জীবনবিজ্ঞান অধ্যায় : পৌষ্টক তন্ত্র – প্রশ্ন ও উত্তর

জীবনবিজ্ঞান অধ্যায় : পৌষ্টক তন্ত্র – প্রশ্ন ও উত্তর

পৌষ্টক তন্ত্র সম্পর্কিত ২৫টি প্রশ্ন ও উত্তর দেওয়া রইলো ।

1. “কালিক্রেইন” নামক উৎসেচক কোথায় পাওয়া যায়?
– আন্ত্রিক রসে
– লালারসে
– অগ্ন্যাশয় রসে
– পাক রসে

2. মানবদেহের কোন পৌষ্টিক গ্রন্থিকে জৈব রসায়নাগার বলা হয়?
– পাকস্থলি
– অগ্ন্যাশয়
– যকৃৎ
– পিত্তাশয়

দেখে নাওবিভিন্ন রোগ ও রোগের জীবাণুর নাম

3. “ব্রুনার গ্রন্থি” কোথায় দেখা যায়?
– পাকস্থলীতে
– যকৃতে
– আন্ত্রিক গ্রন্থিতে
– অগ্ন্যাশয়ে

4. খাদ্যনালীর মধ্য দিয়ে যে প্রক্রিয়ায় খাদ্য পাকস্থলীতে পৌঁছায় তাকে বলে?
– পেরিস্টলসিস
– খন্ডীভবন
– অ্যান্টি-পেরিস্টলসিস
– কোনোটিই নয়

5. মানুষের পৌষ্টিক নালীর কোন অংশ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়?
– পাকস্থলী থেকে
– আন্ত্রিক গ্রন্থি থেকে
– যকৃৎ থেকে
– অগ্ন্যাশয় থেকে

6. “গোবলেট কোষ” কোথায় থাকে?
– পাকস্থলীতে
– অগ্ন্যাশয়ে
– যকৃতে
– আন্ত্রিক গ্রন্থিতে

7. “ভিল্লি(ভিলাই)” কোথায় অবস্থিত?
– মাইট্রোকন্ডিয়াতে
– ক্ষুদ্রান্ত্রে
– বৃহদন্ত্রে
– ফুসফুসে

দেখে নাওজীবনবিজ্ঞান অধ্যায় : হরমোন – প্রশ্ন ও উত্তর

8. পাকস্থলীর উৎসেচক ক্ষরণকারী কোষ হলো?
– আলফা কোষ
– পেপটিক গ্রন্থি
– বিটা কোষ
– অক্সিনটিক কোষ

9. “সাক্কাস এন্টেরিকাস” কোন রসের অপর নাম?
– লালা রসের
– পাক রসের
– অগ্ন্যাশয় রসের
– আন্ত্রিক রসের

10. মানুষের বৃহদন্ত্র কয়টি অংশে বিভক্ত?
– পাঁচটি
– একটিও নয়
– তিনটি
– চারটি

11. ক্ষুদ্রান্ত্রের দৈর্ঘ্য কত?
– 1.5 মিটার
– 7 মিটার
– 8.5 মিটার
– 5 মিটার

12. অগ্ন্যাশয়ের স্বাভাবিক ওজন কত?
– 65–160 গ্রাম
– 300–330 গ্রাম
– 125–170 গ্রাম
– 1360 গ্রাম

13. অগ্ন্যাশয়ের “আলফা কোষ” থেকে কোন হরমোন নিঃসৃত হয়?
– ইনসুলিন
– সোমাটোস্টেটিন
– সবগুলিই
– গ্লুকাগন

দেখে নাওজীবনবিজ্ঞান অধ্যায় : উৎসেচক – প্রশ্ন ও উত্তর

14. ক্ষুদ্রান্ত্রের সম্পূর্ণ পাচিত তরল ও সরল খাদ্যবস্তুকে কী বলে?
– বোলাস
– কাইল
– কাইলোমাইক্রন
– কাইম

15. নিম্নের কোন পদার্থটি বৃহদন্ত্রে শোষিত হয়?
– অ্যামিনো অ্যাসিড
– অ্যালকোহল
– গ্লুকোজ
– অ্যামোনিয়া

16. পৌষ্টিক নালীর দৈর্ঘ্য কত?
– 8 মিটার
– 7 মিটার
– 9 মিটার
– 10 মিটার

17. মানবদেহের পাকস্থলীতে যে উৎসেচকটি থাকে না তা হল?
– রেনিন
– কাইমোসিন
– পেপসিন
– কোনোটিই নয়

দেখে নাও50 Life Science MCQ in Bengali – জীবনবিজ্ঞান প্রশ্ন ও উত্তর

18. পাকস্থলীতে খাদ্য কতক্ষণ অবস্থান করে?
– 12 ঘণ্টা
– 3 ঘন্টা
– 4 ঘন্টা
– 5 ঘন্টা

19. মানুষের পৌষ্টিকতন্ত্রের অন্তর্গত একটি নিষ্ক্রিয় অঙ্গ হল?
– রেক্টাস
– ডিওডিনাম
– কোলন
– ভার্মিফর্ম

20. ল্যাকটিয়েল” অবস্থিত মানুষের?
– বৃহদন্ত্রে
– মুখবিবরে
– অ্যাপেনডিক্সে
– ক্ষুদ্রান্ত্রে

21. মানবদেহের যকৃৎ কয়টি খন্ডক নিয়ে গঠিত?*
– পাঁচটি
– দুইটি
– তিনটি
– চারটি

22. পেশি থেকে যকৃতে এবং যকৃৎ থেকে পেশিতে কার্বোহাইড্রেটের চক্রাকার আবর্তনকে বলে?
– কেলভিন চক্র
– অরনিথিন চক্র
– কোরি চক্র
– গ্লাইকোলাইসিস চক্র

23. “ইনভার্টেজ” নিম্নলিখিত কোনটির অপর নাম?
– গ্লুকোজ
– ফ্রুক্টোজ
– সুক্রোজ
– ল্যাকটোজ

24. “সোমাটোস্টেটিন” হরমোন কোথা থেকে নিঃসৃত হয়?
– পাকস্থলী থেকে
– অগ্ন্যাশয় থেকে
– লালাগ্রন্থি থেকে
– বৃক্ক থেকে

25. পেপসিন যে অ্যাসিডের সংস্পর্শে সক্রিয় হয়ে ওঠে তার নাম কি?
– মিউরিয়েটিক অ্যাসিড
– ইউরিক অ্যাসিড
– ল্যাকটিক অ্যাসিড
– অ্যাসিটিক অ্যাসিড

Comments are closed.

Scroll to Top