পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে প্রথম মহিলা তালিকা
পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে প্রথম মহিলা তালিকা দেওয়া রইলো । পশ্চিমবঙ্গের প্রথম মহিলা তালিকা ।
| নং | ক্ষেত্র | প্রথম মহিলা |
|---|---|---|
| ১ | প্রথম মহিলা মুখ্যমন্ত্রী | মমতা বন্দ্যোপাধ্যায় |
| ২ | প্রথম শহীদ | মাতঙ্গিনী হাজরা |
| ৩ | প্রথম আই. এ. এস | রমা মজুমদার |
| ৪ | প্রথম একাডেমী পুরস্কার | মৈত্রেয়ী দেবী |
| ৫ | প্রথম এভারেস্ট আহরণ | ক্যাপ্টেন শিপ্রা মজুমদার |
| ৬ | প্রথম এম. এ | চন্দ্রমুখী বসু |
| ৭ | প্রথম কমার্শিয়াল পাইলট | দূর্বা বন্দ্যোপাধ্যায় |
| ৮ | প্রথম জেলা শাসক | রানু ঘোষ |
| ৯ | প্রথম জ্ঞানপীঠ পুরস্কার | আশাপূর্ণা দেবী |
| ১০ | প্রথম ডি.এস. সি | অসীমা চট্টোপাধ্যায় |
| ১১ | প্রথম দক্ষিণ মেরু যাত্রী | সুদীপ্তা সেনগুপ্ত |
| ১২ | প্রথম প্যারাসুট অবতরণকারী | গীতা চন্দ্ |
| ১৩ | প্রথম রাজ্যপাল | পদ্মজা নাইডু |
| ১৪ | প্রথম লেনিন শান্তি পুরস্কার | অরুনা আসফ আলি |
| ১৫ | প্রথম নোবেল জয়ী মহিলা | মাদার টেরিজা |
| ১৬ | প্রথম মহিলা ডাক্তার (ফিজিশিয়ান) | কাদম্বিনী গাঙ্গুলি |
পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ তালিকা । First Male in West Bengal
Download Section
- File Name: পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে প্রথম মহিলা তালিকা
- File Size: 70 KB
- No. of Pages: 01
- Format: PDF
- Language: Bengali

