আন্তর্জাতিক যুব দিবস – ১২ই আগস্ট

আন্তর্জাতিক যুব দিবস – ১২ই আগস্ট

১৯৯৯ সালে রাষ্ট্র সংঘ ১২ ই আগস্ট দিনটিকে আন্তর্জাতিক যুব দিবস হিসাবে পালন করার জন্য সমস্ত দেশের সরকার ও সংস্থা গুলিকে আবেদন জানায়। সেইমতো, প্রতিবছর আজকের দিনটিকে আন্তর্জাতিক যুব দিবস হিসাবে বিশ্বজুড়ে পালন করা হয়। এই দিনটি পালন করার মূল উদ্দেশ্যই হল প্রতিটি দেশের যুব সমাজের বিভিন্ন সমস্যাগুলির (আর্থিক,সামাজিক এবং রাজনৈতিক) বিষয়ে আলোকপাত করা এবং সর্বস্তরের মানুষদের নিয়ে আলোচনা করা।

২০২১ সালের আন্তর্জাতিক যুব দিবসের থিম : ‘Transforming Food Systems: Youth Innovation for Human and Planetary Health’

Scroll to Top