 0.01 %
– 1 %

12. প্রকৃতিতে কয় প্রকারের খাদ্যশৃঙ্খল দেখা যায়?
– চার
– তিন
– দুই
– পাঁচ

13. ওলটানো পিরামিড লক্ষ্য করা যায়—
– মরুভূমি বাস্তুতন্ত্রে
– বনজ বাস্তুতন্ত্রে
– জলজ বাস্তুতন্ত্রে
– চারণভূমি বাস্তুতন্ত্রে

14. কোনটি ডেট্রিভোরের উদাহরণ নয়?
– কেঁচো
– উইপোকা
– বোলতা
– বিটল

15. উদ্ভিদের পর্যায়ক্রম পদ্ধতির শেষ পর্যায়টি হল—
– এগ্রেশন
– স্টেবিলাইজেশন
– ক্লাইমাক্স
– রিঅ্যাকশন

দেখে নাওজীবনবিজ্ঞান অধ্যায় : হরমোন – প্রশ্ন ও উত্তর

16. সঠিক পর্যায়ক্রমটি হল—-
– ঘাস➡সাপ➡ইঁদুর ➡বাজপাখি
– ইঁদুর ➡ঘাস➡সাপ➡বাজপাখি
– ঘাস➡ইঁদুর ➡সাপ➡বাজপাখি
– ইঁদুর ➡সাপ➡বাজপাখি ➡ঘাস

17. নিম্নের কোন প্রানীটি তৃতীয় পুষ্টি স্তরের অন্তর্গত??
– সিংহ
– ইঁদুর
– পাখি
– ছাগল

18. একটি ইঁদুর 1000ক্যালোরি সম্পন্ন খাদ্য খেলে তা থেকে খাদ্য জাল অনুয়ায়ী বাজপাখি কত ক্যালোরি শক্তি পাবে?
– 0.1 %
– 1 %
– 100 %
– 10 %

19. নিম্নের কোনটি অটোট্রপিক উপাদান নয়?
– সবুজ উদ্ভিদ
– সালোকসংশ্লেষ কারী ব্যাকটেরিয়া
– ঘাস
– জলজ কীট

20. ঘাস➡ইঁদুর ➡সাপ➡বাজপাখি
এটি কোন প্রকার খাদ্যশৃঙ্খলের উদাহরণ?

– চারণভূমি খাদ্যশৃঙ্খলের
– জলাশয়ের খাদ্যশৃঙ্খলের
– স্থলের খাদ্যশৃঙ্খলের
– বনের খাদ্যশৃঙ্খলের

দেখে নাওজীবনবিজ্ঞান অধ্যায় : রক্ত ও সংবহনতন্ত্র – প্রশ্ন ও উত্তর

21. কোনো বাস্তুতন্ত্রে জীব সম্প্রদায়ের মধ্যে একাধিক আন্তঃসম্পর্ক যুক্ত শৃঙ্খলা কে বলে—-
– শক্তিপ্রবাহ
– খাদ্যশৃঙ্খল
– খাদ্যজাল
– খাদ্যস্তর

22. নিম্নের কোনটি প্রাকৃতিক বাস্তুতন্ত্রের উদাহরণ নয়?
– গভীর সমুদ্র
– পুকুর
– শস্যক্ষেত্র
– মরুভূমি

Scroll to Top