WBSSC Group C & Group D Practice Set in Bengali

২১. পৃথিবীর বৃহত্তম রাজপ্রাসাদের নাম কি?
[A] এলিজাবেথ রাজপ্রাসাদ
[B] গু গং রাজপ্রাসাদ
[C] সি জিং পি রাজপ্রাসাদ
[D] নূর মহল
উত্তর : [B] গু গং রাজপ্রাসাদ

২২. ভিক্টরিয়া মেমোরিয়ালের নির্মাণ কার্য কবে সম্পন্ন হয়?
[A] ১৯১৮ সালে
[B] ১৯২২ সালে
[C] ১৯২৩ সালে
[D] ১৯২১ সালে
উত্তর : [D] ১৯২১ সালে

২৩. “নোটাঙ্কি”- কোন রাজ্যের লোকনৃত্য?
[A] উত্তরপ্রদেশের
[B] রাজস্থানের
[C] কর্ণাটকের
[D] গুজরাটের
উত্তর : [A] উত্তরপ্রদেশের

২৪. বিখ্যাত উপন্যাস “পরিণীতা”-এর লেখক কে?
[A] রবীন্দ্রনাথ ঠাকুর
[B] বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়
[C] শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়
[D] সত্যজিত রায়
উত্তর : [C] শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়

২৫. নিচের কোন রাজ্যের সঙ্গে, পশ্চিমবঙ্গের সীমান্ত ভাগ পরে না?
[A] আসাম
[B] বিহার
[C] উড়িষ্যা
[D] মেঘালয়
উত্তর : [D] মেঘালয়

২৬. পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি?
[A] সুপিরিয়র হ্রদ
[B] বৈকাল হ্রদ
[C] গ্র্যান্ড ক্যানিয়ং হ্রদ
[D] ল্যাম্বার্ক হ্রদ
উত্তর : [A] সুপিরিয়র হ্রদ

২৭. পৃথিবীর বৃহত্তম ন্যাশনাল পার্কের নাম কি?
[A] বোটানিক্যাল গার্ডেন
[B] আব্রাহাম ন্যাশনাল পার্ক
[C] ইয়োলোস্টোন ন্যাশনাল পার্ক
[D] গ্রীন ন্যাশনাল পার্ক
উত্তর : [C] ইয়োলোস্টোন ন্যাশনাল পার্ক

২৮. পৃথিবীর বৃহত্তম অফিস গৃহের নাম কি?
[A] পেন্টাগন
[B] মাইক্রোসফট
[C] জার্মান পেন্টাগন
[D] পেঙ্গুইন
উত্তর : [A] পেন্টাগন(আমেরিকা)

২৯. পৃথিবীর বৃহত্তম জলাধারের নাম কি?
[A] বাসিনটং ট্যাংক
[B] ওয়াসিংটং ট্যাংক
[C] টালার ট্যাংক
[D] ভ্যাটিকান সিটি টালার ট্যাংক
উত্তর : [C] টালার ট্যাংক

৩০. পৃথিবীর বৃহত্তম অভিধান কোনটি?
[A] মার্কিন অভিধান
[B] ব্রিটিশ অভিধান
[C] আয়ারল্যান্ডের অভিধান
[D] জার্মান অভিধান
উত্তর  : [D] জার্মান অভিধান

Scroll to Top