ভারতের বিভিন্ন গবেষণাগার ও তার অবস্থান

ভারতের বিভিন্ন গবেষণাগার ও তার অবস্থান

List of Research Institutes in India

নং গবেষণাগার স্থান
অরণ্য দেরাদুন (উত্তরাখণ্ড)
আখ কানপুর (উত্তরপ্রদেশ)
আলু সিমলা (হিমাচল প্রদেশ)
উপগ্রহ পুণে (মহারাষ্ট্র)
ওষুধ লক্ষনউ (উত্তরপ্রদেশ)
কফি চিকমাঙ্গলুর (কর্ণাটক)
কৃষি দিল্লী
কেন্দ্রীয় ঋণ কটক
খনি ধানবাদ (ঝাড়খণ্ড)
১০ গম পুষা (দিল্লী)
১১ চা জোরহাট (আসাম)
১২ চামড়া চেন্নাই (তামিলনাড়ু)
১৩ ছাগল মথুরা (উত্তরপ্রদেশ)
১৪ জাতীয় এইডস পুণে (মহারাষ্ট্র)
১৫ টেলিভিশন দিল্লী
১৬ তামাক রাজমুন্দ্রি (অন্ধ্রপ্রদেশ)
১৭ দুধ কার্নাল (হরিয়ানা)
১৮ ধান কটক (উড়িষ্যা)
১৯ নদী হরিণঘাটা (পশ্চিমবঙ্গ)
২০ পাট ব্যারাকপুর (পশ্চিমবঙ্গ)
২১ পারমাণবিক ট্রম্বে (মুম্বাই)
২২ প্লোট্রিচাষ বেঙ্গালুরু
২৩ বিল্ডিং রূঢ়কি (উত্তরাখণ্ড)
২৪ বোটানিক্যাল গার্ডেন হাওড়া (পশ্চিমবঙ্গ)
২৫ মশলা কালিকট (কেরালা)
২৬ মাটি যোধপুর (রাজস্থান)
২৭ রাবার কোট্টায়ম (কেরালা)
২৮ রাসায়নিক ও উর্বরতা মুম্বাই
২৯ রেশম মাইশোর (কর্ণাটক)
৩০ সুতো মুম্বাই

এরকম আরও কিছু পোস্ট :

ভারতের বিভিন্ন গবেষণাগার সম্পর্কিত প্রশ্ন ও উত্তর :

প্রশ্ন : উচ্চতা বিষয়ক গবেষণাগারটি কোথায় অবস্থিত
উত্তর : গুলমার্গ।

প্রশ্ন : কেন্দ্রীয় আলু গবেষণাগারটি কোথায় অবস্থিত
উত্তর : শিমলা।

প্রশ্ন : কেন্দ্রীয় কার্পাস গবেষণাগারটি কোথায় অবস্থিত
উত্তর : নাগপুর

প্রশ্ন : কেন্দ্রীয় জ্বালানি গবেষণাগারটি কোথায় অবস্থিত
উত্তর : ধানবাদ।

প্রশ্ন : কেন্দ্রীয় নারকেল গবেষণাগারটি কোথায় অবস্থিত
উত্তর : কাসারগড়, কেরল।

প্রশ্ন : কেন্দ্রীয় শুকর গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত
উত্তর : গোহাটি, আসাম।

প্রশ্ন : কেন্দ্রীয় সড়ক গবেষণাগার টি কোথায় অবস্থিত
উত্তর : নিউ দিল্লি।

প্রশ্ন : জাতীয় চিনি গবেষণাগারটি কোথায় অবস্থিত
উত্তর : কানপুর।

প্রশ্ন : জাতীয় দুগ্ধ গবেষণাগারটি কোথায় অবস্থিত
উত্তর : কার্ণাল।

প্রশ্ন : জাতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত
উত্তর : ব্যাঙ্গালোর।

প্রশ্ন : পশ্চিমবঙ্গের নদী গবেষণাগার টি কোথায় অবস্থিত
উত্তর : হরিণ ঘাট।

প্রশ্ন : ভারতবর্ষের কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত
উত্তর : কর্ণাটক, উড়িষ্যা।

প্রশ্ন : ভারতীয় আবহাওয়া নিরীক্ষণ গবেষণাগারটি কোথায় অবস্থিত
উত্তর : পুনে ও দিল্লি।

প্রশ্ন : ভারতীয় ক্যান্সার গবেষণাগারটি কোথায় অবস্থিত
উত্তর : মুম্বাই।

প্রশ্ন : ভারতীয় পেট্রোলিয়াম গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত
উত্তর : দেরাদুন।

প্রশ্ন : ভারতের আঙ্গুর গবেষণাগারটি কোথায় অবস্থিত
উত্তর : পুনে, মহারাষ্ট্র।

প্রশ্ন : ভারতের আলু গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত
উত্তর : শিমলা, হিমাচল প্রদেশ।

প্রশ্ন : ভারতের কলা গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত
উত্তর : ত্রিচি, তামিলনাড়ু।

প্রশ্ন : ভারতের কৃষি গবেষণাগার টি কোথায় অবস্থিত
উত্তর : নিউ দিল্লি।

প্রশ্ন : ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত
উত্তর : দেরাদুন।

প্রশ্ন : ভারতের কেন্দ্রীয় আখ গবেষণাগারটি কোথায় অবস্থিত
উত্তর : কোয়েম্বাটুর।

প্রশ্ন : ভারতের কেন্দ্রীয় ওষুধ গবেষণাগারটি কোথায় অবস্থিত
উত্তর : দিল্লি।

প্রশ্ন : ভারতের কেন্দ্রীয় খাদ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত
উত্তর : মহীশূর।

প্রশ্ন : ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগারটি কোথায় অবস্থিত
উত্তর : পুসা।

প্রশ্ন : ভারতের কেন্দ্রীয় চামড়া গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত
উত্তর : চেন্নাই।

প্রশ্ন : ভারতের কেন্দ্রীয় পাট গবেষণাগারটি কোথায় অবস্থিত
উত্তর : ব্যারাকপুর।

প্রশ্ন : ভারতের কেন্দ্রীয় বীজ গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত
উত্তর : মৌ, উত্তর প্রদেশ।

প্রশ্ন : ভারতের কেন্দ্রীয় মৎস গবেষণাগারটি কোথায় অবস্থিত
উত্তর : জুনপুট।

প্রশ্ন : ভারতের  কফি গবেষণাগারটি কোথায় অবস্থিত
উত্তর : কাসারগড়।

প্রশ্ন : ভারতের ছাগল গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত
উত্তর : মকদম, উত্তর প্রদেশ।

প্রশ্ন : ভারতের জাতীয় উদ্ভিদ গবেষণাগারটি কোথায় অবস্থিত
উত্তর : লখনউ।

প্রশ্ন : ভারতের জাতীয় পুষ্টি গবেষণাগারটি কোথায় অবস্থিত
উত্তর : হায়দ্রাবাদ।

প্রশ্ন : ভারতের জাতীয় বিমান গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত
উত্তর : ব্যাঙ্গালোর।

প্রশ্ন : ভারতের জাতীয় যক্ষ্মা গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত
উত্তর : ব্যাঙ্গালোর।

প্রশ্ন : ভারতের জাহাজ গবেষণাগারটি কোথায় অবস্থিত
উত্তর : চেন্নাই, তামিলনাড়ু।

প্রশ্ন : ভারতের ডাল গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত
উত্তর : কানপুর।

প্রশ্ন : ভারতের ড্রাগ গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত
উত্তর : লখনও, উত্তর প্রদেশ।

প্রশ্ন : ভারতের তামাক গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত
উত্তর : রাজামুন্দ্রি, অন্ধ্রপ্রদেশ।

প্রশ্ন : ভারতের পোল্ট্রি গবেষণাগারটি কোথায় অবস্থিত
উত্তর : ব্যাঙ্গালোর।

প্রশ্ন : ভারতের বস্ত্র গবেষণাগারটি কোথায় অবস্থিত
উত্তর : পুনে।

প্রশ্ন : ভারতের বার্লি গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত
উত্তর : কার্ণাল, হরিয়ানা।

প্রশ্ন : ভারতের বৈজ্ঞানিক যন্ত্র গবেষণাগার কেন্দ্রটি কোথায় অবস্থিত
উত্তর : চন্ডিগড়।

প্রশ্ন : ভারতের মসলা গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত
উত্তর : কালিকট, কেরালা।

প্রশ্ন : ভারতের মিলেট গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত
উত্তর : হায়দ্রাবাদ।

প্রশ্ন : ভারতের মৃত্তিকা গবেষণাগারটি কোথায় অবস্থিত
উত্তর : আগ্রা, দেরাদুন, যোধপুর, চন্ডিগড়।

প্রশ্ন : ভারতের মৌমাছি গবেষণাগারটি কোথায় অবস্থিত
উত্তর : পুনে, মহারাষ্ট্র।

প্রশ্ন : ভারতের ম্যালেরিয়া গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত
উত্তর : নিউ দিল্লি।

প্রশ্ন : ভারতের লাক্ষা গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত
উত্তর : রাঁচী, ঝাড়খন্ড।

প্রশ্ন : ভারতের লিচু গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত
উত্তর : মুজফফরপুর, উত্তর প্রদেশ।

প্রশ্ন : ভারতের সমুদ্র গবেষণাগারটি কোথায় অবস্থিত
উত্তর : পানাজী গোয়া।

Covered Topics : ভারতের উল্লেখযোগ্য গবেষণাগার তালিকা, List of Research Institutes in India, বিভিন্ন গবেষনাগার এবং সেগুলির অবস্থান, ভারতের কোন গবেষণাগার কোথায় অবস্থিত, জেনে নিন , ভারতের বিভিন্ন গবেষণা কেন্দ্র,

 

Scroll to Top