নোবেল পুরস্কার ২০২২ বিজেতাদের তালিকা

নোবেল পুরস্কার ২০২২ বিজেতাদের তালিকা

নোবেল পুরস্কার ২০২২ বিজেতাদের তালিকা নিচে দেওয়া রইলো।

মেডিসিন

  • ২০২২ সালে মেডিসিন নোবেল পুরস্কার পেয়েছেন – সোভান্তে পাবো
  • সোভান্তে পাবো সুইডেনের বাসিন্দা।
  • বিলুপ্ত হোমিনিন এবং মানব বিবর্তনের জিনোম সম্পর্কিত আবিষ্কারের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে ।

পদার্থবিজ্ঞান

  • ২০২২ সালে পদার্থবিজ্ঞানে তিনজন যুগ্মভাবে নোবেল পুরস্কার জিতেছেন।
  • এই তিনজন হলেন –
    • ফ্রান্সের অ্যালেন অ্যাসপেক্ট
    • অস্ট্রেলিয়ার অ্যাটন জেলিঙ্গার এবং
    • আমেরিকার জন ক্লজার
  • কোয়ান্টাম ইনফরমেশনের দুনিয়ায় অভাবনীয় সাফল্যের জন্য তাঁদের এই পুরস্কার দেওয়া হয়েছে।

রসায়ন

  • ২০২২ সালে রসায়নে তিনজনকে যুগ্মভাবে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।
  • এই তিনজন হলেন –
    • আমেরিকার ক্যারোলিন আর. বার্তোজি
    • ডেনমার্কের মর্টেন মেল্ডল এবং
    • আমেরিকার কে. ব্যারি সার্পলেস
  • ক্লিক কেমিস্ট্রি এবং বায়োর্থোগোনাল কেমিস্ট্রির উন্নয়নের জন্য তাঁদের এই পুরস্কার দেওয়া হয়েছে।
  • উল্লেখ্য যে কে. ব্যারি সার্পলেস এর আগে ২০০১ সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। দুবার নোবেল পুরস্কার পাওয়া পঞ্চম ব্যক্তি তিনি।

সাহিত্য

  • ৬ই অক্টোবর এবারের সাহিত্যে নোবেল পুরস্কার বিজেতার নাম ঘোষণা করা হয়েছে।
  • ২০২২ সালে সাহিত্যে নোবেল পেয়েছেন অ্যানি এরনও
  • অ্যানি এরনও ফ্রান্সের বাসিন্দা।
  • তিনি ১৭তম মহিলা যিনি সাহিত্যে নোবেল পেয়েছেন।

শান্তি

  • ৭ই অক্টোবর এবারের শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।
  • ২০২২ সালে শান্তিতে যুগ্ম ভাবে নোবেল পেয়েছেন – বেলারুশের মানবাধিকার কর্মী আলেস বিলিয়াতস্কি, রুশ মানবাধিকার সংস্থা মেমোরিয়াল ও ইউক্রেনের মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিস
  • তারা যুদ্ধাপরাধ, মানবাধিকার লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহার নথিভুক্ত করার জন্য একটি অসামান্য চেষ্টা করেছে। তারা একসঙ্গে শান্তি ও গণতন্ত্রের জন্য নাগরিক সমাজের তাৎপর্য প্রদর্শন করে।

অর্থনীতি

  • ২০২২ সালে তিনজন যুগ্মভাবে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন ।
  • এই তিনজন হলেন – আমেরিকার বেন বার্নান, ডগলাস ডায়মন্ড এবং ফিলিপ ডিবভিগ।
  • বৃদ্ধি বা আর্থিক বিপর্যয়ের ক্ষেত্রে ব্যাঙ্কগুলির ভূমিকা কতটা। কোনও দেশের আর্থিক হাল সে দেশের ব্যাঙ্কগুলির পেশাদারি দক্ষতা এবং কার্যকলাপের উপর কী ভাবে বা নির্ভর করে। কী ভাবেই বা তা প্রভাব ফেলতে থাকে স্থান-কালের গণ্ডি অতিক্রম করে? – এই প্রশ্নগুলির উত্তর খোঁজার জন্য তাদের অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে ।

তথ্যসূত্র : নোবেল অফিসিয়াল সাইট এবং বাংলা কুইজ

এরকম আরও কিছু পোস্ট :

নোবেল পুরস্কার ২০২১ তালিকা PDF । List of Nobel 2021 Winners

৬৭তম ফিল্মফেয়ার পুরস্কার ২০২২ – 67th Filmfare Awards 2022

Covered Topics : List of Nobel 2022 Winners, নোবেল পুরস্কার ২০২২ তালিকা

Scroll to Top