নীতি আয়োগের নতুন ভাইস-চেয়ারপার্সন হচ্ছেন অর্থনীতিবিদ সুমন বেরি

নীতি আয়োগের নতুন ভাইস-চেয়ারপার্সন হচ্ছেন অর্থনীতিবিদ সুমন বেরি

ইস্তফা রাজীব কুমারের, তাঁর জায়গায় নীতি আয়োগের নতুন ভাইস-চেয়ারপার্সন হচ্ছেন অর্থনীতিবিদ সুমন বেরি

বিশিষ্ট অর্থনীতিবিদ সুমন বেরি ইউকের অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং ইউএসএ এর প্রিসটন ইউনিভার্সিটির প্রাক্তনী।

সুমন বেরি ১৯৭২ সালে ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকে (World Bank) তার কর্মজীবন শুরু করেন । তিনি সেখানে ২৮ বছর ছিলেন এবং পরে প্রধান অর্থনীতিবিদ হন।

তাছাড়া, তিনি ২০০৭ সালে দেশে আর্থিক সংস্কারের উদ্দেশ্যে ভারত সরকার কর্তৃক গঠিত আর্থিক সংস্কার সংক্রান্ত রঘুরাম রাজন কমিটির সদস্য ছিলেন। প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আমলে, বেরি প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।

তিনি নিয়মিত ভাবে ফোর্বস, বিজনেস স্ট্যান্ডার্ড, ইন্ডিয়ান এক্সপ্রেস এবং ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলি (EPW) সহ বিভিন্ন সংবাদপত্র, জার্নাল এবং ম্যাগাজিনে লিখে থাকেন।

Scroll to Top