একনজরে সন্তোষ ট্রফি ২০২২ – Santosh Trophy 2022

Rate this post

একনজরে সন্তোষ ট্রফি ২০২২

দেখে নেওয়া যাক সন্তোষ ট্রফি ২০২২ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

২০২২ সালে ১৬ এপ্রিল থেকে ২ মে অনুষ্ঠিত হয়ে গেল ২০২১-২২ সালের সন্তোষ ট্রফি টুর্নামেন্টের মূল খেলা। এবারের এই খেলায় কেরল পশ্চিমবঙ্গকে পরাজিত করে সপ্তমবারের জন্য চ্যাম্পিয়ন হল।

সন্তোষ ট্রফি ফুটবল খেলার সাথে সম্পর্কি। এটি সিনিয়র পুরুষ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ। এটির আয়োজন করে থাকে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।

একনজরে এবারের সন্তোষ ট্রফি

একনজরে এবারের সন্তোষ ট্রফি সম্পর্কিত মূল তথ্যগুলি নিচে দেওয়া রইলো।

আয়োজক সংস্থাAIFF
খেলার তারিখ২১ নভেম্বর – ৫ ডিসেম্বর, ২০২১ (বাছাই পর্ব),
১৬ এপ্রিল – ২ মে, ২০২২ ( মূলপর্ব)
মোট দল সংখ্যা৩৭টি (বাছাই), ১০ (মূল)
মোট ম্যাচ৭৩টি।
মোট গোল২২৬টি।
সর্বাধিক গোলদাতাটি কে জেনিস (কেরল- ৯টি গোল)
শ্রেষ্ঠ খেলোয়াড়জিজো জোশেফ (কেরল)
Santosh Trophy 2022

Also Check :

খেলাধুলা বিষয়ক সাধারণ জ্ঞান – প্রশ্ন ও উত্তর

Scroll to Top
error: Alert: Content is protected !!