টোকিও অলিম্পিক ২০২০ – Tokyo Olympic 2020

টোকিও অলিম্পিক ২০২০

টোকিও অলিম্পিক সম্পর্কিত কিছু তথ্য –

 

  • টোকিও অলিম্পিকের আয়োজক দেশ: জাপান
  • স্থান: ন্যাশনাল স্টেডিয়াম টোকিও
  • সময়সীমা: ২৩শে জুলাই থেকে ৮ই আগস্ট ২০২১
  • অফিসিয়াল মোটো: “United by Emotion”
  • ম্যাসকট: Miraitowa
  • সংস্করণ: ৩২
  • উদ্বোধনকারী: জাপানিজ সম্রাট নারুহিতো
  • মশাল বহনকারী: জাপানের টেনিস তারকা নাওমি ওসাকা
  • মশাল রিলের শ্লোগান: “Hope Lights Our Way”
  • মোট খেলার সংখ্যা: ৩৩টি
  • মোট মেডেল সংখ্যা: ৩৩৯টি
  • অংশগ্রহণকারী দেশ: ২০৬টি
  • মোট ক্রীড়াবিদ: ১১,০৯০ জন

  • অলিম্পিকের আয়োজক সংস্থা: International Olympic Committee(IOC)
  • হেড কোয়ার্টার: লোজান, সুইজারল্যান্ড
  • প্রতিষ্ঠা সাল: ১৮৯৪ সালের ২৩শে জুন
  • বর্তমান প্রেসিডেন্ট: Thomas Bach

টোকিও অলিম্পিক মেডেল ট্যালি

র‍্যাংক দেশ সোনা রুপো ব্রোঞ্জ মোট পদক
আমেরিকা ৩৯ ৪১ ৩৩ ১১৩
চীন ৩৮ ৩২ ১৮ ৮৮
জাপান ২৭ ১৪ ১৭ ৫৮
গ্রেট ব্রিটেন ২২ ২১ ২২ ৬৫
রাশিয়ান অলিম্পিক কমিটি ২০ ২৮ ২৩ ৭১
অস্ট্রেলিয়া ১৭ ২২ ৪৬
নেদারল্যান্ড ১০ ১২ ১৪ ৩৬
ফ্রান্স ১০ ১২ ১১ ৩৩
জার্মানি ১০ ১১ ১৬ ৩৭
১০ ইতালি ১০ ১০ ২০ ৪০
৪৮ ভারত

টোকিও অলিম্পিকে ভারত

  • ভারতের হয়ে আয়োজক সংস্থা: Indian Olympic Association
  • প্রতিষ্ঠা সাল: ১৯২৭
  • প্রেসিডেন্ট: নারিন্দার বাত্রা

টোকিও অলিম্পিকে ভারতের মেডেল তালিকা 

খেলোয়াড় খেলা মেডেল
নীরাজ চোপড়া জ্যাভলিন থ্রো সোনা
রবি কুমার দহিয়া রেসলিং(৫৭ কেজি) রুপো
মীরা বাই চানু ওয়েট লিফটিং(৪৯ কেজি) রুপো
পি.ভি. সিন্ধু সিঙ্গেল ব্যাডমিন্টন ব্রোঞ্জ
লভলিনা বর্গহাইন ওয়াল্টারওয়েট বক্সিং ব্রোঞ্জ
পুরুষ হকি টিম হকি ব্রোঞ্জ
বজরং পুনিয়া রেসলিং (৬৫ কেজি) ব্রোঞ্জ
Scroll to Top