প্রথম পুরস্কারজয়ী ভারতীয়দের তালিকা
প্রথম পুরস্কারজয়ী ভারতীয়দের তালিকা দেওয়া রইলো।
নং | পুরস্কার | প্রথম বিজয়ী |
---|---|---|
১ | প্রথম পরমবীর চক্র পান | সোমনাথ শর্মা |
২ | প্রথম ভারতীয় মিস ইউনিভার্স | সুস্মিতা সেন |
৩ | বৈজ্ঞানিক হিসাবে প্রথমে ভারতরত্ন পান | সি.ভি. রমন |
৪ | প্রথম ধ্যানচাঁদ পুরস্কার পান | সাহুরাজ বিরাজদার, অশোক দিবান, অপর্ণা ঘোষ |
৫ | ক্রিকেটার হিসাবে প্রথম অর্জুন পুরস্কার পান | সালিম দুরানী |
৬ | খেলোয়াড় হিসাবে প্রথমে ভারতরত্ন পান | শচীন তেন্ডুলকার |
৭ | মরণোত্তর প্রথম ভারতরত্ন পান | লাল বাহাদুর শাস্ত্রী |
৮ | প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড | রীতা ফারিয়া |
৯ | রাষ্ট্রপতি হিসাবে প্রথমে ভারতরত্ন পান | রাধাকৃষ্ণন |
১০ | প্রথম ভারতরত্ন পান | রাজাগোপালাচারী, সিভি রমন, সর্বপল্লী রাধাকৃষ্ণন |
১১ | প্রথম ভারতীয় নোবেল জয়ী | রবীন্দ্রনাথ ঠাকুর |
১২ | প্রথম অস্কার জয়ী ভারতীয় | ভানু আথাইয়া |
১৩ | প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পান | বিশ্বনাথন আনন্দ |
১৪ | প্রথম অশোক চক্র পান | বাচিত্তর সিং, নায়ক নারবাহাদুর থাপা |
১৫ | মহিলা হিসাবে প্রথম অশোক চক্র পান | নির্জা ভানত |
১৬ | প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার পান | দেবিকা রানী |
১৭ | প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান | জি. শংকর কুরূপ |
১৮ | মহিলা হিসাবে প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পান | কর্নম মাল্লেশ্বরী |
১৯ | মহিলা হিসাবে প্রথমে ভারতরত্ন পান | ইন্দিরা গান্ধী |
২০ | মহিলা হিসাবে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান | আশাপূর্না দেবী |
২১ | প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার পান | আর.কে. নারায়ণ |
২২ | মহিলা হিসাবে প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার পান | অমৃতা প্রীতম |
২৩ | শিল্পপতি হিসাবে প্রথমে ভারতরত্ন পান | J.R.D. Tata |
২৮ | জ্ঞানপীঠ পুরস্কারজয়ী প্রথম সংস্কৃত লেখক | সত্যব্রত শাস্ত্রী |
প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার কে পান ?
দেবিকা রাণী
প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পান ?
জি. শংকর কুরূপ
প্রথম বাঙালি জ্ঞানপীঠ পুরস্কার কে পান ?
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় (দ্বিতীয় বিষ্ণু দে )
পশ্চিমবঙ্গে কে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন ?
পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়