ভারতের উচ্চতম দীর্ঘতম বৃহত্তম – Highest Longest Largest in India

ভারতের উচ্চতম দীর্ঘতম বৃহত্তম

ভারতের উচ্চতম দীর্ঘতম বৃহত্তম বিষয়সমূহের তালিকা দেওয়া রইলো ।

ভারতের উচ্চতম বিষয়সমূহ

ভারতের উচ্চতম বিষয়সমূহের তালিকা দেওয়া রইলো ।

নংভারতের উচ্চতমবিষয়বস্তু
উচ্চতম অট্টালিকাবিকাশ মিনার, দিল্লী
উচ্চতম জলপ্রপাতকুঞ্চিকল জলপ্রপাত, কর্ণাটক
উচ্চতম দরজাবুলন্দ দরওয়াজা, ফতেপুর সিক্রি
উচ্চতম পর্বতশৃঙ্গগডউইন অস্টিন বা K2
উচ্চতম বাঁধতেহরি বাঁধ, উত্তরাখণ্ড
উচ্চতম বিমানবন্দরকুশোক বাকুলা রিমপোচে (লেহ, লাদাখ)
উচ্চতম মন্দিরমীনাক্ষী মন্দির, মাদুরাই
উচ্চতম মূর্তিস্ট্যাচু অব ইউনিটি, গুজরাট
উচ্চতম রেডিও স্টেশনলেহ রেডিও স্টেশন
১০উচ্চতম রেলস্টেশনঘুম, দার্জিলিং
১১উচ্চতম সড়কপথখারদুংলা রোড, লাদাখ
১২উচ্চতম সৌধ চূড়াকুতুবমিনার, দিল্লী
১৩উচ্চতম স্ট্যাচুস্ট্যাচু অব ইউনিটি
১৪উচ্চতম স্তূপসাঁচি স্তূপ, মধ্যপ্রদেশ
১৫উচ্চতম হ্রদছোলামু হ্রদ, সিকিম
ভারতের উচ্চতম

ভারতের বৃহত্তম বিষয়সমূহ

রতের বৃহত্তম বিষয়সমূহ তালিকা নিচে দেওয়া রইলো ।

নংভারতের বৃহত্তমবিষয়বস্তু
বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দরইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, দিল্লী
বৃহত্তম উপহ্রদচিল্কা হ্রদ, ওড়িশা
বৃহত্তম কারাগারতিহার সেন্ট্রাল জেল, দিল্লী
বৃহত্তম গুহামন্দিরইলোরা, মহারাষ্ট্র
বৃহত্তম গ্রন্থাগারন্যাশনাল লাইব্রেরি, কলকাতা
বৃহত্তম চিড়িয়াখানাআলিপুর চিড়িয়াখানা, কলকাতা
বৃহত্তম জাদুঘরভারতীয় জাদুঘর, কলকাতা
বৃহত্তম জেলাকচ্ছ, গুজরাট
বৃহত্তম নগরীমুম্বাই
১০বৃহত্তম ব-দ্বীপসুন্দরবন
১১বৃহত্তম বন্দরমুম্বাই বন্দর
১২বৃহত্তম মরুভূমিথর মরুভূমি, রাজস্থান
১৩বৃহত্তম মসজিদজামা মসজিদ, দিল্লী
১৪বৃহত্তম মালভূমিদাক্ষিণাত্যের মালভূমি
১৫বৃহত্তম মেলাকুম্ভ মেলা
১৬বৃহত্তম রাজ্য (আয়তন)রাজস্থান
১৭বৃহত্তম রাজ্য (জনসংখ্যা)উত্তরপ্রদেশ
১৮বৃহত্তম লবণাক্ত জলের হ্রদসম্বর হ্রদ, রাজস্থান
১৯বৃহত্তম সমাধিসৌধতাজমহল (আগ্রা, উত্তরপ্রদেশ)
২০বৃহত্তম স্বাদু জলের হ্রদউলার হ্রদ, কাশ্মীর
২১বৃহত্তম হিমবাহসিয়াচেন
ভারতের বৃহত্তম

ভারতের দীর্ঘতম বিষয়সমূহ

ভারতের দীর্ঘতম বিষয়সমূহের তালিকা নিচে দেওয়া রইলো ।

নংভারতের দীর্ঘতমবিষয়বস্তু
দীর্ঘতম উপনদীযমুনা
দীর্ঘতম খালইন্দিরা গান্ধী খাল, রাজস্থান
দীর্ঘতম গুহাঅমরনাথ, জম্মু ও কাশ্মীর
দীর্ঘতম নদীগঙ্গা
দীর্ঘতম নদী সেতুভূপেন হাজারিকা সেতু (লোহিত নদী, আসাম)
দীর্ঘতম পর্বতমালাহিমালয়
দীর্ঘতম বাঁধহীরাকুদ বাঁধ (মহানদী, ওড়িশা)
দীর্ঘতম বারান্দারামেশ্বরম মন্দিরের বারান্দা, তামিলনাড়ু
দীর্ঘতম ময়দানগড়ের মাঠ, কলকাতা
১০দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মগোরক্ষপুর, উত্তরপ্রদেশ
১১দীর্ঘতম সড়কNH 44
১২দীর্ঘতম হিমবাহসিয়াচেন
ভারতের দীর্ঘতম

প্রশ্ন ও উত্তর :

প্রশ্ন : ভারতের বৃহত্তম মন্দির কোনটি ?
উত্তর : শ্রী রঙ্গনাথস্বামী মন্দির (তামিলনাড়ু)


প্রশ্ন : ভারতের বৃহত্তম নদীর নাম কি ?
উত্তর : গঙ্গা নদী


প্রশ্ন : ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি ?
উত্তর : কুঞ্চিকল (কর্ণাটক, শিমাগো)


প্রশ্ন : ভারতের বৃহত্তম ঝুলন্তসেতু কোনটি ?
উত্তর : রবীন্দ্র সেতু (পশ্চিমবঙ্গ, হাওড়া)


প্রশ্ন : ভারতের বৃহত্তম বদ্বীপ কোনটি ?
উত্তর : সুন্দরবন বদ্বীপ


প্রশ্ন : ভারতের বৃহত্তম নোনা জলের হ্রদ
উত্তর : চিল্কা হ্রদ (উড়িষ্যা)


প্রশ্ন : ভারতের বৃহত্তম স্বাদু/মিষ্টি জলের হ্রদ
উত্তর : উলার হ্রদ (কাশ্মীর)


প্রশ্ন : ভারতের বৃহত্তম উপহ্রদ
উত্তর : চিল্কা হ্রদ (উড়িষ্যা)


প্রশ্ন : ভারতের সবচেয়ে বেশি শিক্ষিত রাজ্য কোনটি ?
উত্তর : কেরালা (৯৩.৮২%)


প্রশ্ন : ভারতের বৃহত্তম কারাগার (জেল)
উত্তর : তিহার জেল (দিল্লী)


প্রশ্ন : ভারতের বৃহত্তম চিড়িয়াখানা কোনটি ?
উত্তর : অরিনগর আন্না জুলজিক্যাল পার্ক (তামিলনাড়ু)


প্রশ্ন : ভারতের দীর্ঘতম উপকূল কোনটি ?
উত্তর : গুজরাট


প্রশ্ন : ভারতের সবচেয়ে বেশি জেলা কোন রাজ্যের ?
উত্তর : উত্তরপ্রদেশ


প্রশ্ন : ভারতের সবচেয়ে কম জেলা কোন রাজ্যের ?
উত্তর : গোয়া


প্রশ্ন : ভারতের বৃহত্তম নদী দ্বীপ কোনটি ?
উত্তর : মজুলি


প্রশ্ন : ভারতের বৃহত্তম রাজ্য কোনটি ?
উত্তর : রাজস্থান


প্রশ্ন : ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি ?
উত্তর : গোয়া


প্রশ্ন : ভারতের সর্বাপেক্ষা জনবিরল রাজ্য কোনটি ?
উত্তর : সিকিম


প্রশ্ন : ভারতের সর্বোচ্চ জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি ?
উত্তর : বিহার


প্রশ্ন : ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি ?
উত্তর : অরুণাচল প্রদেশ


প্রশ্ন : ভারতের মহিলা শিক্ষার হার সর্বোচ্চ কোন রাজ্যে ?
উত্তর : কেরল


প্রশ্ন : ভারতের সর্বাধিক জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি
উত্তর : দিল্লি


প্রশ্ন : ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি
উত্তর : আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ


প্রশ্ন : ভারতের সর্বাপেক্ষা জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি ?
উত্তর : লাক্ষাদ্বীপ


প্রশ্ন : ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি
উত্তর : লাক্ষাদ্বীপ


প্রশ্ন : ভারতের উচ্চতম বিমানবন্দর কোনটি ?
উত্তর : কুশোক বাকুলা রিমপোচে (লেহ)


প্রশ্ন : ভারতের বৃহত্তম জেলা কোনটি ?
উত্তর : কচ্ছ (গুজরাট)


প্রশ্ন : ভারতের ক্ষুদ্রতম জেলা কোনটি ?
উত্তর : মাহে (পদুচেরি)


প্রশ্ন : ভারতের বৃহত্তম বন্দর কোনটি ?
উত্তর : নভসেবা বা জহরলাল নেহেরু বন্দর (মুম্বাই)


প্রশ্ন : ভারতের দীর্ঘতম যাত্রীবাহী রেল রুট কোনটি
উত্তর : ডিব্রুগড়-কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস (4286 কিমি)


প্রশ্ন : ভারতের দ্রুতগামী ট্রেন কোনটি ?
উত্তর : গতিমান এক্সপ্রেস (দিল্লি-ঝাঁসি)


প্রশ্ন : ভারতের বৃহত্তম গুহা মন্দির কোনটি ?
উত্তর : ইলোরা (মহারাষ্ট্র)


প্রশ্ন : ভারতের বৃহত্তম জাদুঘর কোনটি ?
উত্তর : ভারতীয় জাদুঘর (কলকাতা)


প্রশ্ন : ভারতের বৃহত্তম প্লানেটোরিয়াম কোনটি ?
উত্তর : বিড়লা প্লানেটরিয়াম (কলকাতা)


প্রশ্ন : ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যান কোনটি ?
উত্তর : আচার্য জগদীশচন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন শিবপুর, (হাওড়া)


প্রশ্ন : ভারতের বৃহত্তম বাঁধ কোনটি ?
উত্তর : তেহরি বাঁধ (উত্তরাঞ্চল)


প্রশ্ন : ভারতের বৃহত্তম গ্রন্থাগার কোনটি ?
উত্তর : ন্যাশনাল লাইব্রেরি (কলকাতা)


প্রশ্ন : ভারতের বৃহত্তম পর্বতমালা কোনটি ?
উত্তর : হিমালয় পর্বত মালা


প্রশ্ন : ভারতের দীর্ঘতম সড়ক সেতু কোনটি ?
উত্তর : পি ভি এন আর এলিভেটেড এক্সপ্রেসওয়ে (হায়দরাবাদ)


প্রশ্ন : ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি ?
উত্তর : ছাত্রপ্রতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (মুম্বাই)


প্রশ্ন : ভারতের বৃহত্তম স্টেডিয়াম কোনটি ?
উত্তর : বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিট (গ্রেটার নয়ডা )


প্রশ্ন : ভারতের উচ্চতম দরজা কোনটি ?
উত্তর : বুলন্দ দরওয়াজা, ফতেপুর সিক্রি ( আগ্রা, উত্তরপ্রদেশ )


প্রশ্ন : ভারতের বৃহত্তম ও মনুষ্য-নির্মিত বাঁধ কোনটি ?
উত্তর : গোবিন্দ বল্লভপন্থ সাগর ( উত্তর প্রদেশ)


প্রশ্ন : ভারতের উচ্চতম হ্রদ কোনটি ?
উত্তর : ছো লামো ( সিকিম )


প্রশ্ন : ভারতের বৃহত্তম মসজিদ কোনটি ?
উত্তর : জামা মসজিদ (দিল্লি)


প্রশ্ন : ভারতের বৃহত্তম গম্বুজ কোনটি ?
উত্তর : গোল গম্বুজ (বিজাপুর)


প্রশ্ন : ভারতের বৃহত্তম রেল স্টেশন কোনটি ?
উত্তর : হাওড়া (২৩টি প্লাটফরম)


প্রশ্ন : ভারতের দীর্ঘতম রেলওয়ে প্লাটফর্ম কোনটি
উত্তর : গোরখপুর


প্রশ্ন : ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি ?
উত্তর : হিরাকুঁদ (উড়িষ্যা)


প্রশ্ন : ভারতের দীর্ঘতম খাল কোনটি ?
উত্তর : ইন্দিরা গান্ধি খাল (রাজস্থান)


প্রশ্ন : ভারতের দীর্ঘতম সুরঙ্গ পথ কোনটি ?
উত্তর : পিরপাঞ্জাল টানেল (১১,২১৫ কিমি, জম্বু ও কাশ্মীর)


প্রশ্ন : ভারতের উচ্চতম বাঁধ কোনটি ?
উত্তর : তেহরি বাঁধ (২৬১ মিটার উত্তরখন্ড)


প্রশ্ন : ভারতের উচ্চতম বিল্ডিং কোনটি ?
উত্তর : ইম্পিরিয়াল টাওয়ার (২৫৪ মিটার মুম্বাই)


প্রশ্ন : ভারতের উচ্চতম টাওয়ার কোনটি ?
উত্তর : রামেশ্বরমে দূরদর্শনের টাওয়ার (২৮৩ মিটার তামিলনাড়ু)


প্রশ্ন : ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি ?
উত্তর : কাঞ্চনজঙ্ঘা (৮৫৮৬ মিটার)


প্রশ্ন : ভারতের উচ্চতম সৌধ চূড়া কোনটি ?
উত্তর : কুতুবমিনার (৭৩ মিটার দিল্লি)


প্রশ্ন : ভারতের উচ্চতম সড়ক কোনটি ?
উত্তর : খারদুংলা রোড (জম্বু ও কাশ্মীর)


প্রশ্ন : ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি ?
উত্তর : সিয়াচেন


প্রশ্ন : ভারতের বৃহত্তম পশু মেলা কোনটি ?
উত্তর : শোনপুর ( বিহার )


প্রশ্ন : ভারতের বৃহত্তম অডিটোরিয়াম কোনটি ?
উত্তর : শ্রীসম্মুখানন্দ হল (মুম্বাই)


প্রশ্ন : ভারতের উচ্চতম স্ট্যাচু কোনটি ?
উত্তর : “স্ট্যাচু অব ইউনিটি” সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি (গুজরাট)


প্রশ্ন : ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক কোনটি
উত্তর : স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)


প্রশ্ন : ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি ?
উত্তর : কুঞ্চিকল (বরাহি নদীর কর্ণাটক)


প্রশ্ন : ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি
উত্তর : NH44 (৩৭৪৫ কিলোমিটার)


প্রশ্ন : ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক কোনটি
উত্তর : NH-47A (৬ কিমি)


প্রশ্ন : ভারতের দীর্ঘতম উপকূল রেখা কোনটি ?
উত্তর : গুজরাট রাজ্য (প্রায় ১৬০০ কিমি)


প্রশ্ন : ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি ?
উত্তর : মেরিনা বিচ (চেন্নাই)


প্রশ্ন : ভারতের বৃহত্তম গুরুদ্বার কোনটি ?
উত্তর : স্বর্ণমন্দির (অমৃতসর)


প্রশ্ন : ভারতের বৃহত্তম গির্জা কোনটি ?
উত্তর : সেন্ট ক্যাথিড্রাল (গোয়া)


প্রশ্ন : ভারতের দীর্ঘতম হিমবাহ ও উচ্চতম যুদ্ধ ক্ষেত্র কোনটি
উত্তর : সিয়াচেন


প্রশ্ন : বৃহত্তম নদী দ্বীপ বা চর কোনটি ?
উত্তর : মাজুলী (ব্রহ্মপুত্র নদ অসম)


প্রশ্ন : ভারতের সবচেয়ে জনবহুল শহর কোনটি ?
উত্তর : মুম্বাই


প্রশ্ন : ভারতের সবচেয়ে কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চল কোনটি ?
উত্তর : লেহ (লাদাখ)


প্রশ্ন : ভারতের বৃহত্তম মানব নির্মিত হ্রদের নাম কি ?
উত্তর : গোবিন্দ পন্থ সাগর


প্রশ্ন : ভারতের বৃহত্তম চার্চ কোনটি ?
উত্তর : সেন্ট ক্যাথীদ্রাল (গোয়া)


প্রশ্ন : ভারতের বৃহত্তম বারান্দা কোনটি ?
উত্তর : রামেশ্বর মন্দিরের বারান্দা


প্রশ্ন : ভারতের সর্বাধিক সন্মানজনক অসামরিক পুরস্কার কোনটি ?
উত্তর : ভারতরত্ন


প্রশ্ন : ভারতের বৃহত্তম পশুমেলা কোনটি ?
উত্তর : শোনপুর (বিহার)


প্রশ্ন : ভারতের সবচেয়ে বেশি লোকসংখ্যা যুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল ?
উত্তর : দিল্লী


প্রশ্ন : ভারতের সবচেয়ে কোন শিক্ষিত রাজ্য ?
উত্তর : বিহার (৬৩.৮২%)


প্রশ্ন : ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি ?
উত্তর : লাদাখ


প্রশ্ন : ভারতের বৃহত্তম পর্বতমালা কোনটি ?
উত্তর : হিমালয়


প্রশ্ন : ভারতের সর্বাধিক রাজ্য স্পর্শকারী রাজ্য কোনটি ?
উত্তর : উত্তরপ্রদেশ (৯টি রাজ্য)


প্রশ্ন : ভারতের সবচেয়ে বেশি প্রতিবেশি দেশ স্পর্শকারী রাজ্য গুলির নাম ?
উত্তর : পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ

এরকম আরও কিছু পোস্ট :

ভারতের খনিজ তৈল শোধনাগার তালিকা

ভারতের গুরুত্বপূর্ণ গুহা তালিকা ।। Important Caves of India

Scroll to Top