G20 সম্মেলন 2023 প্রশ্ন উত্তর PDF -G20 Summit Question Answers in Bengali

G20 Summit Question Answers in Bengali : দেওয়া রইলো G20 সম্মেলন 2023 সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

দেখে নাও : G20 সম্মেলন তালিকা | G20 : List of Summits

২০২৩ সালে G20 সামিট আয়োজন করেছিল কোন দেশ?
উত্তর:- ভারত।

ভারতের কোন শহরে এই G20 সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ?
উত্তর:- নতুন দিল্লি

নিউ দিল্লিতে আয়োজিত জি২০-এর ভেন্যুটির নাম কী ছিল ?
উত্তর:- ভারত মন্ডপম

২০২৩ সালে G20 এর কততম Summit আয়োজিত হল ?
উত্তর:- ১৮তম

২০২৩ সালের জি২০ কবে অনুষ্ঠিত হয়েছিল ?
উত্তর:- ৯ই ও ১০ই সেপ্টেম্বর ২০২৩

G20 কথাটির পুরো অর্থ কী?
উত্তর:- Group of Twenty

২০২৩ সালের G20 সম্মেলনের থিম কী ছিল?
উত্তর:- “বসুধৈব কুটুম্বকম” বা “One Earth One Family One Future”

“বসুধৈব কুটুম্বকম” কথাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উত্তর:- মহা উপনিষদ থেকে

G20 সম্মেলন 2023-এর লোগোর অনুপ্রেরণা কী?
উত্তর:- ভারতের পতাকা

২০২৩ সালের G20-এর লোগোটি কে ডিজাইন করেছেন?
উত্তর:- সুদর্শন পট্টনায়েক

G20 সম্মেলনে ভারত মণ্ডপমে কার ২৮ ফুট লম্বা মূর্তি স্থাপন করা হয়েছে?
উত্তর:- নটরাজ। এটি বিশ্বের উচ্চতম নটরাজ মূর্তি।

এই নটরাজের মূর্তিটি কোন ধাতু দিয়ে তৈরী?
উত্তর:- ৮টি ধাতু দিয়ে তৈরী; যথা- তামা, দস্তা, সীসা, টিন, রুপো, সোনা, পারদ এবং লোহা

এই মূর্তিটির ওজন কত?
উত্তর:- প্রায় ২০ টন

এই মূর্তিটি তৈরী করতে কত কোটি টাকা খরচ হয়েছে?
উত্তর:- প্রায় ১২ কোটি টাকা

ভারত মন্ডপম কত এলাকা জুড়ে তৈরী হয়েছে?
উত্তর:- প্রায় ১২৩ একর

এই ভারত মন্ডপম কবে উদ্বোধন করেছিলেন নরেন্দ্র মোদী?
উত্তর:- ২৬শে জুলাই ২০২৩

ভারত মন্ডপম কমপ্লেক্স তৈরী করতে কত কোটি টাকা খরচ হয়েছিল?
উত্তর:- ২৭০০ কোটি টাকা

২০২৩ সালের G20 সম্মেলনের চেয়ারম্যান কে ছিলেন?
উত্তর:- নরেন্দ্র মোদী

জি২০-এর সদস্যসহ কোন কোন দেশকে অতিথি হিসাবে আমন্ত্রণ করেছিল ভারত?
উত্তর:- বাংলাদেশ, মরিশাস, ইজিপ্ট, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, ওমান, স্পেন, সিঙ্গাপুর ও UAE

এই জি২০ সংস্করণে বিশেষ কোন Declaration গৃহিত হলো?
উত্তর:- Delhi Declaration

ভারতের সভাপতিত্বে G20 গ্রুপের স্থায়ী সদস্য হলো কে?
উত্তর:- আফ্রিকান ইউনিয়ন

আফ্রিকান ইউনিয়ন সহ এই গ্রুপের সদস্য দেশ গুলি কে কে?
উত্তর:- আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, রিপাবলিক অফ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, সাউথ আফ্রিকা, তুর্কি, যুক্তরাজ্য(UK), আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন

G20 কবে গঠিত হয়?
উত্তর:- ১৯৯৯ সালের ২৬শে সেপ্টেম্বর

প্রথম G20 শীর্ষ সম্মেলন কবে এবং কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর:- ২০০৮ সালে আমেরিকায়

কত সালে ভারত G20 গ্রুপের সদস্য হয়?
উত্তর:- ১৯৯৯ সালে

ভারত কবে জি২০-এর সভাপতিত্ব পায়?
উত্তর:- ২০২২ সালের ১লা ডিসেম্বর

G20 সম্মেলনের অফিশিয়াল ভাষা কী কী?
উত্তর:- ইংরাজি, ফরাসী ও স্প্যানিশ

রাশিয়াকে কবে G8 গ্রুপ থেকে বাদ দেওয়া হয়?
উত্তর:- ২০১৪ সালে

২০২২ সালে জি২০ সামিট হোস্ট করেছিল কোন দেশ?
উত্তর:- ইন্দোনেশিয়া

২০২৪ সালে জি২০ হোস্ট করবে কোন দেশ?
উত্তর:- ব্রাজিল

২০২৫ সালে জি২০ আয়োজন করবে কোন দেশ?
উত্তর:- দক্ষিন আফ্রিকা

২০২৬ সালে G20 Summit হোস্ট করবে কোন দেশ?
উত্তর:- আমেরিকা

G20-এর স্থায়ী অতিথি বা গেস্ট কে?
উত্তর:- স্পেন

কত গুলি মহাদেশ এই গ্রুপের সদস্য?
উত্তর:- ৩টি; এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকা

G20-এর উদ্দেশ্য কী?
উত্তর:- বৈশ্বিক অর্থনীতির মূল বিষয়সমূহের উপর আলোচনার জন্য বিশ্বের গুরুত্বপূর্ণ শিল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোকে একত্রিত করা

Download Section

  • File Name: G20 Summit Question Answers in Bengali
  • File Size: 2.7 MB
  • No. of Pages: 02
  • Format: PDF
  • Language: Bengali
Scroll to Top