WBP Special General Knowledge Practice Set – in Bengali
1. ভারতীয় টাকার যে সিংহ মূর্তি ছাপা থাকে তা কোথায় আবিষ্কৃত হয়েছিল?
– সারনাথ
– বৈশালি
– বুদ্ধগয়া
– সাঁচি ✓
2. “No Spin”বইটির লেখক কে?
– মুত্তিয়া মুরালিধরন
– পি ভি সিন্ধু
– শেন কেইথ ওয়ার্ন ✓
– অনিল কুমলে
3. কোন দেশকে উড়ন্ত মাছের দেশ বলা হয়?
– হাইতি
– কেনিয়া
– বার্বাডোজ ✓
– ঘানা
4. ‘Freedom behind bars’ কার লেখা? (WBP main-2019)
– কিরন বেদী ✓
– অরিন্দম ঘোষ
– শেখ আবদুল্লা
– নেলসন ম্যান্ডেলা
5. কত বছর বয়সে হাইকোর্টের বিচারপতিরা অবসর নেন?
– ৬২ বছর ✓
– ৬৫ বছর
– ৬০ বছর
– ৭০ বছর
দেখে নাও : WBP SI-Constable Practice Set in Bengali – 1
6. বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন?
– ইলতুৎমিস
– গিয়াসউদ্দিন মহম্মদ শাহ
– ইলিয়াস শাহ ✓
– হসেন সাহ
7. ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী লোকসভার দুজন ” ইঙ্গ-ভারতীয়” সদস্য হিসেবে মনোনীত হন?
– ৩৮০ নাম্বার
– ৩৩১ নাম্বার ✓
– ৮০ নাম্বার
– ৩৭০ নাম্বার
8. নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়েছিলো?
– স্কন্দগুপ্ত
– প্রথম চন্দ্রগুপ্ত
– সমুদ্রগুপ্ত
– প্রথম কুমারগুপ্ত ✓
9. নিম্নের কোনটি খারিফ শস্য? (WBP-2019)
– আলু
– গম
– পাট ✓
– শশা
10. বিশ্ব ব্রেইল দিবস কোন দিন পালিত হয়?
– ৪ জানুয়ারি ✓
– ১ জানুয়ারি
– ৩ জানুয়ারি
– ২ জানুয়ারি
দেখে নাও : Bengali Gk MCQ Practice Sets – 100+ MCQ Questions
11. “স্ম্যাশ” কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত?
– ব্যাডমিন্টন
– টেনিস
– ভলিবল ✓
– হকি
12. রামনাথ কোবিন্দ ভারতের কত নম্বর রাষ্ট্রপতি?
– ১৪ নাম্বার ✓
– ১৬ নাম্বার
– ১৩ নাম্বার
– ১৫ নাম্বার
13. জলে বায়ুর বুদবুদ চকচকে দেখায় কারণ?
– বিচ্ছুরণ
– প্রতিসরণ
– অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ✓
– প্রতিফলন
14. “রানী Sornobat”কোন খেলার সঙ্গে যুক্ত? (WBP-2019)
– ব্যাডমিন্টন
– টেবিল টেনিস
– শ্যুটিং
– হকি ✓
15. নিম্ন কক্ষের মোট কতজন সদস্য কে রাষ্ট্রপতি মনোনীত করেন?
– ১৪ জন
– ১২ জন
– ৮ জন
– ২ জন ✓
16. সার্ক কত সালে গঠিত হয়?
– ১৯৭৫ সালে
– ১৯৮৪ সালে
– ১৯৭৮ সালে
– ১৯৮৫ সালে ✓
দেখে নাও : 200 Gk Question Answer in Bengali
17. নিচের কোনটি ভারতবর্ষের বৃহত্তম জলসেচ প্রকল্প?
– রিহান্দা প্রজেক্ট
– দামোদর ভ্যালি প্রকল্প
– ভাকরা নাঙ্গাল প্রজেক্ট ✓
– নাগার্জুন সাগর প্রজেক্ট
18. গ্রীন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত?
– কটক
– পাতিয়ালা
– জামসেদপুর
– কানপুর ✓
19. ‘আগা খান কাপ’ কোন খেলার সাথে যুক্ত?(WBP main-2019)
– ব্যাডমিন্টন
– ক্রিকেট
– হকি ✓
– পোলো
20. কেলভিন কীসের একক? (WBP-2019)
– কম্পন
– ভর
– তাপ
– তাপমাত্রা ✓
21. নিম্নলিখিত কোন ব্যক্তি দীন-ই-ইলাহির একজন সদস্য হয়েছিলেন?
– রাজা মান সিং
– রাজা বীরবল
– টোডরমল ✓
– তানসেন
22. ভাইরাস এক ধরনের সফটওয়্যার যা মূলত নষ্ট করে
– যন্ত্রপাতি
– পোগ্রাম
– হার্ডওয়ার
– তথ্য ✓
দেখে নাও : ৫০টি সাধারণ জ্ঞান MCQ প্রশ্ন ও উত্তর
23. আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি হয় কোন তরলের?
– জল ✓
– অ্যালকোহল
– পারদ
– কেরোসিন
24. কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়?
– দিল্লি
– হাইদ্রাবাদ
– চেন্নাই
– বেঙ্গালুরু ✓
25. ফোকেটিং কোন দেশের কেন্দ্রীয় আইনসভা?
– নরওয়ে
– সুইডেন
– ডেনমার্ক ✓
– ইতালি