কলিঙ্গ সাহিত্য পুরস্কার ২০২৩ – Kalinga Sahitya Puraskar 2023

কলিঙ্গ সাহিত্য পুরস্কার ২০২৩

২৪-২৬ জানুয়ারি ওডিশার ভুবনেশ্বরে অনুষ্ঠিত হয়ে গেল ২০২৩ সালের তথা নবন কলিঙ্গ সাহিত্য উৎসব। এই উৎসবে এবারে বিভিন্ন
পুরস্কার প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। সাধারণত ইংরেজি, হিন্দি, নেপালি, মৈথিলি, ওডিয়া ও অন্যান্য ভাষায় সাহিত্য
সৃষ্টিকারীদের মধ্য থেকে শ্রেষ্ঠ সাহিত্যিককে এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে। নীচে পুরস্কার প্রাপকদের নাম দেওয়া হল-

নন ফিকশন বুক অ্যাওয়ার্ড

  • ইংরেজি : সঞ্জীব স্যান্যাল, অক্ষয় মুকুল
  • হিন্দি : কৈলাশ সত্যার্থী, অখিলেশ

ফিফা বিশ্বকাপে গোল্ডেন বুট পুরস্কার প্রাপক ফুটবলার তালিকা

ফিকশন বুক অ্যাওয়ার্ড

  • ইংরেজি : নভতেজ সারনা
  • হিন্দি : প্রবীণ কুমার

পোয়েট্রি অ্যাওয়ার্ড

  • ইংরেজি : রঞ্জিত হোসকোট
  • হিন্দি : পঙ্কজ চতুর্বেদী

বাংলা সাহিত্যের বিভিন্ন কবি ও সাহিত্যিকদের ছদ্মনাম

ভাষা বুক অ্যাওয়ার্ড

  • নেপালি : রঞ্জনা নিরাউলা
  • মৈথিলি : মহেন্দ্ৰ মালসিয়া
  • কন্নড় : এন এস শ্রীনিবাস মূর্তি
  • ওডিয়া : কমলাকান্ত মহাপাত্র
  • মালয়ালম : কে আর মীরা

বিজনেস বুক অ্যাওয়ার্ড : পীযূষ পান্ডে

ফার্স্ট বুক অ্যাওয়ার্ড : ফারাহ বাশির, সুমীত শর্মা সমীর, প্ৰদীপ বৈশাখ ।

ওমেন/দলিত/ট্রাইবাল / মাইনোরিটিজ লিটারেচার অ্যাওয়ার্ড : পুনম ব্যাসম

চিলড্রেন বুক অ্যাওয়ার্ড : জারিন ভিরজি

লাইফস্টাইল/বায়োগ্রাফি/ এনভায়রনমেন্ট অ্যান্ড এমার্জিং ট্রেন্ড বুক অ্যাওয়ার্ড : বিমল প্রসাদ ও সুজাতা প্ৰসাদ, হিন্দোল সেনগুপ্ত, সত্যজিৎ রায়, কে অভয়, রাম শংকর সিং

ট্রান্সলেশন অ্যাওয়ার্ড : ডক্টর আর জলীল, ললিত কমার

 

Scroll to Top