১০০ টি General Knowledge in Bengali – প্রশ্ন ও উত্তর – সেট ১৬

41. মানবদেহের ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি হলো:-
– পিনিয়াল
– প্যারা থাইরয়েড
– অগ্ন্যাশয়
– হাইপোথ্যালামাস

42. নীচের কোনটি বিপাকজনিত রােগ নয় ?
– আর্থাইটিস
– টাইফয়েড
– উচ্চ রক্তচাপ
– ওবেসিটি

43. বন্ধ্যাত্ব রােগটি হয় কোন্ ভিটামিনের অভাবে ?
– E
– C
– A
– D

44. নিম্নলিখিত ফোর্সগুলির মধ্যে কোনটি সবচেয়ে দুর্বল?
– গ্রাভিটেশনাল ফোর্স
– ইলেক্ট্রোস্ট্যাটিক ফোর্স
– নিউক্লিয়ার ফোর্স
– ইলেক্ট্রোম্যাগনেটিক ফোর্স

45. সালোকসংশ্লেষের ফলে উৎপন্ন গ্লুকোজে অক্সিজেনের উৎস হলো—
– H2O
– CO
– CO3
– কোনোটিই নয়

46. নীচের কোন্ অংশটি শ্বসন পথের অন্তর্ভুক্ত নয় ?
– গ্লটিস
– দাঁত
– ব্রংকাস
– ল্যারিংক্স

47. I2/2 C1/1 PM2/2  M3/3 -এটি কার দাঁতের সংকেত ?
– হাতি
– মানুষ
– গোরু
– বাঘ

48. “গেইগার মুলার কাউন্টার” কি নির্ণয়ে ব্যবহৃত হয়?
– কয়লা
– তেজস্ক্রিয়তা
– শব্দের গতিবেগ ও দিক
– ভূগর্ভস্থ তৈলক্ষেত্র

49. গ্লাইকোলাইসিস-এ উৎপন্ন ATP অণুর নেট সংখ্যা:-
– 4
– 6
– ৪
– 2

50. জিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া “তুমকুর” -এ সোনার ভান্ডার থাকার ইঙ্গিত পেয়েছে | এই তুমকুর ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
– অন্ধ্র প্রদেশ
– কর্ণাটক
– মহারাষ্ট্র
– তামিল নাড়ু

দেখে নাওBengali GK | বাংলা সাধারণ জ্ঞান – সেট ১১

51. সালোকসংশ্লেষে উৎপন্ন প্রথম জৈব যৌগ হলো—
– O2
– ATP
– NADP
– PGA

52. একজন স্বাভাবিক পুরুষের গড় BMR হলো ____ কিলোক্যালোরি/ঘণ্টা/বর্গমিটার দেহতল । 
– 40
– 20
– 60
– 80

53. সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে সমান পাঠ পাওয়া যাবে – 
– ৩২°
– ৪০°
– -৩২°
– -৪০°

54. নগরহোল জাতীয় উদ্যানটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
– উত্তরাখন্ড
– মনিপুর
– কর্ণাটক
– বিহার

55. সমবাহু ত্রিভুজের ভরকেন্দ্র কোথায় থাকে – 
– ভেতরে যে কোনো জায়গায়
– মধ্যমাত্রয়ের ছেদবিন্দুতে
– ত্রিভুজের বাইরে
– মধ্যমাত্রয়ের যে কোন জায়গায়

56. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?
– সুরেন্দ্রনাথ ব্যানার্জী
– ডব্লিউ সি ব্যানার্জী
– এ বেসান্ত
– জি এইচ দেশমুখ

57. নিম্নের কোনটির সাথে হিমোগ্লোবিনের এফিনিটি ( Affinity ) সবথেকে বেশি ?
– কার্বন ডাই অক্সাইড
– সালফার ডাই অক্সাইড
– নাইট্রোজেন ডাই অক্সাইড
– কার্বন মনোক্সাইড

58. সুপ্রিমকোর্টের সভা হয় নতুন দিল্লিতে, কিন্তু অন্যত্রও সভা হতে পারে—
– যদি সুপ্রিমকোর্টের সংখ্যাগরিষ্ঠ
– রাষ্ট্রপতির অনুমোদনক্রমে
– বিচারপতিগণ এরূপ সিদ্ধান্ত গ্রহণ করেন সংসদের অনুমোদনক্রমে
– রাজ্য আইনসভার অনুমোদনক্রমে

59. স্থিরবেগে ধাবমান কোনো ট্রেনের কামরায় কোনো বালক একটি বলকে ঊর্ধ্বে নিক্ষেপ করলে বলটি – 
– শুন্যে ভেসে থাকবে
– বালকটির হাতে এসে পড়বে
– বালকটির পিছনদিকে পড়বে
– বালকটির সামনে পড়বে

60. ক্রেবস চক্রের বিক্রিয়াগুলি কোথায় ঘটে?
– প্লাস্টিড
– মাইটোকনড্রিয়া
– নিউক্লিয়াস
– সাইটোপ্লাজম

Comments are closed.

Scroll to Top